Swapno Prakashan - স্বপ্ন প্রকাশন

  • Home
  • India
  • Shibpur
  • Swapno Prakashan - স্বপ্ন প্রকাশন

Swapno Prakashan - স্বপ্ন প্রকাশন আপনার বইয়ের স্বপ্ন পূরণ হোক স্বপ্ন প্রকাশনার হাত ধরে।
একক বই করার জন্যে যোগাযোগ করুন ৬২৯১৯২৩৯৪১

বিশেষ বিজ্ঞপ্তি এতদ্দ্বারা সকলকে জানিয়ে রাখা হচ্ছে যে বেশ কিছুদিন সহ "স্বপ্ন প্রকাশন" , "স্বপ্ন পত্রিকা" সহ প্রকাশনার ক...
08/07/2025

বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্দ্বারা সকলকে জানিয়ে রাখা হচ্ছে যে বেশ কিছুদিন সহ "স্বপ্ন প্রকাশন" , "স্বপ্ন পত্রিকা" সহ প্রকাশনার কর্ণধার ও পত্রিকার সম্পাদক "সৌম্যজিৎ ব্যানার্জী"র নামে "পদাতিক" নামের একটি পত্রিকা থেকে বেশ কিছু কুরুচিকর কথাবার্তা উঠে আসছে যার মধ্যে বেশ অনেক কথাই মিথ্যে যার যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে ||

আজকের দিনে সাহিত্য জগতে দাঁড়িয়ে "স্বপ্ন প্রকাশন ও পত্রিকা" লেখক, লেখিকা এবং শিল্পীদের তাদের সৃষ্টির যথাযথ সম্মান জানিয়ে তাদেরকে সৌজন্য সংখ্যা দেওয়ার কথা বলার দরুন হয়তো এইরকম বিভিন্ন সমস্যায়ে আমরা পড়ছি তবে আমরা ফাস্ট হতে হতে স্লো হয়েছি বটে পরিস্থিতির চাপে তবে কখনই থেমে ছিলাম না ||

তাই আপনাদের সকলের কাছে অনুরোধ বাজারে হয়তো আমাদের নামে কিছু কু কথা শুনে থাকবেন যার মধ্যে কিছু জিনিস সঠিক এবং সেগুলো আমাদের কাজে ভুল ছিলো যা আমরা কাজ করেই শোধরাচ্ছি তবে বেশিরভাগটাই ভুয়ো তাই ওসব কথায় কান দেবেন না এবং ওসব মানুষ এবং সংগঠন গুলি থেকে দূরে থাকবেন ||

ধন্যবাদ সহ
সৌম্যজিৎ ব্যানার্জী ( সম্পাদক, স্বপ্ন পত্রিকা )
( কর্ণধার, স্বপ্ন প্রকাশন )

স্বপ্ন প্রকাশন ও পত্রিকা নিবেদিত বার্ষিক সংখ্যাস্বপ্নের শারদ ( দ্বিতীয় বর্ষ )আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে স্বপ্ন প...
28/06/2025

স্বপ্ন প্রকাশন ও পত্রিকা নিবেদিত বার্ষিক সংখ্যা

স্বপ্নের শারদ ( দ্বিতীয় বর্ষ )

আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে স্বপ্ন প্রকাশন ও পত্রিকা এইবারে দ্বিতীয় বর্ষে পা দিতে চলেছে |

সেই উপলক্ষেই আমাদের এই সংখ্যা |
গত কয়েক মাসের বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা সব নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তুলেছি ||

মনোনীত লেখক, লেখিকা ও শিল্পীদের জন্যে থাকবে বিনামূল্যে একটি সৌজন্য সংখ্যা (পত্রিকা প্রকাশের দিন অনুষ্ঠান থেকে গ্রহণ করতে হবে) | তবে কেউ যদি পত্রিকাটি কোরিয়ার এর মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার চার্জ দিতে হবে ||

লেখা/আঁকা জমা দেওয়ার শেষ তারিখ ৫ ই আগস্ট ||

লেখা/আঁকা পাঠানোর ঠিকানা

WhatsApp Link :- https://chat.whatsapp.com/Ehj7oai3vgM1ClJfx2Tuo7?mode=ac_c

যোগাযোগ:- 9007082941

লেখা পাঠানোর নিয়মাবলী:-

বিষয় উন্মুক্ত

১) কবিতা ২৪-২৮ লাইন অনাধিক।

২) গল্প ৪৬০-৬০০ শব্দ অনাধিক।

৩) অণুগল্প ৩৫০-৪০০ শব্দ অনাধিক।

৪) প্রবন্ধ ৫৫০-৬০০ শব্দ অনাধিক।

৫) নিবন্ধ ৫৫০-৬০০ শব্দ অনাধিক।

আঁকা দেওয়ার নিয়মাবলী :-

১, আঁকা স্কেচ অথবা ম্যান্ডেলা আর্ট।

বি:দ্র - কোনোরকম ধর্মের বিরুদ্ধে এবং কোনোরকম রাজনৈতিক লেখা গ্রহণ করা হবে না |

সম্পূর্ণ নিজস্ব এবং অপ্রকাশিত সৃষ্টি পাঠাতে হবে ||

24/06/2025

স্বপ্ন পত্রিকার যেকোনো সংখ্যা যেসব লেখক/লেখিকা এখনও পাননি তারা সত্তর 9007082941 এই নম্বরে যোগাযোগ করুন 30 শে জুন এর মধ্যে সকলকে পত্রিকা পাঠিয়ে দেওয়া হবে আগামী মাসের 10 তারিখের মধ্যে তারপরেই আমরা আমাদের শারদ সংখ্যার প্রচার করবো ||

আপনাদের দীর্ঘ অপেক্ষা ও অসুবিধার জন্যে আমরা গভীর ভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী পরবর্তীতে আমাদের পত্রিকার তরফ থেকে এমন কিছু হবে না কথা দেওয়া হচ্ছে ||

আগামী মাসে বেশ কিছু বক্তব্য এবং বেশ কিছু পদক্ষেপ আমরা আপনাদের সামনে তুলে ধরবো ||

ধন্যবাদ সহ
সৌমোজিৎ ব্যানার্জী

ভালোবাসা এমন এক জিনিস যেটার ঊর্ধ্বে আর কিছু হয়না  মানুষ জীবনে এমন অনেক কিছুই ভালোবাসে যা কোনদিনও পাওয়া সম্ভব নয় তাও পাওয়...
01/05/2025

ভালোবাসা এমন এক জিনিস যেটার ঊর্ধ্বে আর কিছু হয়না মানুষ জীবনে এমন অনেক কিছুই ভালোবাসে যা কোনদিনও পাওয়া সম্ভব নয় তাও পাওয়ার চেষ্টা কিংবা ভালোবাসতে ছাড়ে না কিছু প্রকাশিত এবং কিছু অপ্রকাশিত গল্প নিয়েই এই সুন্দর বইটি।

বই - অপ্রকাশিত ভালোবাসা
লেখিকা - মহাশ্বেতা মুখার্জ্জী
প্রচ্ছদ - বৃষ্টি
দাম - ২০০/-

বইটি আনুষ্ঠানিক প্রকাশ পাচ্ছে আগামী ৮ ই মে একটি চমকপ্রদ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারপরেই বইটা কলেজ স্ট্রিট সহ অনলাইনে available হয়ে যাবে।

বইয়ের নাম - দেববাহনিকা   প্রকাশনা - স্বপ্ন প্রকাশন       লেখিকা - সঞ্চারী ভট্টাচার্য্য        প্রচ্ছদ - বৃষ্টি          ...
30/04/2025

বইয়ের নাম - দেববাহনিকা
প্রকাশনা - স্বপ্ন প্রকাশন
লেখিকা - সঞ্চারী ভট্টাচার্য্য
প্রচ্ছদ - বৃষ্টি
মূল্য - ৩০০ /-

স্বপ্ন প্রকাশনীর হাত ধরে পাঠকমণ্ডলীর হাতে এসে পৌঁছাতে চলেছে এক অভিনব গ্রন্থ — "দেববাহনিকা", লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের হৃদয়-সঞ্জাত আরাধনার ফল। এই বইয়ের পাতায় পাতায় বুনে রাখা হয়েছে সেই বিস্ময়ের গাথা, যেখানে দেবতা বা দেবী আর তাঁদের বাহন আলাদা করে চিন্তাই করা যায় না। যেন দেবতার মহিমা, তাঁর শক্তির প্রকাশ, তাঁর ব্যক্তিত্বের আবাহন — সবকিছুর সঙ্গেই অবিচ্ছেদ্য হয়ে জড়িয়ে আছে বাহনের অস্তিত্ব। বাহন ছাড়া দেবতা যে অসম্পূর্ণ, দেবী যে অধরা — সেই অদৃশ্য অথচ দৃঢ় সত্যটিকেই নতুন আলোয় আবিষ্কার করিয়েছেন সঞ্চারী তাঁর নতুন এই গ্রন্থে।

"দেববাহনিকা" শব্দটি মূলত সংস্কৃত উৎসারিত এক গভীর দার্শনিক সংজ্ঞার বাহক। 'দেব' অর্থাৎ দেবতা, সেই নিত্যসত্তা যিনি বিশ্বচেতনার বিভিন্ন শক্তিরূপে অধিষ্ঠিত; এবং 'বাহনিকা' শব্দটি এসেছে 'বাহন' ধাতুর লঘুপ্রত্যয়িক রূপান্তর থেকে, যার অর্থ পরিবাহিকা, বা যিনি শক্তির প্রবাহ ঘটান। সুতরাং, দেববাহনিকা নির্দেশ করে সেই সত্ত্বাকে, যিনি দেবতার ইচ্ছাশক্তির বাহন হয়ে মহাজাগতিক ক্রিয়াকর্মে সহায়ক ভূমিকা পালন করেন। এখানে বাহন কোনো জড় বস্তু নয়, বরং দেবশক্তির প্রতীকময় সম্প্রসারণ, যিনি দেবতার অভীষ্ট কার্যসিদ্ধিতে অবিচ্ছিন্ন সহচর। দেবতা ও বাহনের মধ্যে সম্পর্ক কেবলমাত্র বাহ্যিক গমনাগমনের নয়; বরং এক পরস্পরনির্ভর, আধ্যাত্মিক সহাবস্থানের সূক্ষ্ম সম্বন্ধ। দেবতার নির্দিষ্ট শক্তির বিশেষতঃ প্রতিরূপ হয়ে বাহন নিজস্ব অস্তিত্বে দেবতাকে পূর্ণতা প্রদান করে। এই দৃষ্টিকোণ থেকে দেববাহনিকা এক গভীর রহস্যের দ্বারোদ্ঘাটন করে, যেখানে বাহনের মাধ্যমে দেবতার মহিমা বহমান হয়, কর্ম সম্পাদিত হয়, এবং শক্তির প্রকাশ ঘটে। দেব ও বাহনের অখণ্ড ঐক্যই প্রকৃত দেববাহনিক ভাবনার মূলে নিহিত।

শাশ্বত ভারতীয় ভাবনায়, দেবতা একা নন — তাঁর সাথে আছে এক বিশ্বস্ত সঙ্গী, বাহন। যে বাহনের মাধ্যমে দেবতা প্রকৃতির, মানবচিত্তের, শক্তি ও বোধের নানা দিকের প্রতীকী প্রকাশ ঘটান। কখনও সিংহের মতো তেজস্বী, কখনও কচ্ছপের মতো ধীর-স্থির, কখনও আবার অবধারিত গরুর মতো নির্ভীক ও নিরীহ। বাহনের চরিত্র, গতি, রূপ — সমস্ত কিছু দিয়েই দেবতার এক একটি দিককে উদ্ভাসিত করা হয়েছে। এই গভীর অর্থবহ সম্পর্কই হয়ে উঠেছে "দেববাহনিকা"-র মর্মমূলে সঞ্চারিত প্রাণশক্তি।

"দেববাহনিকা" পড়তে পড়তে পাঠক অনুভব করবেন, কতখানি সূক্ষ্মতা, কী অপরিমেয় জটিলতা ও রহস্য লুকিয়ে আছে বাহন ও দেবতার মধ্যকার এই অনন্য সখ্যতায়। বাহন শুধু বাহক নয়, বাহন স্বয়ং এক অর্থপূর্ণ সত্তা — দেবতার মনোভঙ্গির, শক্তির এবং কর্মক্ষমতার প্রকাশক। যেমন — দুর্গামায়ের সিংহ তাঁর অপরাজেয় শক্তির, অব্যর্থ সাহসের, ভয়-অবজ্ঞার প্রতীক। আবার সরস্বতীর রাজহাঁস জ্ঞানের নির্মল প্রবাহের, শুদ্ধতার, এবং সূক্ষ্ম বিবেচনার আধার। গণেশের ইঁদুর অদম্য কৌতূহলের, ক্ষুদ্র শক্তিরও মহান কাজে ব্যবহারের নিদর্শন।

সঞ্চারী ভট্টাচার্য যেন শব্দের তুলিতে একেকটি বাহনের চরিত্র এমনভাবে এঁকেছেন যে, পাঠকের মনে তারা রক্তমাংসের জীবন্ত সত্তায় রূপান্তরিত হয়। শুধু পৌরাণিক বর্ণনা নয়, প্রত্যেক বাহনের পিছনের গল্প, তার জন্মকথা, তার দেবতার সঙ্গে জুড়ে যাওয়ার রহস্য, তার ধর্মীয় ও দার্শনিক তাৎপর্য — এই গ্রন্থে মেলে ধরে এক অনুপম ভাবনার জগত। পাঠক জানবেন, কেন মা লক্ষ্মী পদ্মের উপর স্থিত, কেন কার্তিকের বাহন ময়ূর, কেন শিবের সঙ্গী নিরীহ নন্দী।

পৌরাণিক কাহিনীগুলি "দেববাহনিকা"-তে এত সূক্ষ্ম আর গল্পরসপূর্ণভাবে জড়ানো হয়েছে যে পাঠকের মনে হবে, কোনো সেকাল পেরিয়ে আসা গাঁথা, যা এখনও বাতাসে মৃদুস্বরে ফিসফিসিয়ে চলে। শৈলপুত্রী দেবীর বাহন ষাঁড়ের আখ্যান থেকে শুরু করে, মহাকালী ও তাঁর বিভীষিকাময় গাধার বাহন পর্যন্ত — প্রতিটি আখ্যান নিজস্ব ঐশ্বর্যময় রঙে উজ্জ্বল। সঞ্চারী অতি নিপুণ হাতে এই প্রাচীন আখ্যানগুলিকে টেনে এনেছেন আধুনিক পাঠকের মননে, তবু বিন্দুমাত্র অশ্রদ্ধা বা লঘুতার ছোঁয়া না রেখে।

এই গ্রন্থের এক বিশেষ গুণ হলো — এখানে বাহনদের মনস্তত্ত্বও অনুপমভাবে অনুসন্ধান করা হয়েছে। বাহনদের মনে কি চলে? বাহন কি কেবল আদেশ পালনের জন্য? নাকি তাঁদেরও নিজস্ব সাধনা আছে? তাঁদের নিজস্ব বলিদান? লেখিকা দেখিয়েছেন — বাহনরাও যেন এক একটি শাক্ত-সত্তা, যাঁরা দেবতার শক্তিকে স্থিতি দেন, প্রকাশের আঙ্গিক তৈরি করেন। এই মর্মে সঞ্চারীর রচনা একধরনের গভীর দার্শনিক স্তরে পৌঁছে যায়, যেখানে দেবতা ও বাহন একে অপরের প্রতিবিম্ব হয়ে ওঠে।

গঙ্গার বাহন মকর, যাকে আধুনিক মনন প্রথমে কল্পনার জন্তু ভেবে হয়তো উড়িয়ে দিত। কিন্তু "দেববাহনিকা"য় সঞ্চারী তার ব্যাখ্যা দিয়েছেন — মকর আসলে স্রোতের নিচের সেই গভীরতাকে বোঝায়, যে গভীরতা অদৃশ্য হলেও সমগ্র প্রবাহকে নিয়ন্ত্রণ করে। গঙ্গা যেমন বাহ্যিকভাবে শান্ত, অথচ অন্তর্লীনভাবে দুর্দান্ত — মকর সেই অভ্যন্তরীণ শক্তির প্রতিনিধিত্ব করে।

কিন্তু এই বই কেবল প্রাচীন পুরাণের পুনরুচ্চারণ নয়। এখানে পাঠক খুঁজে পাবেন এক আধুনিক মননের দৃষ্টিভঙ্গি, যা বাহনদের কেবল পৌরাণিক চরিত্রের সীমায় আবদ্ধ রাখে না, বরং তাদের অস্তিত্বকে বিশ্লেষণ করে সময়ের পরিক্রমায়। সঞ্চারী প্রশ্ন তুলেছেন — আজকের জগতে, যেখানে মানুষ যান্ত্রিক গতির বাহনে আবিষ্ট, সেখানে কি দেবতার বাহনের ধারণা আমাদের জীবনবোধে আর কোনো প্রভাব ফেলে? না কি, বাহনেরাও হারিয়ে গেছে এক বিস্মৃত অতীতের গর্ভে? আবার তিনি নিজেই জবাবও দিয়েছেন — বাহনেরা আজও আছে, আমাদের মানসভূমিতে, প্রতীক হয়ে — কখনও সাহসের, কখনও জ্ঞানের, কখনও ধৈর্যের, কখনও নিরব প্রেমের।

"দেববাহনিকা"-য় রয়েছে অপদেবী ও অপদেবতার বাহন নিয়েও গভীর অনুসন্ধান। এইসব অল্প পরিচিত বাহনদের কথা, যাঁরা ভয়ের, ত্যাগের, বা অশুভ শক্তির প্রতীক — তাঁরা যেন এক অন্ধকারলোকের প্রতিনিধি, যা দেবতাদের গৌরবময় আলোকপথের বিপরীত মেরু। যেমন, চামুণ্ডা দেবীর বাহন শ্বাপদপিণ্ড বা কুকুর — ত্যাগ, মৃত্যু ও সময়ের নিষ্ঠুরতার প্রতীক। এসব বাহনদের গল্পও সঞ্চারী তুলে এনেছেন সযত্নে, দুঃসাহসিক অধ্যাবসায়ে।

সঞ্চারী ভট্টাচার্যের ভাষা এখানে কখনও দীপ্ত, কখনও কোমল, কখনও অগ্নিতুল্য, আবার কখনও শিশিরবিন্দুর মতো স্বচ্ছ। তিনি গল্প বলেন, ব্যাখ্যা দেন, প্রশ্ন করেন, আবার পাঠককে ভাবনার আবর্তে টেনে নেন। বইটি যেন কোনো এক অদৃশ্য যাত্রার সহচর, যেখানে পাঠক নিজেকেও খুঁজে পেতে পারে বাহন ও দেবতার অনুপম সম্বন্ধে।

গ্রন্থটির নকশা, তার অলংকরণ, সবকিছুতেই রয়েছে এক ঐন্দ্রজালিক ছোঁয়া। প্রতিটি অধ্যায়ে ব্যবহৃত চিত্রাবলী যেন এক একটি মন্ত্রপাঠ — চোখ বুজলেও যেন তাদের বর্ণময়তা অনুভব করা যায়। নামের ব্যাখ্যা, পৌরাণিক তুলনা, কাহিনির বিশ্লেষণ — সব মিলে "দেববাহনিকা" হয়ে উঠেছে দেবতা ও বাহনের রহস্যময় ভুবনের এক অমূল্য দলিল।

স্বপ্ন প্রকাশনীও এই বইয়ের প্রকাশনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বইটি কেবল একটি পৌরাণিক গবেষণাগ্রন্থ নয়; এটি আবেগের, সংস্কৃতির, ইতিহাসের এবং চিরন্তন ভারতীয় মননের এক আশ্চর্য মেলবন্ধন। যারা পুরাণ ভালোবাসেন, যারা দেবদেবীর দর্শন বোঝার গভীরে যেতে চান, অথবা যারা নিছক ভালো লেখালিখির অনুরাগী — সবার জন্য এই বই হবে এক অপরিহার্য সংগ্রহ।

সঞ্চারী ভট্টাচার্য তাঁর অনুপম কলমের ছোঁয়ায় প্রমাণ করেছেন — বাহন শুধু বাহন নয়, বাহন হল ধর্মের, সংস্কৃতির, জীবনদর্শনের এক প্রতীকি বাহক। দেবতা যেমন বাহন ছাড়া চলেন না, তেমনি বাহনরাও দেবতার এক অবিচ্ছেদ্য সত্তা। "দেববাহনিকা" পাঠ শেষে পাঠক অনুভব করবেন — এই জগতের প্রতিটি গতি, প্রতিটি প্রত্যয়, প্রতিটি শক্তি কোথাও না কোথাও কোনো এক বাহনের উপর নির্ভরশীল। বাহনহীন দেবতা কেবল এক তাত্ত্বিক ধারণা — বাস্তব অভিজ্ঞান নয়।

এই ভাবেই "দেববাহনিকা" হয়ে উঠেছে এক গাথা — বাহকের ও বহনের, বিশ্বাসের ও বিস্ময়ের, দেবতার ও ভক্তির। সেই গাথা, যা বারবার পাঠককে স্মরণ করিয়ে দেবে — আমাদের সমস্ত যাত্রা, সমস্ত সাধনা, সমস্ত অর্জন — সবই কোথাও না কোথাও এক অব্যক্ত বাহনের উপর নির্ভর করে।

এ এক অনির্বচনীয় মাধুর্যের অভিজ্ঞতা। একবার হাতে নিলে, শেষ না করে নামানো কঠিন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৭/০৪/২০২৫ তারিখে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে স্বপ্ন প্রকাশন ও পত্রিকা আয়োজিত স্বপ্নের বর্ষ...
29/04/2025

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৭/০৪/২০২৫ তারিখে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে স্বপ্ন প্রকাশন ও পত্রিকা আয়োজিত স্বপ্নের বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হলো।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে পুষ্প দান করে সাহিত্যিক রণিত ভৌমিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রকাশিত হয় স্বপ্ন পত্রিকার দ্বিতীয় বর্ষের বৈশাখী সংখ্যা তারই সঙ্গে প্রকাশিত হয় একাধিক কাব্যগ্রন্থ সহ উপন্যাস এবং প্রকাশিত হয় একাধিক বইয়ের প্রচ্ছদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক আকাশ পাইন, সাহিত্যিক সঞ্চারী ভট্টাচার্য্য, বাচিক শিল্পী শিবজিৎ মজুমদার এবং লেখক ও কালবৈশাখী পত্রিকার সম্পাদক তরুণ পাত্র মহাশয়।

এবং উপস্থিত ছিলেন একাধিক লেখক ও লেখিকা কবিতা পাঠ করেছেন একাধিক শিল্পী।

আগামী সেপ্টেম্বর মাসের ১৩ ও ১৪ তারিখে স্বপ্ন প্রকাশনার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা করা হয় ওইদিন ( অনুষ্ঠানের জায়গা ও সময়ে আগামী দিনে আমাদের এই পেজে জানিয়ে দেওয়া হবে )।

27/04/2025
আগামীকাল সকলের সাদর আমন্ত্রণ রইলো 🙏❤️
26/04/2025

আগামীকাল সকলের সাদর আমন্ত্রণ রইলো 🙏❤️

স্বপ্ন প্রকাশন আয়োজিত স্বপ্নের বর্ষবরণে উদ্বোধন করবেন  বিশিষ্ট সাহিত্যিক রনিত ভৌমিক মহাশয়।
25/04/2025

স্বপ্ন প্রকাশন আয়োজিত স্বপ্নের বর্ষবরণে উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক রনিত ভৌমিক মহাশয়।

স্বপ্ন প্রকাশন আয়োজিত স্বপ্নের বর্ষবরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক এবং প্রকাশক স্বপ্ননীল বিশ্ব...
25/04/2025

স্বপ্ন প্রকাশন আয়োজিত স্বপ্নের বর্ষবরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক এবং প্রকাশক স্বপ্ননীল বিশ্বাস মহাশয়

স্বপ্নের বর্ষবরণ অনুষ্ঠানে প্রকাশিত হতে চলেছে রুপম মুখার্জীর লেখা বই "পরের খুনটা কবে?"
25/04/2025

স্বপ্নের বর্ষবরণ অনুষ্ঠানে প্রকাশিত হতে চলেছে রুপম মুখার্জীর লেখা বই "পরের খুনটা কবে?"

স্বপ্নের বর্ষবরণ অনুষ্ঠানে প্রকাশিত হতে চলেছে সঞ্চারী ভট্টাচার্যের বই "বিহত বিভীষিকা"
25/04/2025

স্বপ্নের বর্ষবরণ অনুষ্ঠানে প্রকাশিত হতে চলেছে সঞ্চারী ভট্টাচার্যের বই "বিহত বিভীষিকা"

Address

Shibpur

Telephone

+916291923941

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapno Prakashan - স্বপ্ন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swapno Prakashan - স্বপ্ন প্রকাশন:

Share

Category