Surer Alo

Surer Alo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Surer Alo, • Angra • Mazina • Paunchbibi •Joypurhut •, Joypur.
(2)

সুরের আলো — সুরে সুরে ইসলামের বার্তা
আধ্যাত্মিক নাশিদ, হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গান, এবং শান্তিময় কণ্ঠে হালাল বিনোদনের এক অনন্য যাত্রা।

🎧 নিজস্ব কণ্ঠে হৃদয়স্পর্শী ইসলামিক সুর
📿 আমাদের সাথে থাকুন – মন, মগজ ও ঈমানে সুরের আলো
জ্বালাতে..!

20/08/2025

✨🔥 জাহান্নামের আগুনের যন্ত্রণার আগে দুনিয়ার সামান্য কষ্টই উত্তম… 🕋 আল্লাহর রহমতের ছায়ায় থাকাই আমাদের একমাত্র মুক্তির পথ। 🤲

#আল্লাহুম্মা_আজিরনা_মিনান্নার #তওবা #ইমান #আল্লাহর_রহমত #জাহান্নাম_থেকে_পানাহ

17/08/2025

✨ঘুম হইতে নামাজ অতি উত্তম,
ঘুম হইতে নামাজ অতীব উত্তম✨

🕋 আল্লাহ মহান, আল্লাহ মহান,

💖 আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

---

#আযানেরডাক #নামাজ #আল্লাহুমহান #লা_ইলাহা_ইল্লাল্লাহ #ইসলামীপ্রেরণা #ইবাদত

16/08/2025

✨ এমন যদি হতো আমার দেশ,
শাসন হতো খোদার ভয়ে আবদ্ধ,
আবু বক্করের মতো সত্যে অটল,
উমরের মতো ন্যায়ে অদম্য।
তাহলেই জেগে উঠতো মাটির বুক,
আল্লাহর রহমতে ভরতো প্রতিটি দিক ✨

#আল্লাহরআলো #ন্যায়েরশাসন #আবুবকর #উমর #ইসলামীআদর্শ

15/08/2025

"ওই যে কবরের মাটি ডাকছে তোমায়... ভুলে যেও না, দুনিয়া ক্ষণিকের, আখিরাত চিরন্তন।"

(Viral ghazal)

🌿 #কবরেরমাটি #মৃত্যুচিন্তা #আখিরাতেরপথে
🌙 #দুনিয়ারশেষ #ইসলামিকগজল
🕊️ #জিকির #ইলম #মৃত্যুরস্মরণ

15/08/2025

🌙✨ "প্রশংসার প্রতিটি সুরে আছে রবের মহিমা, প্রতিটি ছন্দে জেগে ওঠে ভালোবাসার দোয়া।" 🤍🕋
#আলহামদুলিল্লাহ #প্রশংসারগান #ইলাহীগজল #রবেরমহিমা #ইমানেরআলো

14/08/2025

দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে [ইনশাআল্লাহ]

14/08/2025

😄 "গ্রামের কয়েকজন মিলে আয়োজন—হাসি, গল্প আর আনন্দে ভরা এক অবিস্মরণীয় পিকনিকের দিন!" 🌾🍲

#গ্রামীণপিকনিক #বন্ধুরাসাথে #হাসিখুশি_দিন #গ্রামের_মজা #আনন্দেরযাত্রা #পিকনিকভাইবস #বন্ধুত্বেরআনন্দ #গ্রামীণজীবন #স্মৃতিমাখাদিন #খোলাবাতাসেরআনন্দ

11/08/2025

"বাবার সুরে ভালোবাসা, ছেলের কণ্ঠে শ্রদ্ধা—গজলের এই সেতুতে বাঁধা রইল প্রজন্মের অটুট বন্ধন।"

10/08/2025

অনেকদিন পর!

03/08/2025

🕊️ "বাবা-ছেলের কণ্ঠে ঈমানের সুর—একসাথে হৃদয় ছুঁয়ে যাওয়া গজলের ধ্বনি।"
আলহামদুলিল্লাহ! জীবনের সেরা মুহূর্তগুলোর একটি… সৃষ্টিকর্তার নামে একই সুরে গাইতে পারা এক অনন্য নেয়ামত। 🤍✨
#ইসলামিকগজল #বাবাছে_স্মৃতি #আলহামদুলিল্লাহ

30/07/2025

🌙 একটি জ্ঞানমূলক সহীহ হাদিস!

📖 রাসূলুল্লাহ (ﷺ) বলেন:

> "لاَ عَدْوَى، وَلاَ طِيَرَةَ، وَلاَ هَامَةَ، وَلاَ صَفَرَ"

“সংক্রামক রোগ (নিজে নিজে) ছড়ায় না, অশুভ পাখি দেখা সত্য নয়, পেঁচার ডাকে অশুভ কিছু নেই, এবং সফর মাসে কোনো অশুভতা নেই।”

— সহীহ বুখারী, হাদীস: 5707; সহীহ মুসলিম, হাদীস: 2220

📌 ব্যাখ্যা:

জাহেলি যুগে আরবরা সফর মাসকে অশুভ মনে করত, বিবাহ, ব্যবসা, সফর ইত্যাদি এ মাসে করাকে খারাপ বলে মনে করত। রাসূল (ﷺ) এসব বিশ্বাস ভ্রান্ত ও শিরকসুলভ বলে বাতিল ঘোষণা করেছেন।

✅ ইসলামের দৃষ্টিভঙ্গি:

সফর মাস অন্যান্য মাসের মতোই একটি সাধারণ মাস।

এর কোনো বিশেষ ফজিলত, আমল বা নিষেধ নেই।

কেউ চাইলে নফল রোযা বা ইবাদত করতে পারে, তবে একে কোনো বিশেষ ফজিলতের মাস মনে করা যাবে না।

28/07/2025

নবী কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর একটি খুবই সুন্দর হাদিস নিচে উল্লেখ করা হলো, যা আমাদের জীবনের জন্য শিক্ষণীয়:

---

🌿 হাদীস:

"الراحمون يرحمهم الرحمن، ارحموا من في الأرض يرحمكم من في السماء"

"রাহমান (দয়ালু আল্লাহ) তাদের প্রতি দয়া করেন যারা দয়া প্রদর্শন করে। তোমরা পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন।"
— (তিরমিযী, হাদীস: ১৯২৪)

---

📖 শিক্ষণীয় বিষয়: এই হাদিসটি আমাদের শেখায় — দয়া, সহানুভূতি ও মানবতার আচরণ শুধু মানুষের প্রতি নয়, বরং প্রতিটি জীবের প্রতিই হওয়া উচিত। আমাদের দয়ার প্রতিদান আল্লাহর পক্ষ থেকেই আসে।

---

🌸 "পৃথিবীর প্রতি দয়া করো, আসমানের মালিক তোমার প্রতি দয়া করবেন।"

Address

• Angra • Mazina • Paunchbibi •Joypurhut •
Joypur

Alerts

Be the first to know and let us send you an email when Surer Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share