Ajmal Islamic Page

Ajmal Islamic Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajmal Islamic Page, Digital creator, Harishchandrapur.

 #ভারতের_স্বাধীনতা_আন্দোলনে_মুসলিমদের  #ভূমিকা:  #তাজা_রক্তের_বিনিময়ে_এসেছে_স্বাধীনতাদেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতা...
15/08/2025

#ভারতের_স্বাধীনতা_আন্দোলনে_মুসলিমদের #ভূমিকা: #তাজা_রক্তের_বিনিময়ে_এসেছে_স্বাধীনতা

দেশের প্রকৃত ইতিহাস বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে। জেল খাটা অজস্র মুসলমানের আত্ম বলিদান ও ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন। ১৭৫৭ থেকে ১৯৪৭ এই একশো নব্বুই বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন, জেল খেটেছেন। জেল খাটা ১ কোটি মুসলমানের আত্ম বলি দান ও ফাঁসি হওয়া ৫ লক্ষ মুসলমানের প্রানের বিনিময়ে আজ ভারত স্বাধীন। সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম অতি সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম। আমি আশা রাখব আপনি সময় নিয়ে পড়বেন ও মূল্যায়ন করবেন।


মাওলানা কাসেম নানুতবী সাহেব, উত্তর প্রদেশর দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন। সেই দেওবন্দ মাদ্রাসায় আজও কোরান হাদিসের তালিম দেওয়া হয়।


হাকিম আজমল খাঁ ছিলেন সর্ব ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট। সেই সময়ের বিখ্যাত চিকিৎসক। দিল্লীর বাইরে গেলে ফি নিতেন সেইসময়ে এক হাজার টাকা। গরীবদের কাছে থেকে কোন পয়সা নিতেন না। কংগ্রেস নেতা হিসেবে জেল খেটেছেন বহু বছর, নেহেরুর চাইতে তো কম না। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া স্বত্তেও উনার নামটাও ভারতের ইতিহাসে নেই। এমনকি মওলানা আজাদ যে জেল খেটেছিলেন সেই ইতিহাস ও নেই।

ভারতের ইতিহাসের পাতা ওল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন গান্ধীজি, নেতাজী সুভাষ, অরবিন্দ, জহরলাল, মোতিলাল। এদের সমতুল্য নেতা আতাউল্লা বুখারি, মাওলানা হুসেন আহমাদ মাদানি , মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা গোলাম হোসেন প্রমুখ..( এনারা বহু বার দীর্ঘ মেয়াদি জেল খেটেছেন)

সৈয়দ আহমদ শহীদ বেরলভি –১৭৮৬ খৃষ্টাব্দে রায়বেরেলিতে জন্মগ্রহণ করেন। তিনি ভীষন সাহসী, সুঠাম দেহ ও প্রবল মানসিক শক্তির অধিকারী ছিলেন। তিনি ইংরেজদের পক্ষ থেকে আহ্বানকৃত সকল লোভ ও পদমর্যাদাকে উপেক্ষা করে আপাতত মানুষকে সচেতন করার মাধ্যমে বৃটিশ বিরোধী জনমত গঠনের কাজে আত্মনিয়োগ করেন। একই সাথে তিনি সকল প্রকার ধর্মীয় কুসংস্কার ও বেদাত দূর করার লক্ষে স্পষ্ট বক্তব্য ও যুক্তি প্রদানের মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলে সমাজ সংস্কারের কাজও চালিয়ে যেতে থাকেন। এভাবে তৎকালীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবের ভিত নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।


হাজি শরীয়তুল্লাহও তাঁর পুত্র মহসীন উদ্দীন দুদু মিয়া। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব ছিল ইংরেজ দুঃশাসনের ভীত কাঁপিয়ে দেয়া সবচেয়ে বড় প্রতিরোধ আন্দোলন। এই বিপ্লবে মুসলিমদের অংশগ্রহণছিল সবচেয়ে বেশি এবং তারই মুখ্য ভুমিকা পালন করেছিলেন।

ইংরেজ বিরোধী কর্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকতো।সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না ।

তত্‍কালিন সময়ে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নব প্রাণ পেতেন, সেই হাকিম আজমল খাঁকে লেখক বোধ হয় ভুলে গিয়েছেন।

মহাত্মা গান্ধী, জহরলাল যার সাহায্য ছাড়া চলতেনই না। যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না। সেই মাওলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হল।

মাওলানা মহম্মদ আলি ও শওকত আলি। ৫ বার দীর্ঘ মেয়াদী জেল খেটেছেন। ‘কম রেড’ ও ‘হামদর্দ’ নামক দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন। তাদের নাম ইতিহাসের ছেঁড়া পাতায় জায়গা পায় না। মওলানা মোহাম্মদ আলী ও মওলানা শওকত আলী ইংরেজদের বিরুদ্ধে জনগনকে জাগিয়ে তোলেন এবং আপন আবাসভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যে আন্দোলন গড়ে তুলেন।


খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন। জওহরলালের সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন। প্রচন্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ের জেল হয়। ১৯৬২ সালে তার মৃত্যু হয়। ইতিহাসের পাতায়ও তাঁদের নামের মৃত্যু ঘটেছে।

ডবল M A এবং P.H.D ডিগ্রিধারী প্রভাবশালী জেল খাটা সংগ্রামী সাইফুদ্দিন কিচলু। অমৃতসরের জালিয়ানয়ালাবাগের যে ম্যাসাকারের কথা আমরা জানি, সেটা কার গ্রেপ্তারের প্রতিবাদে হয়েছিল? সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদে। তিনি ছিলেন অতি জনপ্রিয় নেতা। জনতা তাঁর গ্রেপ্তারের সংবাদে ফুসে উঠেছিল। জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা সাইফুদ্দিন কিচলুকে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়। জালিয়ানোয়ালাবাগের নাম জানি, সেখানে ম্যাসাকার হয়েছিল সেটা জানি, জেনারেল ডায়েরের কথা জানি যিনি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। কিন্তু যিনি এই প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন সেই ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলু একদম হাওয়া। অদ্ভুত নয়?

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
বাংলাদেশের সিরাগঞ্জ জেলার ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয়া এই ক্ষণজন্মা মানুষটি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হলে হিন্দু-মুসলিম ঐক্যের বিকল্প নেই। তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতাদর্শকে তিনি সাদরে গ্রহণ করেছিলেন। তিনি অসহযোগ আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন।

আব্দুল গাফফার খান। সুদূর উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে পশতুন নেতা। তাঁর নেতৃত্বে গঠিত দল ‘খোদায়ি খিদমাদগার’ অর্থাৎ ‘আল্লাহর দাস’ এর ছত্রছায়ায় এবং সমতল এলাকায় মহাত্মা গান্ধির নেতৃত্বে কংগ্রেসের ছত্রছায়ায় শুরু হয় অসহযোগ আন্দোলন, যা ইংরেজদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল।

বিপ্লবী মীর কাশেম, টিপু সুলতান, মজনু শা, ইউসুফ. এরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলেও ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হল কিভাবে..?

সর্ব ভারতীয় নেতা আহমাদুল্লাহ। তত্‍কালীন সময়ে ৫০ হাজার রুপি যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশরা। জমিদার জগন্নাথবাবু প্রতারণা করে, বিষ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে। আর পূর্ব ঘোষিত ৫০ হাজার রুপি পুরষ্কার জিতে নিলেন ।

মাওলানা রশিদ আহমদ গান্গুহী। যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিলো ইংরেজরা। ইতিহাস লেখক কেন তার নাম মুছে দিলেন ইতিহাস থেকে।

জেল খাটা নেতা ইউসুফ, নাসিম খাঁন, গাজি বাবা ইয়াসিন ওমর খান তাদের নাম আজ ইতিহাসে নেই কেন?

ভারত স্বাধীনতা লাভ করার পরে, কুদরাতুল্লা খানের মৃত্যু হল কারাগারে । ইতিহাসের পাতায় তার মৃত্যু ঘটল কিভাবে?

নেতাজী সুভাষ বসুর ডান হাত আর বাম হাত যারা ছিলেন।ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না। তারা হলেন আবিদ হাসান শাহনাওয়াজ খান, আজিজ আহমাদ, ডি এম খান, আব্দুল করিম গনি, লেফট্যানেন্ট কর্নেল, জেট কিলানি, কর্নেল জ্বিলানী, কর্নেল নিজামুদ্দিন প্রমুখ। এদের অবদান লেখক কি করে ভুলে গেলেন?

বিদ্রোহী গোলাম রব্বানী, সর্দ্দার ও হয়দার, মাওলানা আক্রম খাঁ , সৈয়দ গিয়াসুদ্দিন আনসার। এদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি ?

বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরষ্কার ঘোষণা করে ইংরেজ সরকার ।

মাওলানা হজরত মুহানী এমন এক নেতা, তিনি তোলেন সর্ব প্রথম ব্রিটিশ বিহীন চাই স্বাধীনতা ।

জেলে মরে পচে গেলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধী, যিনি নেতাজী সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয়?

হাফেজ মীর নিশার আলি যিনি তিতুমীর নামে খ্যাত ব্রিটিশরা তার বাঁশের কেল্লা সহ তাকে ধ্বংস করে দেয়। তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয়।

আমরা গোপন সন্ত্রাসবাদী দল অনুশীলন যুগান্তরের কথা জানি, যেখানে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ইনকেলাবি পারটির কথা জানিনা। তাঁদের নেতা ছিলেন পালোয়ান শিশু খান। পালোয়ান শিশু খান ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরন করেন। শিশু খান ইতিহাসে কোথাও নেই।

কিংসফোর্ড কে হত্যা করতে ব্যর্থ ক্ষুদিরামের নাম আমরা সবাই জানি, কিংসফোর্ড হত্যাকারী সফল শের আলী বিপ্লবীকে আমরা কেউ জানিনা । বীর বিপ্লবী শের আলীর কথা না বললে আজকের লেখা অসম্পুর্ণ থেকে যাবে। বৃটিশ বিরোধী আন্দোলনের জন্য তাঁর ১৪ বছর জেল হয়। শের আলী আন্দামানে জেল খাটছিলেন। এমন সময় কুখ্যাত লর্ড মেয়ো আন্দামান সেলুলার জেল পরিদর্শনে আসে। শের আলী সুযোগ বুঝে বাঘের মতোই রক্ষীদের পরাস্ত করে তাঁর উপরে চাকু হাতে ঝাপিয়ে পড়েন। লর্ড মেয়ো আন্দামান জেলেই শের আলীর চাকুর আঘাতে মৃত্যু বরণ করে। শের আলীর দ্বিতীয়বার বিচার আরম্ভ হয়। বিচারে ফাসির রায় হয়। শের আলী বীরের শহীদি মৃত্যুবরণ করেন ফাঁসি্র কাষ্ঠে। অথচ কি আশ্চর্য, শের আলীর স্থান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়নি।

মহম্মদ আব্দুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে প্রহসনমুলক বিচারে ফাসির আদেশ দিয়েছিলেন তাঁকে একাই কোর্টের সিড়িতে অসমসাহসে প্রকাশ্য দিবালোকে হত্যা করেন ১৭৭১ সালের ২০ শে সেপ্টেম্বর। মহম্মদ আব্দুল্লাহ ইতিহাসে স্থান পান নাই।

বিখ্যাত নেতা আসফাকুল্লা।ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব পরিচালনা এবং অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ যোগাড় করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়। তাই ১৯২৫ সালের ৯ মার্চ স্টেশন মাষ্টার সাহজানপুর থেকে লখনৌ গার্ড ভ্যানে টাকার বস্তা নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে হাই কমান্ডের নির্দেশে তিনি ও তার সঙ্গিরা তা ছিনিয়ে নেয়। কাকরি গ্রামের নিকটে এই লুটের ঘটনাটি সংঘটিত হয় বলে ইংরেজ সরকার তাদের বিরুদ্ধে ‘কাকরি ডাকাতি’ নামে মামলা করে। ১৯২৭ সালের ১৯ ডিসেম্বর তার ফাঁসি হয়। ছয় ফুট লম্বা এই মানব সিংহ হাসতে হাসতে শহীদ হন। ফাঁসির মঞ্চে যাবার সময় তার কন্ঠে ধ্বনিত হচ্ছিল মুসলিমদের একত্ববাদের মূলমন্ত্র “লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ”।

বাই আম্মা (আবেদি বেগম) : প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভ্রাতৃদ্বয় সওকাত আলি ও মহাম্মদ আলির জননী ছিলেন। ১৯২১-এর ডিসেম্বরে তার সন্তানদের বন্দিত্বের সংবাদ তিনি খুশি মনে গ্রহণ করেন। গুজব ছড়িয়েছিল যে তার পুত্র মহাম্মদ আলি রাজভিক্ষায় জেল থেকে ছাড়া পেয়েছেন, তখন তিনি বলেছিলেন- “মহাম্মদ আলি ইসলামের পুত্র, সে কখনোই ক্ষমা ভিক্ষা চাইতে পারে না। যদি সে এটা করে থাকে, তাহলে আমার বুড়ো হাত তাকে দমণ করার জন্য যথেষ্ট।” তিনি নিজে চরকায় কাটা সুতার পোষাক পরতেন এবং অন্যদেরকেও খাদি পরতে উদ্বুদ্ধ করতেন। তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্যকঠোর পরিশ্রম করেন এবং এটাকে তিনি ঈমাণের অঙ্গ বলে মনে করতেন।

মিসেস জুবাইদা দাউদি : মাওলানা সাফি দাউদির স্ত্রী ছিলেন।তিনি প্রাণপণে ব্রিটিশদের বিরোধীতা করেছিলেন এবং অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। তিনি তার স্বামী, আত্মীয়-স্বজন এবং অন্যান্যদের কাছ থেকে সমস্ত বিদেশি জামাকাপড় সংগ্রহ করে কংগ্রেস অফিসে নিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। তিনি বিভিন্ন জনসমাবেশে অংশগ্রহণ করতেন এবং মহিলাদের স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করতেন। যখন স্কুল-কলেজের ছাত্ররা সরকারী স্কুল ছেড়ে দিচ্ছিল, তখন মাওলানা সাফি দাউদি একটি স্কুল চালু করেন। জুবাইদা দাউদি সেখানে ছাত্রদের দেখাশোনা করতেন এবং তাদের উৎসাহ দিতেন স্বাধীনতা সংগ্রামে।

এছাড়াও আসগারি বেগম, মাজিরা খাতুন, রাজিয়া খাতুন, জামিরা, লেডি মহাম্মদ সফি, খাদিমা বেগম, বেগম হাবিবুল্লা প্রমূখ মুসলিম নারী স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। পুরুষতান্ত্রীক নীতিহীণ সমাজ এইসব মহিয়সী নারীদের তাদের প্রাপ্য মর্যাদা না দিলেও, এদের কাহিনী চেপে রাখতে পারেনি আর সত্য কোনোদিন চাপা থাকে না।

আল্লামা ফজলে হক খয়রাবাদী। জন্ম ১৭৯৭ খ্রিস্টাব্দে। বাড়ী অযোধ্যার খায়রাবাদে,তাই তাকে খয়রাবাদী বলা হয়।তাঁর প্রথম পরিচয় তিনি ভারতের একজন শ্রেষ্ঠ আলেম, বিখ্যাত সাহিত্যিক,কবি ও ঐতিহাসিক। তাঁর গর্বময় দ্বিতীয় পরিচয় হলো,তিনি ১৮৫৭ সালের বিপ্লবের একজন প্রত্যক্ষ সংগ্রামী। ভারতকে স্বাধীন করতে গিয়ে তিনি বন্দী হন। বিচারের নিষ্ঠুর সিদ্ধান্তে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয় আর তাকে নির্বাসন দেওয়া হয় কুখ্যাত আন্দামানে।

ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুস সুকুর ও আব্দুল্লা মীর এদের অবদান কি ঐতিহাসিকরা ভুলে গেছেন। এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানাই। দুঃখের বিষয়, স্বাধীন ভারতের সরকারি পাঠ্যবইগুলোতে স্বাধীনতা সংগ্রামী মুসলিম নেতৃত্বের নাম দূরবীক্ষণ দিয়ে খুঁজতে হয় ! এই ক্ষুদ্র প্রয়াস কাজে লাগুক পরবর্তী প্রজন্মের এই আশা করি।

28/05/2025

মাদ্রাসা হিফযুল কুরআন দেবীপুর কোঠির বাগান থেকে
আমাদের ছাত্র সামিরুল ইসলাম কি সুন্দর একটি গজল
গাইলেন কি সুন্দর কন্ঠ সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন
ভালো আলেম হতে পারে

 #কলকাতার_সমস্ত_রুটের_বাস_নম্বর 📍1 রামনগর - পালবাজার 📍1এ রামনগর – মুকুন্দপুর 📍1বি রামনগর - নয়াবাদ (গড়িয়া) 📍3 বাগবাজার...
21/05/2025

#কলকাতার_সমস্ত_রুটের_বাস_নম্বর
📍1 রামনগর - পালবাজার
📍1এ রামনগর – মুকুন্দপুর
📍1বি রামনগর - নয়াবাদ (গড়িয়া)
📍3 বাগবাজার – শ্রীরামপুর
📍3 সল্টলেক টেকনোপলিস - শ্রীরামপুর
📍3বি মিল্ক কলোনি – নিউ আলিপুর
📍3C/1 নাগেরবাজার – আনন্দপুর
📍3C/2 নাগেরবাজার – রুবি হাসপাতাল
📍3ডি মিল্ক কলোনি - সাখেরবাজার
📍3D/1 মিল্ক কলোনি – সাখেরবাজার
📍12 রাজাবাজার – রাজাবাগান
📍12A হাওড়া স্টেশন – রাজাবাগান
📍12B এসপ্ল্যানেড – বদরতলা
📍12C হাওড়া স্টেশন - পাইলান
📍১২সি/১ হাওড়া স্টেশন – শিবরামপুর
📍১২সি/১এ হাওড়া স্টেশন – কনচৌকি
📍১২সি/২ হাওড়া স্টেশন – ঠাকদারি
📍১২এডি হাওড়া ময়দান – আকরাফাতক
📍১২/১ শিয়ালদহ – ফতেপুর ২৮ নং
📍১৩ শিয়ালদহ – পর্ণশ্রী
📍১৩এ বি.বি.ডি. বাগ-শম্পা মির্জা নগর
📍13C ওল্ড ডাকঘর – লায়লকা
📍17 হাওড়া স্টেশন – চেতলা
📍17বি হাওড়া স্টেশন – বাঘাযতীন
📍18B/1 ডাকঘর – চায়না মন্দির
📍18C কেষ্টর মোর – আনন্দপুর
📍18D হাওড়া স্টেশন - সূর্য সেন নগর
📍21 শিয়ালদহ – কদমতলা
📍21/1 শিয়ালদহ – কদমতলা
📍23 বারাসত – বোয়ালঘাটা
📍24 বাঁধাঘাট – তোপসিয়া
📍24A বাঁধাঘাট – তোপসিয়া
📍24A/1 হাওড়া ফায়ার সার্ভিস স্টেশন -

#মুকুন্দপুর
📍26 বনহুগলি – চাঁপাডাঙ্গা
📍28 হাওড়া ময়দান - শিয়ালদহ
📍30A এসপ্ল্যানেড – সিন্থি
📍30বি বাবুঘাট – গৌরীপুর
📍30B/1 হাওড়া স্টেশন – গৌরীপুর
📍30C বাবুঘাট – হাতিয়ারা
📍30C/1 বাবুঘাট – হাতিয়ারা
📍30D বাবুঘাট – দম দম সেনানিবাস
স্টেশন
📍32A দক্ষিণেশ্বর - সল্ট লেক

#টেকনোপলিস
📍34B এসপ্ল্যানেড – ডানলপ
📍34B/1 এসপ্ল্যানেড – পার ডানকুনি
📍34C এসপ্ল্যানেড - নোয়াপাড়া / দম দম
📍 সেনানিবাস (প্রমোদ নগর)
📍37 হাওড়া স্টেশন – ঢাকুরিয়া
📍37A হাওড়া স্টেশন - নয়াবাদ (গড়িয়া)
📍৩৯ হাইকোর্ট – পিকনিক গার্ডেন
📍৩৯এ/২ হাওড়া স্টেশন – ভিআইপি বাজার
📍৩৯এ/২ হাওড়া স্টেশন – ভোজেরহাট
📍৪০এ বাবুঘাট – জুলপিয়া
📍৪০বি বাবুঘাট – ঠাকুরপুকুর
📍৪১হাওড়া স্টেশন – লায়ালকা
📍৪১বি হাইকোর্ট – নেতাজি নগর
📍৪২এ পিকনিক গার্ডেন – বিচালিঘাট
📍৪২বি বেলিয়াঘাটা বিক্রয় কর – বিচালিঘাট
📍৪৩এসপ্ল্যানেড – বনহুগলি
📍৪৩/১ এসপ্ল্যানেড – আরিয়াদহ
📍৪৪হাওড়া স্টেশন – বাগুইহাটি
📍৪৪এ হাওড়া স্টেশন – সল্টলেক
📍৪৫ বিমানবন্দর গেট নং ১ – পাটুলি
📍৪৫এ গৌরীপুর – গড়িয়া রেলওয়ে স্টেশন
📍৪৫বি আরও নির্মাণ – গড়িয়া রেলওয়ে

#স্টেশন
📍46 এসপ্ল্যানেড - বিমানবন্দরের গেট নং 1
📍46B এসপ্ল্যানেড – আকাশা
📍47 লেক টাউন - নিউ টাউন
📍47B লেক টাউন - রুবি হাসপাতাল
📍47/1 টালিগঞ্জ ট্রাম ডিপো - সল্ট লেক
#ট্যাঙ্ক_নং12
📍51 হাওড়া স্টেশন – পার ডানকুনি
📍52 রামরাজতলা – এসপ্ল্যানেড
📍53 হাওড়া স্টেশন – নারিত
📍54 বাল্লিখাল – এসপ্ল্যান্ড
📍54/2 হাওড়া স্টেশন – রিশরা স্টেশন
📍55 শিবপুর বোটানিক্যাল গার্ডেন –
এসপ্ল্যানেড
📍55A শিবপুর ট্রাম ডিপো – এসপ্ল্যানেড
📍56 হাওড়া স্টেশন – রুইয়া পূবাপাড়া
📍57 কোনা – এসপ্ল্যানেড
📍57A হাওড়া স্টেশন - চণ্ডীতলা
📍58 চ্যাটার্জিহাট – এসপ্ল্যানেড
📍59 বকুলতলা – এসপ্ল্যানেড
📍61 হাওড়া স্টেশন – আলমপুর
📍63 হাওড়া স্টেশন – ডোমজুর
📍71 হাওড়া ময়দান - সল্টলেক
📍72 দাসনগর - পার্ক সার্কাস
📍72 বসিরহাট – নাজাত
📍72A বসিরহাট – ধামাখালি
📍73 কদমতলা – এসপ্ল্যানেড
📍74 হাবরা – নৈহাটি
📍75 বাবুঘাট – রায়পুর
📍77A (বাটা নেই)
📍এসপ্ল্যানেড – বিড়লাপুর
📍77A এসপ্ল্যানেড – বাটানগর
📍78 এসপ্ল্যানেড - ব্যারাকপুর কোর্ট
📍78C/1 বারাসাত – দক্ষিণেশ্বর
📍78ই বনগাঁ - দক্ষিণেশ্বর
📍78/1 বাবুঘাট – রাহারা বাজার/পার্থপুর
📍79 ডানলপ – পাঁচলা
📍79বি বাগবাজার – বারাসাত
📍79D বাবুঘাট – মধ্যমগ্রাম
📍80A এসপ্ল্যানেড – গড়িয়া বাস স্ট্যান্ড
📍80B এসপ্ল্যানেড – গড়িয়া বাস স্ট্যান্ড
📍81 বারাসত – ব্যারাকপুর ফিশারী গেট
📍83 বাবুঘাট – ফলতা
📍85 ব্যারাকপুর কোর্ট – কাঁচরাপাড়া
📍87 বারাসত – জাগুলি
📍87A বারাসাত – নৈহাটি
📍88 বারাসত – কাঁচরাপাড়া
📍91 শ্যামবাজার – ভাঙ্গর
📍91A শ্যামবাজার – হাড়োয়া
📍91বি শ্যামবাজার – ভোজেরহাট
📍91C শ্যামবাজার - লাউহাটি
📍92 বনগাঁ – বয়রা
📍92A বনগাঁ - দত্তফুলিয়া
📍93 বাগবাজার – খড়িবাড়ি
📍94 ডায়মন্ড হারবার - নামখানা
📍95 বনগাঁ – অশোকনগর
📍96C বনগাঁ – বেরিগোপালপুর ঘাট
📍96D বনগাঁ - দত্তফুলিয়া
♦️ িরিজ_বাস_লাইন
📍201 নিমতা - সল্টলেক নিকো পার্ক
📍202 নাগেরবাজার - সায়েন্স সিটি
📍204/1 রাজাবাজার – চেতলা
📍205 বাবুঘাট – বাঁশদ্রোণী
📍205A বাবুঘাট – বাঁশদ্রোণী
📍206 নতুন গড়িয়া স্টেশন - সল্টলেক এজে ব্লক
📍208 হাওড়া স্টেশন – কুদঘাট
📍210 এসপ্ল্যানেড - রায়চক
📍211 আহিরীটোলা – খড়িবাড়ি
📍211A আহিরীটোলা – ল্যাঙ্গোলপোতা
📍211বি আহিরীটোলা – খড়িবাড়ি
📍212 হাওড়া স্টেশন – পালবাজার
📍213 বাবুঘাট – ঘটকপুকুর
📍২১৩/১ শিবপুর বোটানিক্যাল গার্ডেন –

#ঘটকপুকুর
📍214 এসপ্ল্যানেড – সাজিরহাট
📍214A এসপ্ল্যানেড – সোদেপুর গির্জা
📍215 হাওড়া স্টেশন - লেক টাউন
📍215/1 হাওড়া স্টেশন – লেক টাউন ভিআইপি
📍215A হাওড়া স্টেশন - সল্টলেক
টেকনোপলিস
📍215A/1 হাওড়া স্টেশন – মহিষবাথান
📍217 বাবুঘাট – নারায়ণপুর
📍217A বাবুঘাট – বেরবেড়ি
📍217B বাবুঘাট – বাবলাতলা
📍218 বাবুঘাট – বারুইপুর
📍219 হাওড়া স্টেশন – নাগেরবাজার
📍219/1 হাওড়া স্টেশন – নাগেরবাজার
📍221 নাগেরবাজার – গোলপার্ক
📍222 বেহালা চৌরাস্তা - ডানলপ
📍২২৩ বি.টি. কলেজ – গল্ফ গ্রিন
📍২২৭ বি.এন.আর. - বাঙ্গুর
📍228 বাবুঘাট – মহামায়াতলা
📍230 কামারহাটি – আলিপুর চিড়িয়াখানা
📍234 বেলঘোরিয়া - গলফ গ্রিন
📍234/1 বেলঘোরিয়া স্টেশন - গলফ গ্রিন
📍235 সল্টলেক – আমতলা
📍237 বাবুঘাট – তৎকাল
📍237/1 বাবুঘাট – বিরাটী
📍238 বারাসত – হাওড়া স্টেশন
📍239 বাবুঘাট - সল্টলেক
📍239B হাওড়া স্টেশন – মহিষবাথান
📍240 বাগবাজার – যোধপুর পার্ক
📍240/1 বাগবাজার – গলফ গ্রিন
📍241 এসপ্ল্যানেড – আকরা সন্তোষপুর স্টেশন
📍241A শিয়ালদহ – আকরাফাতক
📍242 এসপ্ল্যানেড – কসিপুর (4বি বাস দাঁড়ানো)
📍246 বুরুল – রাধানগর
📍252 এসপ্ল্যানেড – হাসনাবাদ
📍253 এসপ্ল্যানেড – বসিরহাট
📍257 কলকাতা রেলওয়ে স্টেশন - জুলপিয়া
📍259 হাওড়া স্টেশন – আক

📌Informative মনে হলে অবশ্যই শেয়ার করবেন।এবং পেজ টিকে ফলো করবেন।
ধন্যবাদ 🙏
আমাদের প্রিয় জেলা

#জরুরী_ঘোষণা:-বিনা অনুমতিতে আমার এই পোস্টটি কপি পেস্ট করলে🚫⚠️ কপিরাইট স্ট্রাইক এর সম্মুখীন হতে হবে ।

#কলকাতা

মাদ্রাসা হিফযুল কোরআন দেবীপুর স্থান কুঠি বাগান থেকে একজন ছেলে হাফেজ আনারুল হক কে লাঠি পাগড়ি দিয়ে বিদায় দিলেন তার জন্য...
08/02/2025

মাদ্রাসা হিফযুল কোরআন দেবীপুর স্থান কুঠি বাগান থেকে
একজন ছেলে হাফেজ আনারুল হক কে লাঠি পাগড়ি দিয়ে বিদায় দিলেন তার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন তিনি যেন বড় আলেম হতে পারে 22/01/2025

07/02/2025

MADRASHA HIFZUL QURAN DEBIPUR KOTHIBAGAN COMPETITION
মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর স্থান কুঠি বাগান
দেবীপুর রতুয়া মালদা বিষয় গীবত পরনিন্দা
নাম মোরসালিম গ্রাম কুঠি বাগান দেবীপুর রতুয়া মালদা

29/01/2025

MADRASA HIFZUL QURAN DEBIPUR KOTHIBAGAN
মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর স্থান কুঠি বাগান
অএ মাদ্রাসার ছাত্র আনারুল হক

28/01/2025

MADRASHA HIFZUL QURAN DEBIPUR KOTHIBAGAN COMPETITION MALDA DEBIPUR
MADRASA CHHATRO FIROJ ALAM JANNAGAR
মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর স্থান কুঠি বাগান
অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ফিরোজ আলাম জাননাগর
বিষয়, পরনিন্দা। ও গীবত

28/01/2025

MADRASHAHIFZULQURANDEBIPUR KOTHIBAGAN
مدرسہ حفظ القرآن دیوی پور کوٹھی بگان رتوا مالدہ
MADRASHAHIFZULQURANDEBIPURKOTHIBAGAN
کمپٹیشن اردو تقریر کا عنوان ہے اصلاح معاشرہ میں طلباء کا کردار
مدرسہ حفظ القران کا طلبہ محمد شریف

27/01/2025

MADRASHA HIFZUL QURAN DEBIPUR KOTHIBAGAN COMPETITION
HAFIZ AJMAL HOSSAIN
#মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর কুঠি বাগান থেকে
হাফিজ আজমাল হুসেইন বিন আবুল কালাম আজাদ

25/01/2025

MADRASHA HIFZUL QURAN DEBIPUR KOTHIBAGAN COMPETITION
মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর কুঠি বাগান
সালানা আঞ্জুমান কম্পিটিশন
অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ বাদশা

24/01/2025

মাদ্রাসা হিফজুল কোরআন দেবীপুর কুঠি বাগান
সালানা আঞ্জুমান 2025 রোজ বুধবার
বিষয় পরনিন্দা ও গীবত
নাম : মোহাম্মদ শরীফ

22/01/2025

Address

Harishchandrapur

Alerts

Be the first to know and let us send you an email when Ajmal Islamic Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajmal Islamic Page:

Share