Vision 18 বাংলা

Vision 18 বাংলা Breaking News*Latest News*India News*World News*News Updates*Current Affairs*News Today*Top News*News Headlines*Live News*

15/10/2025

সহপাঠী ওয়াসিফ আলীকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হলো।

চিকিৎসক পড়ুয়া গণধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার সহপাঠী। সহপাঠীকে ওয়াসিফ আলীকে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশি হেফাজত চাওয়া হবে বলে জানা গেছে। দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

াংলা

15/10/2025

ফের একে একে এলাকায় ঢুকছে দুষ্কৃতী ক্ষোভ স্থানীয়দের, পুলিশ এলাকায় পৌঁছতেই শুরু হয় উত্তেজনা

২০১৯ সালের লোকসভা ভোটের সময় থেকেই জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্কৃতীর। জিতেন ও তার দলবল দীর্ঘ পাঁচ বছর এলাকা ছাড়া থাকলেও আবার জগদ্দলের ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়েই। মঙ্গলবার রাতে জিতেন গোলদারের ভাই নেতাজি নগর এলাকার নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, পাঁচ বছর আমরা ভালো ছিলাম। বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন ও তার সাগরেদরা। উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ বাহিনী। পুলিশ এর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারাও। তাদের দাবি দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন, তারা চান না নতুন করে আবার এলাকা অশান্তি হোক। তাই এখন থেকেই জিতেন গোলদার ও তার সাগরেদরা যাতে এলাকায় ঢুকতে না পারে তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন। যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেও এলাকাবাসীর সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তা আশ্বাস দেওয়া হলে নেতাজি নগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। যদিও তাদের দাবি কোনভাবেই তারা এই অন্যায় মানবেন না।। তারা যে শান্তিতে বাস করছে এলাকায় সে শান্তি বজায় রাখতে তারা দুষ্কৃতীদের এলাকায় ঢুকতে দেবেন না।

াংলা

15/10/2025

হাড়োয়া বিধানসভায় জুড়ে একাধিক দুর্নীতি তোলাবাজির পোস্টার ও লিফলেট ছড়ালেন রাতের অন্ধকারে পোস্টার একাধিক দুর্নীতির অভিযোগ ।

লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ব্লক সভাপতি নাম পাঠানো হয়েছে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম এর নাম করেই একাধিক পোস্টার ছড়িয়ে ছিটিয়ে লিফলেট বিদ্যুতের পোস্ট দেয়ালে পোস্টার লক্ষ্য করা যায়। ফের পোস্টার শাসক দলের গোষ্ঠী কোন্দল পোস্টার পোস্টারে উল্লেখ ব্লক সভাপতি পদ পাইয়ে দেওয়ার নাম করে **সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নাম ভাঙিয়ে আয় প্যাকের স্টাফ বসিরহাট দায়িত্বপ্রাপ্ত দেব ও অর্পণ চৌধুরী ব্লক সভাপতি পদের লিস্টে নাম তোলার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ নিল কেন বিধায়ক রবিউল ইসলাম তুমি জবাব দাও* পোস্টার নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। অন্য পোস্টারে লেখা *হাড়োয়া বিধানসভার মধ্যে দেগঙ্গা ব্লক ২ , ও বারাসাত ব্লক ২ নতুন সভাপতি করার জন্য বিধায়ক রবিউল ইসলাম পদ পায়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ* নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। অন্য একটি পোস্টারে উল্লেখ *আইপ্যাকের দেব ও অর্পণ চৌধুরী অভিষেক ব্যানার্জির অফিস স্টাফ দেগঙ্গা ব্লক টু ও বারাসাত ব্লক টু এর দুজন মিলে সুব্রত বসু কৃষ্ণ ও মনিরুল ইসলাম কাছ থেকে বিধায়ক রবিউল এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে ব্লক সভাপতি করার জন্য নাম পাঠিয়েছে* নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। আর এই পোস্টার গিরি রাজনৈতিক হওয়া গরম। হাড়োয়া বিধানসভার দেগঙ্গা ব্লক টু হাড়োয়া ব্লক ২ ব্লক সভাপতি পাবার জন্যই বেশ কয়েকদিন রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কে হবেন ব্লক সভাপতি কে নেতাদের কাছের লোক তা নিয়েই উত্তেজনার পারদ চড়ছিল বেশ কিছুদিন ধরে তারপরে রাতের অন্ধকারে এই পোস্টার।

াংলা

15/10/2025

এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক ২নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবী জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন। সেই আশঙ্কার কথাও লিখিত ভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনও পর্যন্ত কোনরকনম ব্যবস্থা গ্রহন করে নি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের।

প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরূ হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অমুমোদন এসেছে। সেই প্রকল্পের ক্ষেত্রেও ‘কাটমানি’ দাবী করে। প্রতিবাদ করেছিলেন তিনি ও তাঁর স্বামী নাসির আহমেদ ওরফে সাগর । এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তাঁর স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মোমিন,নাসির আহমেদরা। কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমান গুরুতর জখম হয়ে এক নাসিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তাঁর অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাঁকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজবিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে।

াংলা

14/10/2025

*Weather Update*

*সৌরিশ বন্দ্যোপাধ্যায় আবহয়াবিদ আলিপুর আবহাওয়া দপ্তর।*

#বাংলা থেকে মৌসুমী বায়ুর বিদায়। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় বর্ষার। আজ ঝাড়খন্ড বাংলা সিকিম থেকে বর্ষা বিদায় নিয়েছে।
বর্ষা বিদায় রেখা গৌহাটির ওপর দিয়ে রয়েছে। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে।

# #বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় এ কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

# # #জুন মাস থেকে শুরু হওয়া এবারে বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ। ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক; পজিটিভ এক শতাংশ। এর মধ্যে কলকাতায় ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

# # # #আগামী কয়েকদিনে হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানালো আলিপুর। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরো দু-তিন ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবেনা।

াংলা

14/10/2025

নাগরাকাটাতে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের উপর তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা হামলার প্রতিবাদে আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির এস সি মোর্চার ডেকে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলাশাসক দপ্তরের অভিমুখের রওনা হয়। জেলাশাসক দপ্তর থেকে প্রায় ১০০ মিটার দূরে বাঁশের বেরিকেট দিয়ে মিছিল যাতে জেলাশাসক দপ্তরের সামনে না আসতে পারে বাঁশের বেরিকেট দিয়ে আটকে দেয় পুলিশ প্রশাসন। পরবর্তীতে মিছিল এলে পুলিশ প্রশাসনের দেওয়া পাশের বেরিগেট ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। পরবর্তীতে বেরিগেট ভাঙতে না পেরে সেখানে অবস্থান-বিক্ষোভে বসে পড়ে বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ জানিয়েছেন নাগরাকাটাতে মালদা সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ এর ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। আজ জেলাশাসকের কাছে বিক্ষোভ সমাবেশের পর একটি স্মারকলিপি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসন বাঁশের বেরিকেট দিয়ে তাদের ঢুকতে বাধা দেয়। রাজ্যে যে ধরনের সন্ত্রাস চলছে তাতে আগামী দিনে বিজেপি দল আরো বৃহত্তর আন্দোলন আমারও হুঁশিয়ার দিয়েছেন জেলা সভাপতি নিমাই কবিরাজ।

বাইট ঃ নিমাই কবিরাজ (বিজেপি জেলা সভাপতি)

াংলা

14/10/2025

*১০৮ টা নরমুন্ডু দিয়ে স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে তান্ত্রিক মতে পুজো হয়ে আসছে বিষ্ণুপুর শ্মশান কালীর মন্দিরে*

হাতে গোনা কয়েকদিন বাকি দীপাবলি, তার মধ্যেই সেজে উঠছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশান কালী মন্দিরের সাড়ে ৩৫০ বছরের পুজা।অবিশ্বাস্য হলেও সত্যি ১০৮ টি অপঘাতে মৃত মানুষের মাথা দিয়ে দিয়ে এই তান্ত্রিক মতে এই পূজা হয়ে আসছে। মূলত ফণীভূষণ চক্রবর্তীর বংশধরেরা এই পূজা করে আসছেন। কথিত আছে চম্বলের ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপরে বেরোতেন। তবে এই মন্দিরের পূজা ৩৫০ বছরের হলেও দক্ষিণ বিষ্ণুপুর এলাকার ফনি ভূষণ চক্রবর্তীর পূর্বপুরুষেরা পূজা শুরু করেন আজ থেকেই প্রায় ৫০০ বছর আগে।
তবে তখন মন্দির ছিল না একটি খড়ের চালায় এই পূজা করতেন।প্রায় ৩৫০ বছর আগে একদিন পূজা করার সময় মাকালি ফণীভূষণ চক্রবর্তীকে স্বপনা দেশে দেখায় মাকে নিত্য পূজার ব্যবস্থা করতে হবে সাউথ বিষ্ণুপুর আদিগঙ্গা পাড়ের জঙ্গলে।সেই পূজা হবেই তান্ত্রিক মতে। তারপর থেকেই অপঘাতেই মৃত্যু হয়েছে এমন মানুষের মুন্ডু বিভিন্ন শ্মশান থেকে জোগাড় করে তান্ত্রিক মতে পূজা শুরু করে এই জঙ্গলে।বর্তমানে যেখানে মায়ের মন্দির স্থাপিত হয়েছে। মন্দির স্থাপিত হলেও মায়ের যে ১০৮ টা নরমুন্ড গলায় মূর্তি আজো বিরাজমান। সাড়ে তিনশো বছর ধরে পুজো করে আসছে ফণীভূষণ চক্রবর্তী বংশধরেরা।

মূলত কালীপুজোর রাতে মায়ের এই পুজো হয়, মায়ের পুজো দেখতে বহুদূর থেকে অনেক ভক্তরা আসে এবং মায়ের কাছে তাদের যে মনের কামনা মা পূরণ করে দেয়।
কাঁচা শোল মাছ দিয়ে পুজো হয় ও তান্ত্রিক মতে পুজো হয়। পুজোর সময় সেই সব নর মন্ডু কে স্নান করিয়ে খুলির উপর সিঁদুর দিয়ে পূজা অর্চনা করে জাগ্রত করা হয়। কথিত আছে
সাউথ বিষ্ণুপুর শ্মশানের পাশ দিয়ে বয়ে গিয়েছিল গঙ্গা, আর এই গঙ্গা এনেছিল ভগিরথ। কালীঘাট থেকে গঙ্গা বিষ্ণুপুর হয়ে চক্রতৃথে মেশে। সেখান থেকে বঙ্গোপসাগর। তবে কালের নিয়মে সে গঙ্গা আর নেই। তবে শ্মশান এবং জঙ্গল এখনো বর্তমান।

াংলা

14/10/2025

*বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামে বিজেপি ও সিপিআইএম পার্টির ধস!৭৫ টি পরিবারের প্রায় ৩৫০ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন*

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচনের মহারণ। এই মহারণের আগে নেতা কর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয়া সম্মিলনীর আয়োজন করল গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন গোপীবল্লভপুর ২ নং ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে শতাধিক কর্মী বিজেপি ও সিপিআইএম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে সোমবার বিজেপি ও সিপিআইএম পার্টির ধস। এদিন ব্লকের ডাঁঙরসাই ও নোয়াগাঁ গ্ৰামের সিপিআইএম ও বিজেপি পার্টির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশীষ মাহাতো, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা। যোগদানকারীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে তারা বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। তিনি বলেন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তাই বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান।

াংলা

14/10/2025

শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালের সিকুরিটি গার্ড হিসেবে কর্মরত এগরা থানার এক পুলিশ কর্মীকে বেধাড়ক মারধর। ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। স্থানীয় সূত্রে জানা গেছে ৭ দিন আগে আলংগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তাঁর ২ মাসের শিশু পুত্রকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল। আজ সকালে শিশুর মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা ওই পুলিশ কর্মীকে ধরে বেধাড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে বর্তমানে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

াংলা

14/10/2025

আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার।

াংলা

14/10/2025

গ্রেফতার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ

দুর্গাপুর কান্ডের প্রতিবাদে গতকাল ভবানীপুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর রাত্রে না ফেরানোর নিদান নিয়ে খোবে ফেটে পড়েন রুদ্রনীল ঘোষ

কলকাতা পুলিশ রুদ্রনীল ঘোষ সমেত অন্যান্য বিজেপি সমর্থকদের গ্রেফতার করে

াংলা

14/10/2025

ভিনরাজ্যে কাজ সেরে সদ্যোজাত সন্তানের মুখ দেখতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। পূর্ব বর্ধমানের আউশগ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সোমবার ভোরবেলা পৌঁছাল চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডলবস্তি গ্রামে। রহস্যজনক এই মৃত্যু ঘিরে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। মৃত যুবকের নাম রমজান আলী (২৭)। তিনি বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন। জানা গেছে, প্রায় ১৮ দিন আগে তাঁর স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতকের মুখ দেখতেই রমজান বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা পর্যন্ত আসেন। সেখান থেকে তাঁর নিজের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু গত শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকার একটি জলাশয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা থেকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ রমজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়েই তাঁর পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমানে ছুটে যান। এদিন ভোরবেলা মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর থেকেই মণ্ডলবস্তি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি, রমজান আলীর মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। মৃত্যুর আসল কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন । রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধন্দেতে পরিবার ।

াংলা

Address

Howrah
711101

Alerts

Be the first to know and let us send you an email when Vision 18 বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vision 18 বাংলা:

Share