
24/05/2025
বইটা পেলাম আমার জীবনের প্রথম বই ❤️ স্মৃতি হিসাবে রেখে দিয়েছিল মা ,, এই বই দিয়ে আমাদের জীবনে শিক্ষা অক্ষর জ্ঞান শুরু হয়ে ছিল । হাতেখড়ি এই বই দিয়ে । মনে পড়ে বইটার কথা ? ছবি গুলো দেখতাম পড়ার থেকে ছবি গুলো দেখে কত কিছু কল্পনা করতাম ,, মনে পড়ে যায় 😊 ।
বিদ্যাসাগর মহাশয় দামদর পার করে চলে আসছে ডুবে যাবে নাতো ,, কত কিছুই কল্পনা করতাম 😊
© অপূর্ব ভৌমিক