13/05/2024
আসসালামু আলাইকুম
অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াত ও হাদীয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল এর তত্ত্বাবধানে দীর্ঘ কয়েক বছর ধরে দুই ২৪ পরগনার বিভিন্ন মহল্লায় সুন্দর ও আধুনিক পর্যায়ে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে মহল্লা বা মসজিদ কেন্দ্রিক এক মডেল মক্তব সিস্টেম যেটির মূল নাম হাদিয়া মোরাল স্কুল এই মক্তব এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের সকল ছাত্র ছাত্রী দের ইসলামের প্রাথমিক পর্যায়ের বুনিয়াদি শিক্ষা অর্জনের মাধ্যমে প্রতিটা সন্তানকে সরল এবং সঠিক পথ দেখানো এই সিস্টেমে কোরআন ও হাদিসের পাশাপাশি আখলাক, আকিদা, ফিকাহ ,তারিখ ইত্যাদি,বিষয় সমূহ পুস্তক আকারে বোর্ড কর্তৃক সম্পূর্ন ফ্রিতে দিয়ে পড়ার ব্যাবস্থা করা হয়। তার পাশাপাশি 18 বৎসরের ঊর্ধ্ব পূরুষও মহিলা দের জন্যে 'তালিমুল বালিগা' নামীয় 6 মাসের এক বিশেষ কোর্স এর মাধ্যমে কুরআনের সাথে সাথে ইসলামের বুনায়াদি শিক্ষা দেওয়া হয়।
তাছাড়াও ছাত্র ছাত্রী দের মেধা শক্তি বিকাশের জন্য সারা বৎসর বিভিন্ন্ সময় অনুপাতে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান পরিচালনায় করা হয় ইত্যাদি।।
সুতরাং আপনার গ্রামের মক্তব কে এই সিস্টেমের ভিতরে এনে নিজের গ্রামকে ইসলামী পরিবেশে গড়ে তুলতে চাইলে আজই যোগাযোগঃ করুন।
বিস্তারিত জানতে 👇👇👇 এই নম্বরে
8972541547/ 97335 87519/ 89260 27934/ 96470 97233