
10/07/2025
একটা সময় ছিল,যখন ক্যারিবিয়ান বোলারদের মুখোমুখি হওয়া মানেই ত্রাস। আর তখনই এক শান্ত মুখের মুম্বাইয়ের তরুণ ব্যাট হাতে ইতিহাস লিখে দিলেন—৭৭৪ রান দিয়ে শুরু, ১০,০০০ রানে পৌঁছে নতুন দিগন্তের পথ দেখালেন।
আজ সেই সুনীল গাভাসকর ৭৬-এ পা দিলেন। তিনি শুধু রেকর্ড ভাঙেননি, তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন—যে ভারতও পারবে!
জন্মদিনে রইল অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। দীর্ঘজীবী হোন, সুস্থ থাকুন, আরও অনেক প্রজন্ম আপনার গল্পে অনুপ্রাণিত হোক।💐🇮🇳
#গাভাসকর #জন্মদিনশুভেচ্ছা #ক্রিকেটজনক