
05/03/2024
৬ই মার্চ থেকে চালু হচ্ছে হাওড়া ময়দানের ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গঙ্গার নীচে দিয়ে হবে মেট্রো পরিবহন। ভারতের বিজ্ঞানের এক ঐতিহাসিক দিন। আজ থেকে প্রায় ৮০ বছর আগে ঐতিহাসিক হাওড়া ব্রিজ তৈরি করা হয় গঙ্গার উপরে, এই বিশাল ঝুলন্ত সেতু সেই সময়ে আশ্চর্যের থেকে কম কিছু ছিল না কিন্তু তখন কি কেউ কল্পনাও করতে পারত যে গঙ্গার নীচে পরিবহন ব্যবস্থা হতে পারে? এখনও এই একবিংশ শতাব্দীতে এসেও ভাবলেই কেমন গায়ে কাঁটা দিচ্ছে উত্তেজনায়! সফলভাবে হাওড়া মেট্রো নির্মাণ সম্ভবপর করে তোলা বিজ্ঞানের জয়, ভারতের জয়, আমাদের দেশের দক্ষ ইঞ্জিনিয়ারদের জয়। এভাবেই আমরা ভারতীয়রা যেন আমাদের দেশকে আরও উন্নত করে তুলতে পারি বিজ্ঞানের দেখানো পথ ধর।