17/09/2025
গত রাতে ইছাপুর স্টেশনে একজন ভবঘুরে ইছাপুর স্টেশনে ট্রেন থেকে নামার সময় একজন মহিলাকে হাত ধরে বলে অভিযোগ।এর পর ওই মহিলার স্বামী তার স্ত্রীকে হাত ধরায় ওই ভবঘুর কে বেধড়ক মারধর করে স্টেশনের মধ্যেই। রক্তাক্ত হয়ে পড়ে ওই যুবক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে ।প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা তার প্রতিবাদ করে এক মহিলা ছুটে এসে তাকে বাঁচায়।ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হসপিটালে নিয়ে যায়। এভাবে মারধর করার অপরাধে মারধরের অভিযোগে জি আর পি আটক করে ওই মহিলা স্বামীকে।
াংলা