Vision 18 বাংলা

Vision 18 বাংলা Breaking News*Latest News*India News*World News*News Updates*Current Affairs*News Today*Top News*News Headlines*Live News*

17/09/2025

গত রাতে ইছাপুর স্টেশনে একজন ভবঘুরে ইছাপুর স্টেশনে ট্রেন থেকে নামার সময় একজন মহিলাকে হাত ধরে বলে অভিযোগ।এর পর ওই মহিলার স্বামী তার স্ত্রীকে হাত ধরায় ওই ভবঘুর কে বেধড়ক মারধর করে স্টেশনের মধ্যেই। রক্তাক্ত হয়ে পড়ে ওই যুবক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে ।প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা তার প্রতিবাদ করে এক মহিলা ছুটে এসে তাকে বাঁচায়।ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হসপিটালে নিয়ে যায়। এভাবে মারধর করার অপরাধে মারধরের অভিযোগে জি আর পি আটক করে ওই মহিলা স্বামীকে।

াংলা

17/09/2025

পুজোর আগে সাংবাদিক সম্মেলন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু।
আগামী দিনে আরো ২৫ টি নতুন ফায়ার স্টেশন হবে।

ওবিসি নিয়ে কোর্টে মামলা চলছে তাই নতুন নিয়োগ সম্ভব হচ্ছে না
মামলা নিষ্পত্তি হলে ১১০০ ফায়ার অপারেটর এবং সাড়ে 350 ড্রাইভার নিয়োগ করা হবে করা হবে।।
১৯ সে সেপ্টেম্বর থেকে ডিজির নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপ গুলি ভিজিট করা হবে।

কিছু কিছু পূজো মন্ডপের সামনে মগড্রিল করা হবে।

বড় পুজো মন্ডপ গুলিতে নিজস্ব জলের সোর্স রাখার আবেদন জানানো হয়।

আগামী দিনে ফায়ার ব্রিগেডে নতুন মোটরসাইকেল বড় গাড়ি ড্রোন ও রোবট কেনা হবে।

াংলা

17/09/2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে কালিয়াগঞ্জে প্রবীণ নাগরিক ও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের হাতে সহায়ক যন্ত্র তুলে দিল ভারত সরকারের ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়ন মন্ত্রনালয়। বুধবার দুপুরে, মাড়োয়াড়ী পট্টি হনুমান ভবনে প্রদীপ প্রজ্বলিত করে সহায়ক যন্ত্র বিতরণ শিবিরের সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী সন্তোষ বেঙ্গানী এবং ১০ নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস।
ট্রাই সাইকেল, ক্র্যাচ, শ্রবণ যন্ত্র সহ অন্যান্য সহায়ক যন্ত্র বিতরণ শিবিরের সূচনা করে রায়গঞ্জের সাংসদ জানান, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ টি সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। কালিয়াগঞ্জে ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়ন মন্ত্রনালয়ের ব্যবস্হাপনায় এই শিবির থেকে ২৩৪ জন প্রবীণ নাগরিক ও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদের সহায়ক যন্ত্র প্রদান করা হচ্ছে। এরপর, রায়গঞ্জ লোকসভার অধিন অপর বিধানসভা এলাকায় এমনি শিবির অনুষ্ঠিত হবে।

াংলা

17/09/2025

*জন্ম শংসাপত্র দিয়েছে পঞ্চায়েতের থেকে, সেই পঞ্চায়েতই এখন বলছে পঞ্চায়েতে কোন শংসাপত্রের নথি নেই, আর এতেই সমস্যায় পড়েছে ছাত্র-ছাত্রী থেকে গ্রামের মানুষ

*আগে ম্যানুয়াল পরে ডিজিটাল নথি যার কারনে দীর্ঘ কুড়ি বছরের নথিপত্র জমানো নথি দিতে পারছে না*

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া ব্লকের *বাগজোলা* পঞ্চায়েতের ঘটনা।অভিযোগ-জন্মের পরে পঞ্চায়েত থেকেই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে । সেই শংসাপত্র দিয়েই ছাত্রছাত্রীরা সেই সময় স্কুলে ভর্তি হয়েছে বা বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হয়েছে ।কিন্তু এখন সেই পঞ্চায়েতের দেওয়া জন্ম শংসাপত্র পঞ্চায়েত থেকেই বলছে কোনো রকম নথি পঞ্চায়েতের কাছে নেই । দীর্ঘ কুড়ি বছরের আগে কোন নথি নেই কারণ সেই সময় সম্পূর্ণ ম্যানুয়াল হত বর্তমান সময়ে ডিজিটাল এ আপলোড করা হচ্ছে কম্পিউটারে যার কারণে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ গ্রামের মানুষ।
আর এই কারনে শতাধিক ছাত্র-ছাত্রী এবং গ্রামের মানুষ রীতিমত সমস্যায় পড়েছে । কারোর জন্ম শংসাপত্র এখন ডিজিটাল করতে হবে । কারোর আবার SC/ST সার্টিফিকেট বের করতে হবে । কেউ আবার নতুন ভোটার হবে । কিন্তু যখনই সেই সব জন্মের শংসাপত্র নিয়ে সেই একই *বাগজোলা* পঞ্চায়েতে মানুষ যাচ্ছে তখন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে পঞ্চায়েতে কোন নটি রেজিস্ট্রেশন নেই ।
আর এই কারনে রীতিমতো ভোগান্তিতে পড়েছে ছাত্রছাত্রী দেখে এলাকার মানুষ ।
অনেক রকম সরকারি পরিষেবা থেকে শুরু করে পড়াশুনোর ক্ষেত্রে যা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে । দিনের পর দিন পঞ্চায়েতে গিয়ে ফিরে আসতে হচ্ছে গ্রামের মানুষকে ।
আর এই ঘটনা নিয়ে এই বাগজোলা পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান । বাদুড়িয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও কোনরকম সহযোগিতা করেননি ।
কিন্তু বাগজোলা পঞ্চায়েতের উপপ্রধান *মোস্তফা বিন সিরাজ* বলেন-এই বিষয়টা নিয়ে আমরা আগামীকাল একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি । আশা করি সেই বৈঠকেই সমস্যার সমাধান হয়ে যাবে ।

াংলা

17/09/2025

আজ ১৭ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। এই উপলক্ষে গোটা দেশের সাথে বারাসাতেও মোদির জন্মদিন ধুমধাম করে পালন করছে বিজেপির কর্মী সমর্থকরা।

এদিন সকালে সুভাষনগরে বারাসাত সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চা দলের তরফে গঙ্গাজল ও দুধ দিয়ে মোদিকে স্নান করানো হয়, তাকে লাড্ডু খাওয়ানো হয়। সেই সাথে পথ চলতি মানুষের মধ্যেও লাড্ডু বিতরণ করেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীরা 'ভারত মাতা কি জয়', 'মোদি জি জিন্দাবাদ', স্লোগানও দিতে থাকেন।

এর আগে প্রধানমন্ত্রীর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে স্থানীয় কালী মন্দিরে গিয়ে কালিমাতা এবং শিবলিঙ্গে পুজো দেন তারা।

এব্যাপারে যুব মোর্চার বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পিকলু শর্মা জানান 'যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তের দেশকে গড়ার জন্য নিজেকে নিয়োজিত করেছে, তার জন্মদিনে ভারতবাসী ধুমধাম করে পালন করছে। মধ্যমগ্রাম মন্ডল-৪ এর কর্মী সমর্থকরা মোদিজীর দীর্ঘায়ু কামনা করে পূজার্চনা করেছি। আমরা মোদীজি'কে দুধ দিয়ে স্নান করিয়েছি।'
তিনি আরো বলেন একদিকে বিশ্বকর্মা পুজো অন্যদিকে মোদিজীর জন্মদিন, এটা সামান্য কোন বিষয় নয় ভগবানের মেলবন্ধন। এমন একজন মানুষকে উপরওয়ালা বিশ্বকর্মা রূপে পাঠিয়েছে যে ভারতকে আগামী দিনে বিশ্বের দরবারে প্রথম সারিতে নিয়ে যাবে।

াংলা

17/09/2025

শিলিগুড়ি, মঙ্গলবার: ভানুভক্ত চকে ফুটপাত দখলমুক্ত অভিযান চালাল শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড। একাধিক দোকান ভেঙে দেওয়া হয়, মালপত্র মালিকদের ফেরত দিলেও ঘরগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অভিযানে ট্রাফিক পুলিশ, অটো সংগঠন ও এলাকার কাউন্সিলর উপস্থিত ছিলেন।

াংলা

17/09/2025

পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের ঘটনায় এবার শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তুলে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল সরকারকে বিদায় না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষকে ভুগতে হবে বলে অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কারণ খুন ধর্ষণ এখন তৃণমূলের ভাই ভাইপোদের কাজ হয়ে গেছে।

াংলা

17/09/2025

মেট্রো স্টেশনে আপৎকালীন চিকিৎসা না পেয়ে এক সরকারি কর্মচারী মৃত্যু।

প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৯:৩০ নাগাদ ত্রিবেনীর থেকে লোকাল ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছে মেট্রো করে বিদ্যুৎভবনে যাচ্ছিলে রাজ্য সরকারি কর্মচারী বিশ্বজিৎ পাকরাশি (৫১) । তবে আচমকাই মেট্রো স্টেশনের লিফটের কাছে সংগ্রাহীন হয়ে পড়েন তিনি । অফিসের ব্যস্ত সময় হাজারো মানুষের মধ্যে বেশ কয়েকজন যাত্রী ও কয়েকজন মেট্রো রেলের নিরাপত্তা কর্মীর বিষয়টি নজরে আসে । এই মুহূর্তেই সেখানে উপস্থিত হন তারই সহকর্মী সঞ্জয় চক্রবর্তী । তার অভিযোগ, প্রাথমিক পর্যায়ে কোন ব্যবস্থাই নেয়নি মেট্রো কর্তৃপক্ষ। তিনি চেঁচামেচি করায় প্রায় মিনিট ১৫ পরে একটি ঘরে চিকিৎসার জন্য বিশ্বজিত বাবুকে নিয়ে যাওয়া হলেও সেখানে অক্সিজেন থাকলেও ছিল না অক্সিজেন দেওয়ার জন্য মাস্ক। এমনকি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসার জন্য তাদের কাছে ছিল না কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, একটি প্রাইভেট গাড়ি করে ঘটনা ঘটার ৪৫ মিনিট পরে তাদের পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে । ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছে । হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসক তাদের সহকর্মী বিশ্বজিৎ প্রামাণিককে পথেই মৃত্যু হয়েছে বলে জানান । আর এই ঘটনার পরেই বড়সড়ো প্রশ্ন উঠছে মেট্রো রেলের আপৎকালীন নিরাপত্তা বা চিকিৎসা নিয়ে। হাওড়া স্টেশনে মত গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কেন সেখানে কোন রকম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নেই । যদি তা থাকতো তাহলে হয়তো তাদের সহকর্মীকে বাঁচানো সম্ভব হতো । তবে গোটা বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা ঘটার পরবর্তী মুহূর্তেই ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এক্ষেত্রে তাদের কোনরকম গাফিলতি বা বিলম্ব হয় নি।

াংলা

17/09/2025

Weather Update

*হাবিবুর রহমান বিশ্বাস অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর*

#দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমল। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি।
মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।

# #উত্তরবঙ্গে আজ ও কাল অতিভারী বৃষ্টির‌ সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলা ও উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।

_সিস্টেম।_
#পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে। উত্তরপূর্ব বাংলাদেশ এবং মধ্য আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরো দুটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে।

_দক্ষিণবঙ্গ।_
#দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলার বেশিরভাগ এলাকাতে।সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।

# #বুধবারেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

# # #বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ সব জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ও পুরুলিয়া তে।
# # # #শুক্রবার থেকে রবিবারে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, দক্ষিণবঙ্গে।

_উত্তরবঙ্গ।_
#আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি। দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাকি জেলাতে।

# #আগামীকাল বুধবার আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস সব জেলাতে।
# # #বৃহস্পতিবার ভারী বৃষ্টি চার জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি।

# # # # #শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দার্জিলিং সহ পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

াংলা

17/09/2025

সারা দেশজুড়ে ও বাংলাতে এসআই আর হবে বলেই আমরা পশ্চিমবঙ্গে প্রস্তুতি শুরু করেছি বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধির রঞ্জন চৌধুরী। বিহারে SIR বিরোধিতা আর পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া মেনে নিল কংগ্রেস। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এর সঙ্গে দেখা করলেন অধিরঞ্জন সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রায় আধ ঘন্টা বৈঠক করার পর অধির রঞ্জন চৌধুরী দাবি যেহুতু সারা দেশে SIR চালু হবে। তাই বাংলায় SIR চালু হবে ভেবেই আমরা প্রস্তুতি শুরু করেছি বলে জানালেন তিনি। তার SIR এর ফলে যাতে কোনো বৈধ ভোটার তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি বলে জানালেন তিনি। আমাদের রাহুল গান্ধী দেশজুড়ে ভোটার অধিকার নিয়ে আন্দোলন করছেন। তার অভিযোগ বিহার তার জ্বলন্ত উদাহরণ যেখনে ৬৫ লক্ষ ভোটার দের তালিকা থেকে বাদ দিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ অধির রঞ্জন চৌধুরী। তারই প্রতিবাদে কংগ্রেস এবং রাহুল গান্ধী সহ তেজস্বী যাদবের সহ বিরোধী দলের একাধিক নেতৃত্ব তার প্রতিবাদ করেছেন বলে জানালেন অধির বাবু। তার দাবি আমি বলব না যে রাহুল গান্ধীর জন্য বিচারব্যবস্থা SIR নিয়ে সক্রিয় হয়েছে। কিন্তু তার প্রতিবাদের পর বিচারব্যবস্থা আরো SIR নিয়ে নিজের তারপর হয়েছে। তার দাবি ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যে বাংলায় মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলে জানালেন তিনি।

াংলা

16/09/2025

কপালে আঘাতের চিহ্ন, গল গল করে বের হচ্ছে রক্ত। সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কপালে ফুটো, গোটা মুখ রক্তাক্ত। সাত সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কন্দখোলা বাইপাস এলাকার। জানা যায় কন্দখোলা বাইপাসের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই মৃতদেহের কপালে একটি আঘাতের চিহ্ন রয়েছে। যেখান দিয়ে কল কল করে বের হচ্ছে রক্ত। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমান সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অনুমান কপালে যেভাবে আঘাতের চিহ্ন রয়েছে হয় ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে না হলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তবে মৃতদেহটির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি কি কারণে এমন ঘটনা ঘটলো বা মৃতদেহটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে সাতসকালে এমন ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

াংলা

16/09/2025

সল্টলেকে রাজ্য বিজেপির অফিসে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

াংলা

Address

Howrah
711101

Alerts

Be the first to know and let us send you an email when Vision 18 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision 18 বাংলা:

Share