JITZ

JITZ I’m not going to fail, a valuable lesson has been learned even in defeat, and it’s developing me.

22/04/2023

🌙 ঈদ মোবারক
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
আল্লাহ্ সুবাহানাতালা আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন।
আমীন।

07/03/2023

🍁🍁 'আপনি কি জানেন কোন ঘটনা দেখে আল্লাহ তা"আলা হেসেছিলেন??'..
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, আমি খুব ক্ষুধার্ত।
তখন তিনি তাঁর সহধর্মিণীদের নিকট পাঠালেন; কিন্তু তাঁরা জানালেন, আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কে আছ যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পার? তখন এক আনসারী সাহাবী [আবূ ত্বলহা (রাঃ)] বললেন, আমি।
এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেহমানকে সম্মান কর। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই।
আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত কর এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও।
সে বাতি জ্বালাল, বাচ্চাদেরকে ঘুম পাড়াল এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল।
বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী-স্ত্রী দু’জনই অন্ধকারের মধ্যে আহার করার মত শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বুঝাতে লাগলেন যে, তারাও সঙ্গে খাচ্ছেন।
তাঁরা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্ তোমাদের গত রাতের কান্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশী হয়েছেন এবং এ আয়াত নাযিল করেছেন।
‘‘তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে। আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলতাপ্রাপ্ত।’’
(আল-হাশর ৯)
(বুখারী হা/৩৭৯৮,৪৮৮৯,মুসলিম: ২০৫৪)
---
[সংগৃহীত পোস্ট]

25/01/2023

কোনো ব্যক্তি যখন "লা ইলাহা ইল্লাল্লাহ" অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বাক্যটি পড়তে থাকে, তখন বাক্যটি আকাশসমূহ ছেঁদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছায়।

আল্লাহ তা'য়ালা তখন বাক্যটিকে বলেন স্থির হও। তখন বাক্যটি বলে আমি কিভাবে স্থির হবো? আমাকে যে উচ্চারণ করেছে তাকে এখনো মাফ করা হয় নি। তখন আল্লাহ তা'য়ালা বলেন- আমি তোমাকে এমন লোকের জিহবা দিয়ে উচ্চারণ করিয়েছি। উচ্চারণের আগেই যাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ! 🖤

~(হাদীসে কুদসী, বুখারী)🌸

24/01/2023

সবাইকে ক্ষমা করবেন কিন্তু দু ধরনের মানুষকে কখনো সুযোগ দিবেন না।

এক. যারা ডাবল ফেইস, বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় আর নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পলিটিক্স করতে থাকে।

দুই. যারা দরকার পড়লেই আপনার সাথে মিষ্টি কথা বলে যুক্ত হয়ে স্বার্থ সারে তারপর দরকার শেষে আপনাকে উস্টা মেরে আবার আগের রুপ ধারন করে।

ট্রাস্ট মি, এদের মতো মহা নিকৃষ্ট আর কেউ হতে পারেনা। লাইফে ভালো থাকতে হলে এই মানুষগুলোকে জীবন থেকে সড়িয়ে দিন। অনেক শান্তিতে থাকবেন!🖤

22/01/2023

প্রেম ভালোবাসার গল্প তো পরতে ভালো লাগে

আমাদের নবীর গল্প পরে দেখেন কেমন লাগে

একদিন রাতের বেলা

নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন,একজন হাতে চক্কি ( হাত দিয়ে আটা তৈরির এক যন্ত্র) ঘুরাচ্ছে।

নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি হল তোমার। কান্না করছো কেন.? প্রতি উত্তরে তিনি বললেন, আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম (ইসলামের প্রাথমিক সময়) । অনেক যন্ত্রণায় আছি আমি। সারাটিদিন মাঠে তার ছাগল দুব্বা ছড়াই,আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায়।
ভালো করে খেতে ও দেয়না, ঘুমাইতে ও দেয় না।
শরীরে খুবী অসুস্থতা বোধ হচ্ছে।

এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম,সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি কিছুক্ষণ আরাম কর। আমি ই তোমার কাজ করে দিচ্ছে, এই বলে নবীজি হাতে চক্কি নিয়ে কাজ শুরু করে দিলেন। আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলাম কে ঘুমানোর সুযোগ করে দিলেন।

এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন। এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন।

একদিন সেই গোলাম বলে, সাবধানে থাকিয়েন, এইখানে নাকি এক মোহাম্মদ আছে। তার থেকে দুরে থাকবেন, সে নাকি অনেক বড় যাদুকর। তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারেনা। ওর ধর্ম গ্রহণ করে নেয়।

এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন..

গোলাম বলে, আপনি হাসছেন কেন.?

নবীজি বলেন, তুমি যে মোহাম্মদ এর কথা বলছো, আমি ই হলাম সে মোহাম্মদ।

এই কথা শুনে, নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন। সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান।

(সিরাতে নববী-৬৮৩)

21/01/2023

🌸বেশি বেশি এস্তেগফার করতে থাকুন। সকল বিপদ, মুসিবত,পেরেশানি থেকে আল্লাহ তায়ালা আপনাকে কোন দিক দিয়ে, কখন, কীভাবে বের করে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। ইনশাআল্লাহ। 🌿

🌸🌸ভরসা রাখুন নিজের রবের প্রতি, যিনি আপনাকে কষ্ট, পেরেশানি দিয়ে আপনার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। হতাশ হবেন না, আপনার রব সঠিক সময়ে আপনাকে সঠিক ফয়সালা দান করবেন।ইনশাআল্লাহ্। 🌿🌿

নৌকা দুটিকে দেখুন!এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে অথবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর...
07/01/2023

নৌকা দুটিকে দেখুন!

এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে অথবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত। কারন, বর্ষণের কাজ আল্লাহ্'র এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেউ সাহায্য না করলেও আল্লাহ্'র সাহায্য ঠিকই পাবেন। সময়টা শুধু অপেক্ষার!

ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহ্'র ওপর ভরসা রাখুন।
আল্লাহ্ তায়া’লা অবশ্যই পাশে থাকবেন, ইনশাআল্লাহ! আমীন

01/01/2023

*কেউ তোমাকে Reject করলে বা Ignore করলে মন খারাপ করো না। মনে রেখো দামী জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না*

*যাদের নিজের কোন যোগ্যতা থাকে না তারাই বেশী অন্যকে নিয়ে সমালোচনা করে।*

*যোগ্যতা হলো নদীর মতো। এটি যত গভীর হয় ততো কম শব্দ করে।*

*প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে।*

*প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিভা আছে। তাই নিজের যোগ্যতা নিজেকে খুঁজে নিতে হয়।*

27/10/2022

চমৎকার একটি কাহিনী- এক দিন ফাতেমা (রা:)
হযরত আলী (রা:) কে বলল,

স্বামী ঘরে কিছু সুতা কেটেছি, বাজারে বিক্রি করে
ক্ষুধার্ত দু'সন্তান হাসান ও হোসেনের জন্য কিছু আটা নিয়ে আসেন।
হযরত আলী (রা:) সুতা গুলো নিয়ে বাজারে ৬
দিরহামে বিক্রি করলেন। এমন সময় এক অসহায়
ছাহাবা হযরত আলী (রা:) কে বলল আলী, কিছু
দিরহাম কর্য হবে! আমার ঘরে বাচ্চারা না খেয়ে আছে।
একথা শুনে হযরত আলী (র:)
নিজের
ঘরের কথা চিন্তা না করে সুতা বেচা ৬
দিরহাম ঐ অসহায় ছাহাবাকে দিয়ে দিলেন।
কিছুক্ষন পর দেখল বাজারে এক ব্যক্তি একটি
উট নিয়ে হযরত আলীর নিকট এসে বলল, আলী
উট নিবে! হযরত আলী (রা:) বলল নিব, কিন্তু
দিরহাম (টাকা) নাই।লোকটি বলল নাও,
টাকা পরে দিলে চলবে। এ বলে
লোকটি চলে গেল,
কিছক্ষন পর আর একটি লোক এসে হযরত আলীকে
বলল, আলী তোমার উটটি বিক্রি করবে? নগদ ৩০০
দিরহাম দিব। হযরত আলী (র:) বললেন নাও,
নগদ ৩০০ দিরহাম দাও। হযরত আলী (র:) ৩০০
দিরহাম দিয়ে উটটি বিক্রি করে
উটের আসল
মালিককে খুজতে লাগল। কিন্তু পুরু বাজারে
উটের আসল মালিককে খুজে না পেয়ে ঘরে চলে
আসল। ঘরে এসে দেখল, নবীজি (স:) মা
ফাতেমার সাথে বসে আছেন। নবীজি (স:) মুচকি
হাসি দিয়ে বললেন, আলী! উটের ঘটনা আমি
বলব, নাকি তুমি বলবে! হযরত আলী (র:)হয়রান
হয়ে বললেন, ইয়া রসুলাল্লাহ (স:) আপনি বলুন।
নবীজি (স:) বললেন, আলী প্রথমে যে তোমাকে
উট বাকীতে দিয়ে ছিল, সে হচ্ছে হযরত
জিব্রাঈল (আ:) আর পরে ৩০০ দিরহাম দিয়ে যে
উটটি কিনে ছিল, সে হযরত ইস্রাফিল (আ:)। উট
ছিল জান্নাতের মা ফাতেমার, যা
দিয়ে জান্নাতে মা ফাতেমা (রা:) সওয়ার হবেন।
তুমি যে অসহায় ছাহাবাকে সুতা
বেচা ৬ দিরহাম কর্য দিয়েছিলে, তাহা
আল্লাহর নিকট খুব পছন্দ হয়েছে, আর তাহার বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কিছু দিয়ে
দিয়েছেন। আমিন

24/10/2022

_এক_ব্যক্তি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে এক গরীব ব্যাক্তিকে ডাস্টবিন থেকে কিছু কুড়াতে দেখে বলল-

"আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি গরীব নই"।

_গরীব_লোকটি রাস্তার দিকে তাকিয়ে একজন পাগল ব্যক্তিকে অস্বাভাবিক আচরণ করতে দেখে বলল-

"আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি পাগল নই"

_পাগল_লোকটি তার সামনে দিয়ে একটি এম্বুলেন্সে এক অসুস্থ ব্যাক্তিকে যেতে দেখে বলল-

"আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি ওরকম অসুস্থ নই"

_অসুস্থ_ব্যক্তিটি হাসপাতালে পৌঁছেই এক ব্যক্তিকে স্ট্রেচারে তুলে মর্গে নিয়ে যেতে দেখে বলল-

"আল্লাহর প্রতি শুকরিয়া যে আমি মৃত নই"

_মৃত_লোকটি তার দাফনে ব্যস্ত লোকদের দিকে তাকিয়ে চিন্তা করে -

"আর একবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম, অনেক নেকী অর্জন করে আসতাম।"

কিন্তু দূর্ভাগ্যবশত আজ পর্যন্ত কোন কবরবাসী মৃত্যুর পর ২য় বারের জন্য দুনিয়াতে ফিরে আসেনি।

এবার প্রথম মানুষটার স্থানে নিজেকে রেখে একবার কল্পনা করুন তো.....

এক এক করে আপনার জন্য আল্লাহপ্রদত্ত নিয়ামতগুলো গগনা শুরু করুন। কতটা নেয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে ডুবিয়ে রেখেছেন, ভাবতে পারেন?

আল্লাহপাক বলেন -
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ

"অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?'
(সুরা রাহমান - ১৬)

আল্লাহপ্রদত্ত সেই নিয়ামতগুলো গুনতে গেলে আপনার এই একটা জীবন অনেক ছোট মনে হবে।

তাই আসুন আমরা যে যার অবস্থান থেকে সকল অবস্থায় বলি„„
""আলহামদুলিল্লাহ„„!!!

17/10/2022

🥀সব কিছু ভুলে আল্লাহকে দেখার জন্য ১ সেকেন্ডেই যথেষ্ট 🕋.... সুবহানআল্লাহ 🍂

04/10/2022

মনটা ভালো নেই
মনের যে বিশাল আকাশটা
কোথা থেকে হঠাৎ করে আসা
কালো মেঘে ছেঁয়ে গেছে...

বিদ্যুৎ চমক দিচ্ছে
কিন্তু শব্দ নেই__
শুধু আলোটাই যা!

মেঘটা সরছে না আবার
বৃষ্টিও হচ্ছে না।
শুধু ভারী হাওয়ার দোলায়
ভেসেই বেড়াচ্ছে।

আজ তাই,ছাদে গিয়ে
আকাশ দেখা হলো না..
জানালা খুলে
বাতাসের শিহরণ,
অনুভব করা হলো না।

হারমোনিয়ামটা পড়েই রইলো
গাছের পাতাগুলোও
কেমন যেন..
থমথমে হয়ে আছে!

ভোরের শিশিরে ভেজা ফুলগুলো;
সারাদিন ধরে
রৌদ্রের তাপে পুড়ে
শুকিয়ে গেছে।

প্রাণহীন শুষ্ক পাতাগুলো
মাটির উপর..
ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে।

পশ্চিমাকাশে সূর্যটাও
বিষণ্নতায় হেলে পড়েছে,
শুধু মনের কোণের মেঘটাই
হেলেনি।

Address

7/6, Joynarayan Babu Ananda Dutta Lane
Howrah
711101

Telephone

+917278304661

Website

Alerts

Be the first to know and let us send you an email when JITZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JITZ:

Share