01/10/2025
দশমীতে ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা
*******************************
দশমীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। দশমীর দিন কলকাতা সহ হাওড়া নদীয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামসহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
# # #তলাশ বার্তা # # #