Vision 18 বাংলা

Vision 18 বাংলা Breaking News*Latest News*India News*World News*News Updates*Current Affairs*News Today*Top News*News Headlines*Live News*

25/07/2025

এবার মহারাষ্ট্রের ওয়াসিতে বাংলার পরিযায়ী যুবককে টুকরো টুকরো করে কেটে বস্তা বন্দী করে জলে ফেলে দেওয়ার অভিযোগ
________________________________________________

*এবার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তা বন্দী করে জলে ফেলে দেওয়া হল*

নাম- *আবুবক্কর মন্ডল(৩৩)*

ঘটনাটি *মহারাষ্ট্রের* *ওয়াসি* পুলিশ থানার *ওয়াসিগাও* এলাকার ঘটনা ।

*আবু বক্কর মন্ডল* এর বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরে ।

বেশ কয়েকবছর হল মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করে। মূলত রাজমিস্ত্রির কাজ করত সে ।

সেখানে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করত ।
গত রবিবার (২০ সে জুলাই) সন্ধ্যার পর থেকে আবু বক্কর মন্ডলের কোন খোঁজ পারছিল না তার পরিবার । মোবাইলের সুইচ অফ বন্ধ বলছিল । সেই দিন এবং পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় *ভাসি* থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার । এরপর *ভাসি* থানার পুলিশ তদন্তে নামে ।
গত মঙ্গলবার সে যেখানে থাকতো তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে । এরপর দেহটি পুলিশ মর্গে ময়না তদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুড়ে তার বাড়িতে আনা হয় ।

দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ তার আত্মীয় পরিজনরা।

তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে । পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের ওপর এরকম অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে কেন সে বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করেছে তার পরিবার।

রাতেই তার দেহ দাফন করা হয় ।

জানা গেছে মহারাষ্ট্রের *ওয়াসি* থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ।

াংলা #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #ব্রেকিং #মহারাষ্ট্র #ওয়াসি #বাদুড়িয়া

25/07/2025

আবার শাসকদলের বিরুদ্ধে জলা জমির ভরাট করার অভিযোগ
________________________________________________

জোর করে খাস জায়গা দখল করে জলাশয় ভরাট করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ পঞ্চায়েতের ১৬ নাম্বার বুথে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই খাল দিয়ে এলাকার জল নিকাশি করা হয়। আর সেই জায়গায় ক্ষমতার জোর দেখিয়ে দখল করে দলীয় কার্যালয় করতে যাচ্ছে তৃণমূল। এই ঘটনা থানা কে জানানো হলে গতকাল রাতে হাসনাবাদ থানার পুলিশ এসে নিষেধ করে যাওয়ার পরেও পুনরায় বৃহস্পতিবার সকালে দলীয় ফ্লাগ এবং ব্যানার মেরে সেই জায়গা দখল করতে যায় ১৫ নাম্বার বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি মান্নান মিস্ত্রি ও তার লোকজন। এই ঘটনায় চাপা উত্তেজনা তৈরি হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েত এলাকায়। তৃণমূল নেতা মান্নান মিস্ত্রির দাবি দীর্ঘ ১০ বছর ধরে তাদের দখলে ছিল ওই জায়গা , তিনি কার্যত স্বীকারও করে নিলেন যে জলাশয় দখল করে দলীয় কার্যালয় করতে চলেছে তারা। কিন্তু জলাশয় ভরাট করে চালায় করা যায় কিভাবে তা নিয়েই উঠছে প্রশ্ন।

াংলা #ব্রেকিং #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #উত্তর২৪পরগনা #হাসনাবাদ

25/07/2025

লরির চাকায় পিষ্ঠ হয়ে দু নাবালকের মৃত্যু হলো এক জন গুরুতর আহত ।

স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে গতকাল রাত ১০ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে । একটি বাইকে চেপে তিনজন যাচ্ছিল আন্দুল রোড কদমতলার কাছে একটি লরির মুখো মুখী হয়ে লরির চাকায় পিষ্ঠ হয়ে মারা যায় দুজন একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। মৃত রাজ লস্কর ও ইরপান মোল্লা দুজনের বয়স ১৭ । আহত শীল্টু মোল্লার বয়স ১৭ র মধ্যে। যা জানতে পারা যাচ্ছে তিনজনের বাড়ি সাঁকরাইল মানিকপুর গোড়া বাঁধ এলাকায়। তিন বন্ধু মিলে কোনো বন্ধুর মোবাইল কিনতে আসে ফেরার পথে এই দুর্ঘটনায় দুজেনর প্রাণ চলে যায়। এই ঘটনায় ছুটে আসেন এলাকার মানুষ আহত শিল্টু কে কাছের বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। সাঁকরাইল থানার পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়। ওই ঘটনার দৃশ্য ক্যামেরায় বন্দী হয়।

াংলা #ব্রেকিং #আন্দুলরোড #সাঁকরাইল

25/07/2025

বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা এবং তাদের পরিজনদের পাশে দাঁড়াতে কালিয়াগঞ্জের সহায়তা কেন্দ্র চালু হয়েছে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য নির্দেশে। কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের কাজ করতে বিভিন্ন রাজ্যে গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় এবং খবরে জানতে পারছে ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা।এমনি কালিয়াগঞ্জ ব্লকের ১১ টি পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করেছে।বৃহস্পতিবার বিকালে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের বৈকুন্ঠপুর এলাকার চারটি পরিযায়ী শ্রমিকের পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করেন সহয়তা কেন্দ্রের দায়িত্বে থাকা তৃণমূলের নেতৃত্বরা।এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রাম দেব সাহানী, কৃষাণ ক্ষেত মজদূর ব্লক সভাপতি মহম্মদ নূরজামাল,ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মণ,তৃণমূল নেতা বিজয় মিশ্র, এমতাজুল হক সহ অন্যান্যরা।পরিযায়ী পরিবারের লোকেদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারি নির্দেশিকা অনুসারে যেসব কাগজ পত্র লাগবে তা নিয়ে কালিয়াগঞ্জের সহয়তা কেন্দ্রে আসার জন্য বলা হয়।যাতে পুলিশি ভেরিবিকেশন করতে সুবিধা হয়।যেভাবে তৃণমূল নেতৃত্বরা পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়ানোয় খুশি পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকেরা।তারা বলেন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাংলা ভাষা বল্লেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে।

াংলা #ব্রেকিং #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #কালিয়াগঞ্জ #রাধিকাপুর

25/07/2025

শিলিগুড়ি, ২২ জুলাই ২০২৫:

স্টেশন থেকে পাচারের আগেই ৫৬ জন যুবতীকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। সোমবার রাতে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস ট্রেন থেকে ওই যুবতীদের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই যুবতীদের ভিন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল।

জিআরপি-র তদন্তে উঠে এসেছে, শিলিগুড়ির ঠাকুরনগরে “Drug Education and Charitable Society” নামের একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে এই চক্র চালানো হত। প্রতিষ্ঠানটি উৎকর্ষ বাংলা ও কেন্দ্র সরকারের গ্রামীণ কৌশল্যা যোজনা-র ব্যানারে হোটেল ম্যানেজমেন্ট কোর্সের নামে কাজ করত। বাস্তবে, এখান থেকেই পাচারচক্র চালানো হত বলে অভিযোগ।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দ্রিমা কর ও জিতেন্দ্র কুমার পাশওয়ান নামে দু’জনকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃত জিতেন্দ্র কুমারের ছত্তিশগড়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। চন্দ্রিমা নিজেকে শিলিগুড়ির বাসিন্দা বললেও, এখনো পর্যন্ত তার স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে জিআরপি ধৃত জিতেন্দ্রকে সঙ্গে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট ও হোস্টেলে হানা দেয়। তদন্তকারীদের দাবি, তিনতলা ওই বিল্ডিং ২ লক্ষ টাকায় ভাড়া নেওয়া হয়েছিল এবং পাচারের ছক ফাঁস হওয়ার আগেই মূলচক্রটি সমস্ত কিছু গুটিয়ে ফেলার চেষ্টা করেছিল। বিভিন্ন ঘরে প্যাকেটবন্দি অবস্থায় পাওয়া গিয়েছে কম্পিউটার, সিপিইউ সহ গুরুত্বপূর্ণ নথিপত্র।

প্রতিষ্ঠানটির প্রতিটি রুম ঘুরে একাধিক অসঙ্গতির হদিশ পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, মেয়েদের ইলেকট্রিক স্কুটার কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল। বর্তমানে ধৃতদের ৬ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পাচারচক্র জড়িত থাকতে পারে। তদন্ত চলছে।

াংলা #ব্রেকিং #শিলিগুড়ি #নিউজলপাইগুড়ি

25/07/2025

মালদাঃ- ---মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা নালাগোলা রাজ্য সরকারকে গ্রামের মহিলারা কলসি হাতে রাস্তায় নেমে পথ অবোরধ বিক্ষোভ দেখায়। অভিযোগ বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায়, পানীয় জল নিয়ে সমস্যায় মুখে পড়তে হচ্ছে, আদিবাসী অধ্যুষিত এলাকা ধুমপুর অঞ্চলের হোরগ্রামে, অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে জানিও, বিদ্যুতের ব্যবস্থা হয়নি যার ফলে বহুদূর থেকে পানীয় জল,আনতে হয়।বেশকয় দিন ধরে গ্রামে পাণীয় জল না থাকায় সমস্যায় পরতে হছে। অবশেষে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে পথ অবোরধো করে প্রতিবাদে সামিল হয় কলসি হাতে মহিলারা।অন্যদিকে গ্রামের বাসিন্দারা হাতে তির ধনুক হতে নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে,হোরগ্রামের বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোন কাজ হয়নি । অবশেষে পথ অবরোধ করাহয় যতক্ষণ বিদ্যুৎ না আসবে এই পথ অবরোধ চলবে বলে জানিয়েছেন মহিলারা।এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থালে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় দু'ঘণ্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

াংলা #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #ব্রেকিং #মালদা #নালাগোলা

25/07/2025

সিঁথিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে , খোদ কলকাতার বুকে এই ঘটনা চমকে দিয়েছে রাজ্যবাসীকে

তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ডঃ শান্তনু সেন এর বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধরের অভিযোগে তৃণমূলেরই ওপর গোষ্ঠী যা অতীন গোষ্ঠী নামে পরিচিত তারা গতকাল শান্তনু সেনের বাড়ির সামনে শ্লোগান দিয়ে মিছিল করে

াংলা #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #কলকাতা #ব্রেকিং #গোষ্ঠীকোন্দল

25/07/2025

" যারা খুঁজে খুঁজে এখানে এসেছে তাদের খুজে খুজে ফেরত পাঠানো হবে " অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী

ভাষা আন্দোলন নিয়ে বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন কোথাও কোন বাঙালিকে মারা হচ্ছে না।

2026 এর নির্বাচনের মাথায় রেখে ভাষা আন্দোলন করছে তৃণমূল। আরো কিছু করতে পারে আমরা এসবের বিরুদ্ধে তৈরি আছি মিঠুন চক্রবর্তী।

অধীর চৌধুরী বলেছেন বিহারে যেভাবে ভোটার কার্ড বাতিল করা হচ্ছে, পশ্চিমবঙ্গে এরকম হলে আমরা কোর্টে যাব। মিঠুন চক্রবর্তী বলেন আপনি যেখানে খুশি যান।

াংলা #ব্রেকিং #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #কলকাতা
এখনো পর্যন্ত তৃণমূলের ২৫ জন সংসদ আমার সাথে যোগাযোগ রাখে ওরা কোন পার্টি করবে কি করবে সেটা ওদের ব্যাপার।

24/07/2025

Weather Update

উত্তর বঙ্গোপসাগরে আজ ২৪ তারিখ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এটি আগামী ২৪ ঘণ্টায় আরেকটু শক্তি বাড়াবে। দক্ষিণবঙ্গ ও উত্তর উড়িষ্যার দিকে এগোচ্ছে এটি। এরপরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ ও ২৫ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ তারিখ ২ ২৪ পরগনা দুই মেদিনীপুরের ভাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টি। ২৫ তারিখ এই বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ও বাঁকুড়াতে এই দুই জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি দক্ষিণ ২৪ পরগনা কোন কোন জায়গায় ভারী কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। ২৬ তারিখ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূমের ভারি বৃষ্টি হবে। অন্যান্য জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ২৬ তারিখ। ২৭ তারিখ উপকূলের জেলা যেমন দুই চব্বিশ পরগনা ও পূর্বের জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টিপাত এখনই কমবে না ২৮ থেকে ২৯ তারিখ নতুন করে ঘুর্ণা বর্ত তৈরি হবে তখন বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে। ২৮ তারিখ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলিতে ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টি। কলকাতায় পার্শ্ববর্তী অঞ্চলের ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি র সম্ভাবনা। ২৬ থেকে ২৭ কলকাতায় মাজারী ধরনের বৃষ্টি ২৮ থেকে ২৯ তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।মৎজীবীদের জন্য ২৪ থেকে ২৮ তারিখ পর্যন্ত সমুদ্রে দমকা হাওয়া থাকবে তাই যেতে মানা করা হয়েছে।২৪ তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ২৫ থেকে ২৭ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই নিমোচপের কারণে প্রভাব বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

াংলা #ব্রেকিং

24/07/2025

*সোনারপুরে চেয়ারম্যান ও কাউন্সিলরদের, প্যাড স্ট্যাম্প সই জাল করে নকল নথি তৈরীর পান্ডা গ্রেফতার।*

রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সই জাল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নকল নথি তৈরীর চক্রের মূল পান্ডাকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম প্রশান্ত নাথ। রাজপুর সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড ঢালুয়া নবপল্লীর বাসিন্দা। পুলিশের কাছে অভিযোগ ছিল চেয়ারম্যান ও কাউন্সিলরদের অজান্তে একটি চক্র রেসান কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সহ একাধিক গুরুত্বপূর্ণ তৈরীর গোপনে একটা অফিস খুলে বসেছিল এই প্রশান্ত নাথ। প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলার দের স্ট্যাম্প, প্যাড, থেকে শুরু করে চেয়ারম্যানের সই কাউন্সিলরদের সই হুবহু নকল করার কারখানা গড়ে উঠেছিল এখানে। কতদিন ধরে এই কাজ চলছে এই কাজের সঙ্গে কারা জড়িত তাদেরকে এই সার্টিফিকেট দেয়া হতো, কাদেরকে এই সার্টিফিকেট দিয়েছে সবকিছু খতিয়ে দেখে তদন্তে সোনারপুর থানার পুলিশ।

াংলা #দক্ষিণ২৪পরগনা #তৃণমূল #পলিটিক্যাল #বিজেপি #ব্রেকিং #সোনারপুররাজপুরপৌরসভা

24/07/2025

কাকদ্বীপের ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, সূত্রের খবর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়।

ধান ক্ষেতের মাঝখান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাকিব সেখ (২৭)। বাড়ি মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোন কারণে রাকিবের মৃত্যু হল পুলিস তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, রাকিব চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো।

াংলা #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #ব্রেকিং #দক্ষিণ২৪পরগনা #কাকদ্বীপ

24/07/2025

আসাদউদ্দিন ওয়াইসি এর দল এ আই এম আই এম পক্ষ থেকে কালিয়াচক ২ ব্লকে মোথাবাড়ি গঙ্গাপ্রসাদ পঞ্চায়েত এলাকায় মেঘা কর্মীসভা হয়ে গেলো বৃহস্পতিবার দুপুরে। এই কর্মী সভাই উপস্থিত ছিলেন এআইএমআই এমের রাজ্য সভাপতি ইমরান সলাঙ্কি, আই এম আই এম এর মোথাবাড়ি ব্লক সভাপতি সেতাউর রহমান, ওয়ার্কিং প্রেসিডেন্ট আমির শেখ, সহ অন্যান্য কর্মীরা। ব্লক সভাপতি সেতাউর রহমান জানান আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছি। বিভিন্ন ইস্যুতে আমরা আন্দোলন করার জন্য আওয়াজ তুলতে পারিনা তাই আমাদের নিজের নেতা তৈরি করতে হবে। এই সবাই প্রচুর কর্মীর সমাগম হয়েছে। আশা করি আগামী দিনে মোথাবাড়ি বিধানসভায় ভালো ফল হবে জানান সেতাউর রহমান।

াংলা #ব্রেকিং #পলিটিক্যাল #তৃণমূল #বিজেপি #মালদা

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Vision 18 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision 18 বাংলা:

Share