19/03/2025
✍️সুনীতা উইলিয়ামস: 💥নক্ষত্রলোকের পথিক, যিনি ফিরে আসছেন পৃথিবীতে🙏
🖋পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা আকাশের দিকে তাকাই, বিস্মিত হই মহাকাশের রহস্যময়তায়। কিন্তু কিছু মানুষ শুধু তাকিয়েই থাকেন না, তাঁরা ছুঁয়ে আসেন তারার জগৎ, অজানা সৌরজগতে নিয়ে যান মানুষের জ্ঞানের সীমা। তাঁদেরই একজন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ ন’মাস মহাকাশে কাটানোর পর তিনি ফিরছেন পৃথিবীতে। কিন্তু আদৌ কি তিনি ফিরে আসতে পারবেন পুরোপুরি ? মহাকাশের নির্জনতা, ভেসে থাকার অনুভূতি, নক্ষত্রের কাছাকাছি থাকার যে অদ্ভুত অভিজ্ঞতা, তা কি আর ভুলতে পারবেন ?
আমার বারবার মনে হয়, আহা! যদি আমিও যেতে পারতাম তাঁর মতো! হয়তো ফিরে আসতাম না, একদিন মহাকাশের বুকে বিলীন হয়ে যেত আমার অস্তিত্ব। পৃথিবীতে তো আমার অবর্তমানে কেউ কাঁদবে না—তাহলে বরং আমার শেষ সময়টা এই বিশাল মহাশূন্যে কাটুক! যদি বিজ্ঞানীরা আমার দেহকে গবেষণায় কাজে লাগাতে পারতেন, মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনে যদি আমি সামান্যতম অবদান রাখতে পারতাম, তবে সেটাই হতো এক অনন্য বিদায়!
🖋সুনীতা উইলিয়ামস কেবল একজন নভোচারী নন, তিনি এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, নারী মানেই ঘরের চার দেয়ালে আবদ্ধ থাকার নাম নয়। কিছু সংকীর্ণ মনোভাবের মানুষ নারীকে কালো বস্তায় আবদ্ধ করে রাখে, তাঁদের চলাফেরার 🌿স্বাধীনতাকে বন্দি করে ফেলে অন্ধ বিশ্বাসের শৃঙ্খলে। কিছু নারীও সেই শৃঙ্খলকে স্বেচ্ছায় বরণ করে নেয়। এমন সমাজে একা বের হতে গেলে পুরুষ সঙ্গীর অনুমতি লাগে, অথচ সুনীতা গিয়েছেন অনন্ত শূন্যতায়, যেখানে কেউ তাঁকে পথ দেখানোর নেই, তবু তিনি অক্লান্ত পরিশ্রম আর অদম্য সাহসের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছেন, নারী চাইলেই সব বাধা অতিক্রম করতে পারে। 🍁
আমাদের দুঃখের বিষয়, আমরা এখনও সেই পথেই হাঁটছে, যেখানে কুসংস্কার এবং অনাধুনিক মানসিকতা নারীর স্বাধীনতাকে রুদ্ধ করে রাখে। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের যুগে আমাদের উচিত সুনীতাদের দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া। 🍂
🖋অপেক্ষা ফিরে আসার, অপেক্ষা নতুন অভিযানের :🍁
সব ঠিক থাকলে, আগামী কাল ১৯ মার্চ ২০২৫, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। আট দিনের সংক্ষিপ্ত অভিযানে গিয়েছিলেন তাঁরা, কিন্তু প্রযুক্তিগত জটিলতায় সেখানে কাটাতে হয়েছে দীর্ঘ ন’মাস! ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী পৃথিবীতে ফিরে আসার আগেই জানিয়ে দিয়েছেন,
"আমি সব কিছুই মিস করব!"🍂
সুনীতা, আমরা তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছি। তোমার সাহস, তোমার সংগ্রাম, তোমার অদম্য মানসিকতা আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকুক।
সুনীতার সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজ়ান্ডার গর্বুনভ। যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলে স্থানীয় ⏰️সময় বিকেল ৫:৫৭-তে, ভারতের⏰️ সময় রাত ৩:৩০-এ, আর বাংলাদেশ সময় ভোর ৪:০০-এ তাঁরা পৃথিবীতে অবতরণ করবেন।
🖋ন’মাস মহাকাশে থেকে সুনীতা ও তাঁর সহযাত্রীরা মানুষের🌿 জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তাঁরা দেখিয়েছেন, মানুষের উদ্ভাবন কতটা অসাধ্যকে সম্ভব করতে পারে। পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে থেকেও তাঁরা মানুষের তৈরি খাবার খেয়েছেন, মানুষের ডিজাইন করা পোশাক পরেছেন, পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেছেন।
তাই, আজ যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন আর শুধু নক্ষত্র দেখে বিস্মিত হওয়ার কিছু নেই। আমাদেরই এক
"সুনীতা", আমাদেরই একজন, সেখানে গিয়ে ফিরে আসছেন, আমাদের জন্য নিয়ে আসছেন নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান, নতুন স্বপ্ন।
সুনীতা, তোমাকে স্যালুট ! মহাকাশের আলো তোমার সঙ্গেই থাকুক, পৃথিবী তোমার অপেক্ষায়! 💕✨🚀💫
✍️ফারহাদ 🍂