আমি মুসলিম আমি গর্বিত

আমি মুসলিম আমি গর্বিত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমি মুসলিম আমি গর্বিত, Hatisala, Hatisala.
(1)

এই পেজটি ইসলামের জ্ঞান এবং হাদিস প্রচারের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এখানে আপনি সহীহ বুখারির প্রতিটি হাদিস শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে পাবেন। আমরা ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর পথে আরও জ্ঞানী ও সুশৃঙ্খল হতে একসঙ্গে কাজ করি

22/03/2025

অনেকেই রোজা না রেখেই ইফতার করতে এসেছে। কারণ জানতে চাইলে তারা বলেন, "রোজা রাখা ফরজ, কিন্তু ইফতার করা সুন্নত। ফরজ আদায় করতে পারিনি, তাই অন্তত সুন্নত আদায় করতে এসেছি।"

😭😭😭😭😭😭😭😭For a man from Gaza who lost his children in the bombing, a heartfelt dua could be:😭😭😭😭😭إِنَّا لِلّهِ وَإِنَّـا ...
22/03/2025

😭😭😭😭😭😭😭😭For a man from Gaza who lost his children in the bombing, a heartfelt dua could be:😭😭😭😭😭

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
"Inna lillahi wa inna ilayhi raji'un."
"Indeed, we belong to Allah, and indeed, to Him we will return." (Surah Al-Baqarah: 156)

اللَّهُمَّ أَجِرْهُ فِي مُصِيبَتِهِ وَاخْلُفْ لَهُ خَيْرًا مِنْهَا
"Allahumma ajirhu fi musibatihi wakhluf lahu khayran minha."
"O Allah, reward him in his calamity and replace it with something better."

May Allah grant him patience, ease his pain, and reunite him with his children in Jannah (Paradise).

22/03/2025

শুধু একবার নিজেদের কে ওদের অবস্থা ভেবে দেখো 😭😭😭😭😭
"ফিলিস্তিন ও গাজার জন্য দোয়া করুন। নিরপরাধ মানুষের কষ্টের শেষ হোক, শান্তি ও মানবতা ফিরে আসুক। 🤲
"

"ফিলিস্তিন ও গাজার জন্য দোয়া করুন। নিরপরাধ মানুষের কষ্টের শেষ হোক, শান্তি ও মানবতা ফিরে আসুক। 🤲                        ...
21/03/2025

"ফিলিস্তিন ও গাজার জন্য দোয়া করুন। নিরপরাধ মানুষের কষ্টের শেষ হোক, শান্তি ও মানবতা ফিরে আসুক। 🤲
"

19/03/2025
সহীহ বুখারী, হাদিস নম্বর ৭ (বাংলায়):হযরত ত্বালহা ইবনে উবাইদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত:তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ ...
14/03/2025

সহীহ বুখারী, হাদিস নম্বর ৭ (বাংলায়):

হযরত ত্বালহা ইবনে উবাইদুল্লাহ (রাযি.) হতে বর্ণিত:
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে জিজ্ঞাসা করল,

"ইসলাম সম্পর্কে আমাকে এমন কিছু বলুন, যা জানার পরে আমাকে আর কারও কাছ থেকে জানতে না হয়।"

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উত্তর দিলেন:
"তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তারপর দৃঢ়তার সাথে থেকে যাও।"

📜 হাদিস সূত্র: সহীহ বুখারী, হাদিস নম্বর ৭
💡 শিক্ষা: এই হাদিসে ইসলামের সহজ ও মৌলিক শিক্ষা উল্লেখ করা হয়েছে। আল্লাহর প্রতি ঈমান ও দৃঢ়তার সাথে সৎপথে চলার গুরুত্ব এখানে স্পষ্ট।

সহীহ বুখারী, হাদিস নম্বর ৬ (বাংলায়):হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাযি.) হতে বর্ণিত:তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আল...
14/03/2025

সহীহ বুখারী, হাদিস নম্বর ৬ (বাংলায়):

হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাযি.) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত:
১. আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রাসূল—এই সাক্ষ্য দেওয়া।
২. নামাজ কায়েম করা।
৩. যাকাত প্রদান করা।
৪. হজ করা।
৫. রমজানের রোজা পালন করা।"

📜 হাদিস সূত্র: সহীহ বুখারী, হাদিস নম্বর ৬
💡 শিক্ষা: এই হাদিসে ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভসমূহ বর্ণিত হয়েছে। এটি আমাদের ইসলামের মূল আনুগত্য ও আমলের গুরুত্ব সম্পর্কে সচেতন করে।

সহীহ বুখারী, হাদিস নম্বর ৫ (বাংলায়):হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত:তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়...
14/03/2025

সহীহ বুখারী, হাদিস নম্বর ৫ (বাংলায়):

হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এবং যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, সে যেন তার অতিথিকে সম্মান করে।"

📜 হাদিস সূত্র: সহীহ বুখারী, হাদিস নম্বর ৫
💡 শিক্ষা: এই হাদিসে উত্তম আচরণ, সুন্দর কথাবার্তা এবং অতিথি ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। এটি আমাদের জীবনযাত্রায় শিষ্টাচার রক্ষার গুরুত্ব বুঝায়।

Address

Hatisala
Hatisala

Alerts

Be the first to know and let us send you an email when আমি মুসলিম আমি গর্বিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমি মুসলিম আমি গর্বিত:

Share