Arindam Banerjee

Arindam Banerjee Member of Mohun Bagan Athletic Club

আমাদের পুজো...
01/09/2025

আমাদের পুজো...

মা আসছে... ৩৯তম‌‌ বর্ষে...

|| দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব ||
পরিচালনায় - শক্তি সংঘ
🙏⭐⭐⭐🔴🔴⭐⭐⭐🙏
আমরা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। উৎসবের দিনগুলিতে আপনাদের উজ্জ্বল উপস্থিতির আলোয় আমাদের পূজা প্রাঙ্গণ ভরে উঠুক এটাই আমাদের কামনা। - পূজা কমিটি।

গতকাল ২৯ আগস্ট ছিল 'হকির জাদুকর' ধ্যানচাঁদের জন্মদিন। যা এখন আমাদের দেশে জাতীয় ক্রীড়া দিবস। প্রতি বছরের মতো এবারও দেশে...
30/08/2025

গতকাল ২৯ আগস্ট ছিল 'হকির জাদুকর' ধ্যানচাঁদের জন্মদিন। যা এখন আমাদের দেশে জাতীয় ক্রীড়া দিবস। প্রতি বছরের মতো এবারও দেশের নানান প্রান্তে ঘটা করে দিনটি পালন করা হল। বাংলাতেও অনেক অনুষ্ঠানের মাধ্যমে ধ্যানচাঁদকে স্মরণ করা হল। প্রতি বছরের মতো 'হকি বেঙ্গল'ও বড় অনুষ্ঠান করল। ওখানে বার্ষিক পুরস্কার বিতরণও হল। কিন্তু এক হকিপ্রেমীর পাঠানো সেই অনুষ্ঠান কেন্দ্রের গেটের দু'টি ছবি দেখে অবাক হলাম। গেটের প্রথম ছবিটি দেখে বুঝলাম না, কার জন্মদিন! গেটের দ্বিতীয় ছবিটির দু-পাশে অবশ্য ধ্যানচাঁদ আছেন। কিন্তু মাঝখানেও হকি বেঙ্গলের সভাপতি যেভাবে বিরাজ করছেন তাতে বুঝে ওঠা কঠিন 'হকির জাদুকর' আসলে কে!
'হকি বেঙ্গল'-এর কর্তারা আর কত নীচে নামবেন? ওঁদের লজ্জা আছে বলে মনে হয় না। তবে এটা বাংলার লজ্জা!

যে সমস্ত ফুটবল ফ্যান (?) যারা বাংলার ক্লাব বলে ডায়মন্ড হারবারকে সমর্থন করার জন্য ফেসবুক গরম করেছেন, তাদের জন্য এক মিনিট...
23/08/2025

যে সমস্ত ফুটবল ফ্যান (?) যারা বাংলার ক্লাব বলে ডায়মন্ড হারবারকে সমর্থন করার জন্য ফেসবুক গরম করেছেন, তাদের জন্য এক মিনিট নীরবতা পালন 🙏

এই পোস্টারটা দেখার পর কোন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সত্যিকারের ফ্যানদের এই ক্লাবকে সমর্থন করা উচিত নয়। সে যতই এটি বাংলার ক্লাব হোক। এই ঔদ্ধত্যের জবাব আজ হাফ ডজন গোল হজম করে পেয়ে গেছে এই ক্লাবটি।



Pic Courtesy - Beyond Sports

21/08/2025

Messi XI

আজ Shakti Sangha-এর রক্তদান উৎসবে।
10/08/2025

আজ Shakti Sangha-এর রক্তদান উৎসবে।

আজ দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানে।
09/08/2025

আজ দক্ষিণ গঙ্গারামপুর সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠানে।

আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস উপলক্ষে আমাদের মায়ের মন্দিরে‌ যাওয়ার মূহুর্ত...লিও ওলি এই প্রথম মোহনবাগান ক্লাবে প্রবেশ করল...
29/07/2025

আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস উপলক্ষে আমাদের মায়ের মন্দিরে‌ যাওয়ার মূহুর্ত...
লিও ওলি এই প্রথম মোহনবাগান ক্লাবে প্রবেশ করল।
জয় মোহনবাগান 💚♥️

জয় মোহনবাগান 💚♥️
28/07/2025

জয় মোহনবাগান 💚♥️

েলা_শুধু_খেলা_নয়_সংগ্রাম 🟢🔴
💚 শুভ‌ মোহনবাগান দিবস ♥️
- উলুবেড়িয়া মেরিনার্স

🎯 নতুন ট্রেন্ড: ইউ-শেপড ক্লাসরুম – বাস্তবতা বনাম প্রচারবর্তমানে “ব্যাকবেঞ্চ থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে ইউ-শেপড ক্...
16/07/2025

🎯 নতুন ট্রেন্ড: ইউ-শেপড ক্লাসরুম – বাস্তবতা বনাম প্রচার

বর্তমানে “ব্যাকবেঞ্চ থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে ইউ-শেপড ক্লাসরুমের প্রতি আগ্রহ বেড়েছে।
কিন্তু প্রশ্ন হলো—এটি কি শিক্ষার মানোন্নয়ন, না কেবল বাহ্যিক বিজ্ঞাপন?

🔹 প্রথমত: ব্যাকবেঞ্চার – একটি ভুল ধারণা

ব্যাকবেঞ্চার কোনো ক্লাসরুম ডিজাইনের সমস্যা নয়।
এটি মূলত অকার্যকর শিক্ষণ পদ্ধতি ও ব্যবস্থাপনার ফলাফল।

🔸 যখন এক শিক্ষককে ৪০+ শিক্ষার্থীর ক্লাস সামলাতে হয়
🔸 যখন শিক্ষার্থীদের বৈচিত্র্য ও মানসিক চাহিদা উপেক্ষিত হয়
তখনই গড়ে ওঠে ‘ব্যাকবেঞ্চার’ নামক একটি বিশেষ ছাত্রদল!

✅ কেন ব্যাকবেঞ্চ থাকা উচিত?

1️⃣ শেখার ভিন্ন শৈলী

কেউ সামনের সারি থেকে সরাসরি শিক্ষককে দেখে শিখতে স্বাচ্ছন্দ্যবোধ করে

কেউ বা পিছনের সারি থেকে বোর্ড, শিক্ষক ও সহপাঠীদের একসাথে পর্যবেক্ষণ করে শেখে

2️⃣ নিরাপত্তা ও স্বাধীনতা

পেছনের সারি অনেকের জন্য একটি Safe Zone

সামনে ভুল করলে লজ্জা বা চাপের মুখে পড়ার আশঙ্কা কমে যায়

3️⃣ অন্তর্মুখী (Introvert) শিক্ষার্থীদের জন্য সহায়ক

তারা তুলনামূলকভাবে নীরবে, মনোযোগ দিয়ে শিখতে ভালোবাসে

পেছনে বসে চাপমুক্তভাবে শেখার সুযোগ পায়

4️⃣ সৃজনশীলতা ও পর্যবেক্ষণক্ষমতা

ইতিহাসে দেখা যায়, অনেক সৃষ্টিশীল ব্যক্তি ছিলেন তথাকথিত ‘ব্যাকবেঞ্চার’

তারা গভীর চিন্তা ও পর্যবেক্ষণে মনোযোগী ছিলেন

📌 সারাংশ: ব্যাকবেঞ্চার মানেই অমনোযোগী — এই ধারণাটি আসলে শিক্ষকের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতা।
যদি ক্লাসরুম সঠিকভাবে পরিচালিত হয়, তবে পিছনের সারিও শিক্ষার সমান অংশীদার হতে পারে।

🔹 দ্বিতীয়ত: ইউ-শেপড ক্লাসরুম – বাস্তবতা ও সীমাবদ্ধতা

অনেকে বলছেন, ইউ-শেপড ক্লাসরুম শিক্ষার্থীবান্ধব।
কিন্তু বাস্তবে এতে কিছু গভীর সীমাবদ্ধতা রয়েছে:

❌ মূল সমস্যাগুলো:

1️⃣ সবাই বোর্ড ঠিকভাবে দেখতে পারে না
2️⃣ একাংশ শিক্ষার্থীকে অনেক সময় শিক্ষকের পিঠ দেখতে হয়
3️⃣ শিক্ষার্থীদের ঘাড় বাঁকিয়ে বসতে হয় – দীর্ঘমেয়াদে অস্বস্তিকর এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ায়
4️⃣ শিক্ষকের সাথে আই কন্টাক্ট কমে যায়, যা শেখার মানসিক সংযোগে বাধা সৃষ্টি করে। পক্ষান্তরে, শিক্ষার্থী -শিক্ষার্থী আই কন্টাক্ট বেড়ে যায় -- যা সমস্যার কারণ হতে পারে।
5️⃣ প্রচলিত পরিকাঠামো ভেঙে নতুন অবকাঠামো তৈরির করতে হয়।খরচ বাড়ে ,বাড়ে শ্রেণিকক্ষের অনাকাঙ্ক্ষিত ক্ষেত্রফল।

⚠️ বাস্তব সত্য:

ইউ-শেপড ক্লাসরুম আসলে একটি বিজ্ঞাপন কৌশল—
এর মূল উদ্দেশ্য এনরোলমেন্ট বাড়ানো ও প্রচারে আসা, শিক্ষার গুণগত মানোন্নয়ন নয়।

✔️ তাহলে পরিবর্তন আসবে কোথা থেকে?

চেয়ার-টেবিলের সাজ নয়, আসল পরিবর্তন দরকার এই তিনটি ক্ষেত্রে—

1️⃣ শিক্ষক ও শিক্ষণ কৌশলের গুণগত পরিবর্তন
2️⃣ বাস্তবসম্মত ছাত্র-শিক্ষক অনুপাত
3️⃣ শিক্ষক–শিক্ষার্থী–অভিভাবকের কার্যকর সমন্বয়।

RailOne App..... এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। এবার থেকে রেলের যাবতীয় খবর পাবেন এই অ্যাপে (RailOne App)। ভারতীয় রে...
04/07/2025

RailOne App.....

এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। এবার থেকে রেলের যাবতীয় খবর পাবেন এই অ্যাপে (RailOne App)। ভারতীয় রেলওয়ে নিয়ে এসেছে RailOne নামে একটি নতুন অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপ্লিকেশন। যা সমস্ত প্রধান ট্রেন পরিষেবাগুলিকে একটি সিঙ্গল ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) তৈরি এই অ্যাপটি ভারত জুড়ে লক্ষ লক্ষ যাত্রীর জন্য ট্রেনের ভ্রমণকে সহজ করার লক্ষ্যে কাজ করবে।

RailOne আসলে কী ?
RailOne প্রতিটি রেল পরিষেবা- যা টিকিট বুকিং, রিয়েল-টাইম ট্র্যাকিং, ফুড অর্ডারিং, PNR স্ট্যাটাস, রিফান্ড এবং আরও অনেক কিছু - কে একটি নিরবচ্ছিন্ন, গ্রাহক-বান্ধব প্ল্যাটফর্মে আনার জন্য ডিজাইন করা হয়েছে। এটি IRCTC Rail Connect, UTSonMobile, Rail Madad, NTES এবং Food on Track -কে এক জায়াগায় নিয়ে এসে একাধিক অ্যাপের প্রয়োজনীয়তা দূর করেছে।

RailOne এর মূল বৈশিষ্ট্য
সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুক করুন : একাধিক ক্লাস ও কোটার সাপোর্ট সহ "প্ল্যান মাই জার্নি" টুল ব্যবহার করে সহজেই ভ্রমণ পরিকল্পনা করুন ও টিকিট বুক করুন।
মাই বুকিং: এতে ট্রেনের সময় দেকার পাশাপাশি আপনার সম্পূর্ণ বুকিং হিস্ট্রি - সংরক্ষিত ও অসংরক্ষিত উভয়ই পরীক্ষা পারবেন।

মাই ট্যাব: আপনার প্রোফাইল পরিচালনা করুন, ইমেল যাচাই করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন, বায়োমেট্রিক্স সক্ষম করুন, অথবা আপনার অ্যাকাউন্ট মুছে ফেলুন। ব্যবহারকারীরা তাদের আর-ওয়ালেটে ফান্ড যোগ করতে পারবেন।

লাইভ ট্রেন ট্র্যাকিং ও পিএনআর আপডেট: ট্রেনের স্ট্যাটাস , প্ল্যাটফর্ম নম্বর ও প্রত্যাশিত দেরি সম্পর্কে রিয়েল-টাইম আপডেট পাবেন এতে।

কোচ পজিশন ফাইন্ডার: বোর্ডিং সহজ করার জন্য প্ল্যাটফর্মে আপনার কোচের অবস্থান দেখুন এখানে

চলতে চলতে খাবার অর্ডার করা: আপনার আসন থেকে সরাসরি বিক্রেতাদের কাছ থেকে খাবার অর্ডার করুন।

রেল মদদ ইন্টিগ্রেশন: অভিযোগ দায়ের করুন বা সরাসরি ভারতীয় রেলওয়ের সঙ্গে প্রতিক্রিয়া শেয়ার করুন ও রেজোলিউশন স্ট্যাটাস ট্র্যাক করুন।

রিফান্ড ম্যানেজমেন্ট: একটি সরলীকৃত ইন্টারফেসের মাধ্যমে বাতিল বা মিস করা ট্রেনের জন্য রিফান্ড শুরু করুন ও ট্র্যাক করুন।

বহুভাষায় সহায়তা: বিভিন্ন অঞ্চল জুড়ে সহজে অ্যাক্সেসের জন্য একাধিক ভারতীয় ভাষায় অ্যাপটি ব্যবহার করুন।

সিঙ্গল সাইন-অন: ব্যবহারকারীরা একাধিক পাসওয়ার্ড মনে না রেখে তাদের আইআরসিটিসি বা ইউটিএস শংসাপত্র ব্যবহার করে লগ ইন করতে পারেন।

নিরাপদ আর-ওয়ালেট পেমেন্ট: বায়োমেট্রিক বা এমপিআইএন প্রমাণীকরণ সহ ভারতীয় রেলওয়ের নিজস্ব ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে নিরাপদে পেমেন্ট করুন।

RailOne কোথা থেকে ডাউনলোড করবেন:-
RailOne অ্যাপটি অ্যান্ড্রয়েড (গুগল প্লে স্টোর) এবং iOS (অ্যাপল অ্যাপ স্টোর) উভয় ক্ষেত্রেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

02/07/2025

আসন্ন শারদোৎসবের প্রাক্কালে শক্তি সংঘ আয়োজিত খুঁটি পুজো‌ (আগামী ৯ই আগস্ট,‌ শনিবার) এবং স্বেচ্ছায় রক্তদান উৎসব (আগামী ১০ই আগস্ট, রবিবার)।

||সবারে করি আহ্বান||

লিও ওলির রথযাত্রা ২০২৫_প্রথমে ললিপপ, তারপর পাপড় ভাজা খেয়ে রথের রশি টানা, রথে বসা! শেষে জিলিপি খাওয়া।
27/06/2025

লিও ওলির রথযাত্রা ২০২৫_

প্রথমে ললিপপ, তারপর পাপড় ভাজা খেয়ে রথের রশি টানা, রথে বসা! শেষে জিলিপি খাওয়া।

Address

Uluberia
Howrah
711316

Alerts

Be the first to know and let us send you an email when Arindam Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arindam Banerjee:

Share