17/06/2024
মিথ্যেবাদী , হিংসুটে, আর ধূর্তদের কোনো জায়গা নেই আমার কাছে ।
মুখে বড়াই, আর পেটে কালী মেখে লাভ নেই।
কারোরটা দেখে যত জ্বলবে
নিজেই নিজে ততোই পুড়বে ।
অতএব, কর্ম করে যাও ....
দেখবে অনেক শান্তি পাবে ।
একটা কথা মনে রেখো,
জীবনে যতই ধন-সম্পদ থাকুক ,
দিনের শেষে তুমি নিত্যান্তই একলা ।
তাই নিজের শান্তিটা নিজের কাছে খুবই গুরত্যপূর্ন । অন্যের হিংসা করে সেটা নষ্ট করা উচিত নয় ।।