SkyFall Media

SkyFall Media We aren't ahead of everyone, but we aren't behind either. We know what news you need. We know you are giving us your prestigious time.

We know exactly what you want to know because not everything is news . So keep checking out the Skyfall media page for updates and join the debate wherever you are. Also keep subscribing to our youtube channel.

অবশেষে বেহালা-কাণ্ডে গ্রেফতার বাপনঅবশেষে গ্রেফতার! হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার করা হল বেহালা কাণ্ডের মূল অভিযুক্ত সোমনা...
17/04/2022

অবশেষে বেহালা-কাণ্ডে গ্রেফতার বাপন

অবশেষে গ্রেফতার! হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার করা হল বেহালা কাণ্ডের মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপনকে। গত মঙ্গলবার রাতভর গুলি-বোমা চলে বেহালার চড়কতলায়। আর সেই ঘটনায় যাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, সেই বাপনকে রবিবার গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরই তাকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত রবিবার সকালে হাওড়া থেকে বাপন সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

টেলি মেডিসিন পরিষেবায় অনন্য নজির রাজ্যেরপ্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই রাজ্যে টেলি-মেডিসিন পরিষেব...
17/04/2022

টেলি মেডিসিন পরিষেবায় অনন্য নজির রাজ্যের

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই রাজ্যে টেলি-মেডিসিন পরিষেবা শুরু করেছে স্বাস্থ্য দফতর। ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামের সেই প্রকল্পে সম্প্রতি যুক্ত করা হয়েছে স্ট্রোকে আক্রান্তের চিকিৎসাও। কেন্দ্রীয় সরকার আয়োজিত এক সমীক্ষায় সেই টেলি-মেডিসিন পরিষেবায় দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ।

কাশ্মীরে গুলির লড়াই! নিহত সেনা জওয়ান জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক সেনা জওয়ান। কাশ্মীরের কোকেরনাগ এলাকায় এই...
17/04/2022

কাশ্মীরে গুলির লড়াই! নিহত সেনা জওয়ান

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন এক সেনা জওয়ান। কাশ্মীরের কোকেরনাগ এলাকায় এই ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের ওয়াটনার এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর কাছে খবর এসেছিল। এর পরেই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। নিরাপত্তাবাহিনীকে এলাকা ঘিরে ফেলতে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেই সময়ে জঙ্গিদের গুলিতে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে খবর। এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে কতজন জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, গুলির লড়াই এখনও জারি রয়েছে।

শুভ নববর্ষ ১৪২৯ 🙂
15/04/2022

শুভ নববর্ষ ১৪২৯ 🙂

নববর্ষে আপনার ঠিকানা হোক কলকাতার 'কয়েদি কিচেন'বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর নববর্ষ, এই ১৩ পার্বণ-এর মধ্যে অত্যন্ত জনপ্রি...
14/04/2022

নববর্ষে আপনার ঠিকানা হোক কলকাতার 'কয়েদি কিচেন'

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর নববর্ষ, এই ১৩ পার্বণ-এর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই দিন প্রতিটা বাঙালি চেষ্টা করে দিনটা আনন্দ করে কাটাতে। আর বাঙালির আনন্দ কী পেট পুজো ছাড়া জমে! তাই নববর্ষ-এর দিন পরিবার বা বন্ধুদের নিয়ে বেড়িয়ে পরুন 'কয়েদি কিচেন'-এর উদ্দেশ্যে। শুনতে অবাক লাগছে? ভাবছেন 'কয়েদি কিচেন' আবার কী! এটি হল একটি রেস্তরাঁ। দেশে আইন আছে, আইন না মানলে আছে জেলখানা। তবে জেলখানায় বসে খাবার খেতে চাইলে কিন্তু আইন না ভাঙলেও চলবে। ক্যামাক স্ট্রিটেই রয়েছে 'কয়েদি কিচেন' নামক এমন একটি রেস্তরাঁ যা দেখতে অবিকল জেলখানার মতো। রেস্তরাঁর কর্মীদের পরনেও থাকে জেলেরই পোশাক।

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতন লজ্জার, সৌগতের গলায় অন্য সুর    রাজ্যে মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। এবারে...
14/04/2022

মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতন লজ্জার, সৌগতের গলায় অন্য সুর

রাজ্যে মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে। এবারে রাজ্যে নির্যাতনের ধারাবাহিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। স্বভাবতই সৌগত রায়-এর এই মন্তব্যে কিছুটা ব্যাকফুটে তৃণমূল। পাশাপাশি সৌগত রায় বেসুরো বলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন দক্ষিণেশ্বরে একটি কর্মসূচিতে সৌগত বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এ খানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ **e

চারিদিকে ছড়িয়ে মৃতদেহ : ‘ফেসিয়াল রেকগনিশন’ চালু করছে ইউক্রেনরুশ ফৌজের ছেড়ে যাওয়া এলাকাগুলি থেকে প্রতি দিনই মিলছে গণকবরে...
14/04/2022

চারিদিকে ছড়িয়ে মৃতদেহ : ‘ফেসিয়াল রেকগনিশন’ চালু করছে ইউক্রেন

রুশ ফৌজের ছেড়ে যাওয়া এলাকাগুলি থেকে প্রতি দিনই মিলছে গণকবরের সন্ধান। নিহতদের অনেকের মুখই ক্ষতবিক্ষত এবং বিকৃত। যুদ্ধ পরিস্থিতিতে নিহত অসামরিক ব্যক্তিদের অধিকাংশেরই পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে ইউক্রেন সরকারকে। এই পরিস্থিতিতে রুশ গণহত্যার শিকারদের পরিচয় জানতে এ বার ‘মুখাবয়ব পরিচয়ের পদ্ধতি’ (ফেসিয়াল রেকগনিশন সিস্টেম)-এর সাহায্য নিচ্ছে ইউক্রেন। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির সাহায্যে নিহতদের চিহ্নিত করার কাজে পশ্চিমী দুনিয়ার কয়েকটি সংস্থা ভলোদিমির জেলেনস্কির সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।

নববর্ষে সাবেকি ছোঁয়া! পাতে পড়ুক কাতলার রসানববর্ষের মেনুতে মাছ না থাকলে কি চলে? সহজলভ্য উপকরণ ও কম সময়ের মধ্যেই এই নববর্ষ...
14/04/2022

নববর্ষে সাবেকি ছোঁয়া! পাতে পড়ুক কাতলার রসা

নববর্ষের মেনুতে মাছ না থাকলে কি চলে? সহজলভ্য উপকরণ ও কম সময়ের মধ্যেই এই নববর্ষে বাড়িতে বানিয়ে ফেলুন কাতলার রসা।
উপকরণ - কাতলা মাছ ৫০০ গ্রাম, কাঁচা আম ১ টা, কাঁচালঙ্কা ৪-৫ টা, কালোজিরে ১ চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, সর্ষেবাটা ২ চামচ, নুন ও চিনি পরিমাণমতো, সর্ষের তেল ১ কাপ।
প্রণালী - কড়াইতে তেল গরম করে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলি হালকা করে ভেজে নিন। এ বার মাছগুলি তুলে নিয়ে সেই তেলেই কালোজিরে ও কাঁচালঙ্কা ফোঁড়ন দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এ বার সামান্য জল দিয়ে কড়াই ঢেকে দিন। আম ভাল করে সেদ্ধ হয়ে গেলে ভাল করে ঘেটে নিন। এ বার সর্ষে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম কাতলার রসা।

হাঁসখালি গণধর্ষণ : প্রভাবশালী প্রভাবে শ্রাদ্ধের জন্য পুরোহিত মিলছে না তবে কি সামাজিক ক্ষমতাই শেষ কথা বলে? তা সে যতই ভুল ...
14/04/2022

হাঁসখালি গণধর্ষণ : প্রভাবশালী প্রভাবে শ্রাদ্ধের জন্য পুরোহিত মিলছে না

তবে কি সামাজিক ক্ষমতাই শেষ কথা বলে? তা সে যতই ভুল হোক না কেন! হাঁসখালি গণধর্ষণ নিয়ে তোলপাড় গোটা রাজ্য। গণধর্ষণের প্রমাণ লোপাট করতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে। এবার প্রভাব খাটানোর অন্য অভিযোগ। মৃত্যুর দশদিন পরেও হাঁসখালির নির্যাতিতার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারছে না নির্যাতিতার বাবা-মা। নির্যাতিতার পরিবারের দাবি, শ্রাদ্ধের জন্য কোনও পুরোহিত কাজ করতে আসতে চাইছেন না তাঁদের বাড়িতে। যার ফলে মেয়ের এমন মর্মান্তিক পরিণতির পরও তাঁর শেষ কাজটুকুও করতে পারছেন না তাঁরা।

ভারতীয় ছাত্র মৃত্যু! নিজেদের দায় এড়িয়ে গেলো রাশিয়া  মঙ্গলবার খারকিভে রাশিয়ার বোমা বর্ষণে মারা গিয়েছে ভারতের উত্তর কর্নাট...
01/03/2022

ভারতীয় ছাত্র মৃত্যু! নিজেদের দায় এড়িয়ে গেলো রাশিয়া

মঙ্গলবার খারকিভে রাশিয়ার বোমা বর্ষণে মারা গিয়েছে ভারতের উত্তর কর্নাটকের বাসিন্দা নবীন শেখারারাপ্পা গ্যানাগৌড়ার। তিনি ইউক্রেনের খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া। এই ঘটনার পর ভারতে রাশিয়ার দূতাবাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, 'ভারতের সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হচ্ছে যে ইউক্রেনের সংকট নিয়ে কোনও খবরের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রচার বা সম্প্রচার করা উচিত। যাতে ভারতের জনগণ সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পান'। পাশাপাশি এই বিবৃতিতে জানানো হয়েছে, 'রাশিয়ার সেনাবাহিনী যথেষ্ট সংযত। রুশ সেনাবাহিনী কোনও সাধারণ নাগরিক এবং শহরে হামলা করছে না। শুধুমাত্র সামরিক পরিকাঠামোতে আক্রমণ চালানো হচ্ছে'।

৪ তারিখ জরুরি বৈঠকে বসতে চলেছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রম...
01/03/2022

৪ তারিখ জরুরি বৈঠকে বসতে চলেছে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে শুক্রবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ব্যক্তিগতভাবে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বৈঠকে সভাপতিত্ব করবেন জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ।

রুশ হামলায় ইউক্রেনে মৃত ভারতীয় ছাত্র মঙ্গলবার সকালে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভ শহরে গোলাবর্ষণে এক ভারতীয় ছাত্রের মৃ...
01/03/2022

রুশ হামলায় ইউক্রেনে মৃত ভারতীয় ছাত্র

মঙ্গলবার সকালে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভ শহরে গোলাবর্ষণে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নবীন শেখরাপ্পা নামের ওই ছাত্র কর্ণাটকের হাভেরি জেলার বাসিন্দা ছিলেন। ''গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে একজন ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন," এমনটাই ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করে জানায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। "আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই," বিবৃতিতে বলা হয়েছে।

ভয়াবহ! খারকিভে রুশ হামলার পরের চিত্রটা দেখুনইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনী সোমবার রকেট দিয়ে ইউক্রেন...
01/03/2022

ভয়াবহ! খারকিভে রুশ হামলার পরের চিত্রটা দেখুন

ইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনী সোমবার রকেট দিয়ে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এই ঘটনার পর সেখানকার সার্বিক চিত্রটা সত্যি ভয়াবহ। যা রীতিমতো গায়ে কাঁটা দেয়। এই চিত্র আবারও মনে করিয়ে দেয়, যাই হোক না কেন যুদ্ধ কখনওই কাম্য নয়। সূত্রের খবর অনুযায়ী, এই বোমাবর্ষণে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় ৩৭ জন আহত হয়েছে।

01/03/2022

রণবীর কাপুরের অজানা কাহিনী || Unknown Facts About Ranbir Kapoor .
(আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

রাজ কুন্দ্রা-পর্নোগ্রাফি মামলায় নতুন মোড়গত বছরের ঘটনা। গ্রেফতার হন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। তাঁর বি...
22/02/2022

রাজ কুন্দ্রা-পর্নোগ্রাফি মামলায় নতুন মোড়

গত বছরের ঘটনা। গ্রেফতার হন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে অভিযোগ – পর্নোগ্রাফি মামলায় রাজই নাকি মূল ষড়যন্ত্রী। তিন মাস হাজতবাস করেছিলেন রাজ। বারংবার জামিনের আর্জি জানানোর পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন শিল্পার স্বামী। সেই মামলা সংক্রান্ত আরও কিছু খবর সামনে এসেছে মঙ্গলবার। সূত্রের খবর অনুযায়ী, মামলার সঙ্গে যুক্ত এক কাস্টিং ডিরেক্টর ও আরও তিনজনকে বোরিভালি অঞ্চল ও ভারসোভা থেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। **n

নয়া সুবিধা,ট্রেন সফরে চালু হল নতুন অ্যাপশেষ মুহূর্তে ট্রেনের সংরক্ষিত টিকিট পাওয়া সহজ নয়। তৎকাল টিকিটের জন্য বেশি পয়সা খ...
22/02/2022

নয়া সুবিধা,ট্রেন সফরে চালু হল নতুন অ্যাপ

শেষ মুহূর্তে ট্রেনের সংরক্ষিত টিকিট পাওয়া সহজ নয়। তৎকাল টিকিটের জন্য বেশি পয়সা খরচ করে এজেন্টদের কাছে যাওয়ার দিন শেষ করতে উদ্যোগী হল আইআরসিটিসি। এ বার তৎকাল টিকিট কাটার বাড়তি সুযোগ করে দিতে আইআরসিটিসি-র উদ্যোগে বাজারে এল একটি বেসরকারি মোবাইল অ্যাপ এল। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোনেও কাজ করবে এই নতুন অ্যাপ। এটির নাম দেওয়া হয়েছে ‘কনফার্মটিকেটি’ (Confirmtkt) অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

প্যান কার্ড নিয়ে আর্থিক জালিয়াতির শিকার সানিঋণ দেওয়ার নাম করে প্রতারণা সানি লিওনের সঙ্গে। তাঁর প্যান কার্ড ব্যবহার করে এ...
18/02/2022

প্যান কার্ড নিয়ে আর্থিক জালিয়াতির শিকার সানি

ঋণ দেওয়ার নাম করে প্রতারণা সানি লিওনের সঙ্গে। তাঁর প্যান কার্ড ব্যবহার করে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী। একটি টুইট করে সানি জানান, তাঁর প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে সানির অভিযোগ। কিছু ক্ষণ পরেই যদিও টুইটটি মুছে দেন তিনি।

ফারহান-শিবানীর বিয়েতে নয়া রীতিরাত পোহালেই শুভ দিন। ১৯ ফেব্রুয়ারি, শনিবার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন ফারহান আখতার এবং ...
18/02/2022

ফারহান-শিবানীর বিয়েতে নয়া রীতি

রাত পোহালেই শুভ দিন। ১৯ ফেব্রুয়ারি, শনিবার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকর। শোনা গিয়েছিল, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুই বলিউড-তারকা। কিন্তু তাঁদের এক বন্ধু জানিয়েছেন, সম্পূর্ণ অন্য ভাবে বিয়ের কথা ভেবেছেন ফারহান-শিবানী। সেই ব্যক্তি এক সংবাদমাধ্যমকে বলেছেন, “ওরা খুব সাধারণ ভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবে ওরা। ইতিমধ্যেই শপথগুলি লেখা হয়ে গিয়েছে দু’জনের।”

Address

141/1 Arabindu Palli, Konnagar
Hooghly
712235

Website

Alerts

Be the first to know and let us send you an email when SkyFall Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SkyFall Media:

Share