Deen TV24

Deen TV24 Welcome to Deen Tv24

Permanently closed.
24/10/2024
22/09/2024

Shaikh Mizanur Rahman Azhari (Hafizahullah)

18/04/2024

আমাদের প্রভু এক এক নবীর উম্মাহ্
জীবন বিধান এক ঐশী বাণী কুরআন

Shaikh Dr.Mizanur Rahman Azhari ( HafizaHullawh )

আজকের এই দিনে ১৭৮২ ইসাইয়ির ২৭ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী মুজাহিদ সৈয়দ মীর নিসার আলী...
27/01/2024

আজকের এই দিনে ১৭৮২ ইসাইয়ির ২৭ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী মুজাহিদ সৈয়দ মীর নিসার আলী( তিতুমীর রহিমাহুল্লাহ)। তিনি ২৪ পরগনা জেলার চাঁদপুর মোহনদরে হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১৮ বছর বয়সের সমস্ত ক্বুরআন হিফজ করেন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য ও অর্জন করেন। ছোটবেলায় একবার অসুস্থ থাকাকালীন ডাক্তার তাকে ভীষণ এক তেতো ওষুধ দিয়েছিলেন, তা খেয়ে পরবর্তীতে তার নাম হয় তিতুমীর।( রহিমাহুল্লাহ)

বাবরি মাসজিদ:হিন্দ এর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর নির্দেশে মেয়ের বাকি ১৫২৮ থেকে ১৫২৯ ঈসায...
22/01/2024

বাবরি মাসজিদ:

হিন্দ এর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর এর নির্দেশে মেয়ের বাকি ১৫২৮ থেকে ১৫২৯ ঈসায়ী তে মসজিদটি নির্মাণ করেছিলেন।

এই মসজিদ আগে মন্দির ছিলো এই দাবিটি সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া কিছুই নয়। রাজনৈতিক ফায়দা হাসিল, উগ্র সাম্প্রদায়িক মানসিকতা ও মুসলিমদেরকে চিরতরে নিধনের পরিকল্পনা অনুযায়ী বাবরি মসজিদ রামের জন্মস্থান/রাম মন্দির ছিল ওইসব কাল্পনিক, অবাস্তব মিথ্যা মিথ্যাকে দীর্ঘদিন ধরে ইতিহাসে পরিণত করার কাজ হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা চালিয়ে আসছিল। তার পরিক্রমায় বাবরি মসজিদকে আজকে রাম মন্দিরে পরিণত করা হয়েছে।

অবশেষে আজকে হিন্দ এর ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কিত ঘটনাটি ঘটে গেলো।

13/12/2023

ইসলামের দৃষ্টিতে জাতীয়তাবাদ
🎤শাইখ তামিম আল আদনানি

21/10/2023

তুফানুল আকসা
এ আঘাত ইহুদিদের ধ্বংসের সূচনা

বিশ্বের আলেমদের প্রতি ইসমাইল হানিয়ার আহ্বানঃআমরা যুদ্ধের একটি নতুন পর্যায়ে উপনীত হয়েছি। এই যুদ্ধে বিজয়ের জন্য সকলের সহা...
08/10/2023

বিশ্বের আলেমদের প্রতি ইসমাইল হানিয়ার আহ্বানঃ

আমরা যুদ্ধের একটি নতুন পর্যায়ে উপনীত হয়েছি। এই যুদ্ধে বিজয়ের জন্য সকলের সহায়তা প্রয়োজন। এটি মুসলিমদের মুক্তির যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সবাইকে শরিক হওয়ার আহবান জানাচ্ছি। আল-আকসায় ইহুদিরা চুক্তি লংঘন করেছে। তারা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। এরকম ধৃষ্টতা আগে দেখায়নি।

ইসলামের জন্য জিহাদে সকল জনগণকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য ফরজ। আমাদের এই লড়াইয়ে আমরা সকল মুসলিমকে পাশে চাই। এর জন্য আপনারা কাজ করবেন। জেরুসালেম মুসলিম জাতিকে একত্রিত করবে এবং সকল শত্রুদের বিরুদ্ধে জিহাদে উদ্বুদ্ধ করবে। মুসলিম জাতির আলেমদের উচিত হবে আল আকসা রক্ষার ব্যাপারে জনমত গড়ে তোলা।

মুসলিম জাতির সবাইকে সামগ্রিকভাবে আমাদের জিহাদে সংযুক্ত করতে হবে। বিশেষভাবে যারা আমাদের সীমান্তে অবস্থান করছে তাদের যুক্ত করতে হবে। সামগ্রিকভাবে সকল মুসলিমকে জিহাদে উদ্বুদ্ধ করার দায়িত্ব আলিমদের।

~ ইসমাইল হানিয়া, রাজনৈতিক ব্যুরো প্রধান, হামাস।

বিদায় হে রাহবার আপনার বিদায়ে স্তব্ধ হৃদয় আল্লাহ তাআলা প্রিয় রাহবারকে কবুল করে নিন আর জান্নাতের উচ্চ মাকাম দান করুন আ...
14/08/2023

বিদায় হে রাহবার আপনার বিদায়ে স্তব্ধ হৃদয় আল্লাহ তাআলা প্রিয় রাহবারকে কবুল করে নিন আর জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন ইয়া রব্বুল আলামিন 🤲🏻🤲🏻🤲🏻

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Deen TV24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share