Upanshu Kundu

Upanshu Kundu Happy

'রাত দখল'১৪ তারিখ রাত এগারোটায় এখনো অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে -1.  কলেজ স্ট্রিট2. একাডেমী অফ ফা...
14/08/2024

'রাত দখল'
১৪ তারিখ রাত এগারোটায় এখনো অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে -
1. কলেজ স্ট্রিট
2. একাডেমী অফ ফাইন আর্টস
3. যাদবপুর এইট বি
4. সিঁথির মোড়
5. ডানলপ (খালসা মডেল স্কুল যাবার গলি মোড়)
6. মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়
7. শিলিগুড়ি দার্জিলিং মোড়
8. উত্তরপাড়া কলেজ মোড়
9. উত্তরপাড়া সখের বাজার
10. মধ্যমগ্রাম চৌমাথা মোড়
11. বেহালা সখের বাজার
12. নীলদর্পণ, বনগাঁ
13. গাঁড়াপোতা বাজার, বনগাঁ
14. রায়গঞ্জ, ঘড়িমোড়
15. ব্যারাকপুর স্টেশন
16. দুর্গাপুর
17. উত্তরপাড়া মহামায়া মাতৃ সদন
18. লিলুয়া তেলকলের মোড়
19. আরামবাগ বাসুদেবপুর মোড়
20. চৌরঙ্গী মোড় অশোকনগর (রাত ৯ টা)
21. হাবড়া ১ নং রেলগেট
22. গোবরডাঙ্গা পিকোলা মোড়
23. বারাসত স্টেশন ১ নং প্ল্যাটফর্ম
24. বারাসাত ডাক বাংলো মোড়
25. চুঁচুড়া পিলুলপাতি মোড়
26. আসানসোল ভগৎ সিং মূর্তির পাদদেশ
27. বহরমপুর স্কোয়্যার ফিল্ড
28. শান্তিপুর ডাকঘর
29. নৈহাটি পৌরসভা
30. শ্যামবাজার ৫ মাথার মোড়
31. নাগেরবাজার মোড়
32. দমদম স্টেশন চাতাল
33. বর্ধমান কার্জন গেট চত্বর
34. ১ নং এয়ারপোর্ট
35. হাওড়া পাওয়ার হাউস মোড়
35. ডোমজুর,হাওড়া
36. শরৎ সদন, হাওড়া
37. হাওড়া ময়দান
38. সোদপুর বি.টি রোড ক্রসিং
39. সোদপুর ট্রাফিক মোড়
40. আড়িয়াদহ হাসপাতাল মোড়
41. চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দির (রাত ৮ টা)
42. জলপাইগুড়ি সদর হাসপতাল থেকে কদমতলা
43. আসানসোল ভগৎ সিংয়ের মূর্তির পাদদেশ
44. শ্যামনগর বটতলা ইয়ংস্টার ক্লাব
45. আরামবাগ সুধানীল সিনেমা হলের সামনে
46. নিউটাউন বিশ্ব বাংলা গেট
47. রানাঘাট GNPC road নেতাজী মূর্তি পাদদেশ(সন্ধ্যা ৭ টা)
48. ইছাপুর স্টোরবাজার
49. বালিখাল
50. রতন পল্লী, শান্তিনিকেতন
51. আরামবাগ
52. কৃষ্ণনগর, নদীয়া
53. রামপুরহাট পাঁচমাথার মোড়
54. বারুইপুর পদ্মপুকুর থেকে রবীন্দ্রভবন
55. বালি সাধারণ গ্রন্থাগারের সামনে
56. আন্দুল বাসস্ট্যান্ড
57. কোচবিহার সাগরদিঘী, জেলা লাইব্রেরির সামনে
58. কোচবিহার দাস ব্রাদার্স মোড়
59. বাগুইহাটি সাবওয়ে
60. মন্দিরতলা, হাওড়া
61. শ্রীরামপুর,রাজ্যধরপুর নেতাজী গার্লস হাইস্কুলের সামনে
62. সুধানীল সিনেমাতলা, আরামবাগ
63. কেষ্টপুর, দেশপ্রিয় স্কুল
64. শিবপুর বি.ই. কলেজ ১ নং গেট
65. উলুবেড়িয়া লকগেট নেতাজী স্টাচু
66. রামরাজাতলা বাস স্টপ
67. দুর্গাপুর চতুরঙ্গ মাঠ
68. হালিশহর চৌমাথা বাজার
69. রানাঘাট চৌরঙ্গী
70. শিয়াখালা
71. উষুমপুর বটতলা ত্রিকোন পার্কের সামনে
72. বাঁকুরা কৃষক বাজার
73. হলদিবাড়ি ট্রাফিক মোড়
74. ভট্টনগর গোলবাড়ি বাসস্ট্যান্ড, লিলুয়া
75. কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর মূর্তি থেকে ধর্মতলা(বিকাল ৪টে)
76. চাকদহ থানার মোড়
78. চন্দননগর ঘোড়াঘাট(জেটি)
79. চন্দননগর স্ট্যান্ড, জোড়া ঘাটের সামনে
80. বিরাটি বণীক মোড়
81. নিমতা হাইস্কুল
82. বিরাটি স্টেশন (রাত ১০ টা)
83. নিমতা কালচার মোড়
84. পুরুলিয়া স্টেশন
85. পুরুলিয়া চক বাজার
86. গান্ধী মোড় কাঁচড়াপাড়া
87. সিঙ্গুর স্কুল মোড়
88. নুঙ্গি মোড়, বাটামোড়
89. বারুইপুর, পদ্মপুকুর
90. ইছাপুর স্টোর বাজার
91. এডকোনগর স্পোর্টিং ক্লাব, আদিসপ্ত গ্রাম, হুগলি
92. পঞ্চুর চক, মেদিনীপুর
93. বহরমপুর টেস্টাইল কলেজের সামনে
94. খড়গপুর IIT
95. ময়নাগুড়ি
96. বুনিয়াদপুর বাসস্ট্যান্ড
97. ইসলামপুর বাস টার্মিনাস
98. নিউ ব্যারাকপুর মিনি বাস টার্মিনাস
99. ঋত্বিক সদন, কল্যাণী
100. ধানহাট মোড় বাদকুল্লা
101. সায়ন্তনি মোড়, মদনপুর, নদীয়া
102. অরুনাচল মোড়, খরদহ স্টেশন রোড
103. ক্যানিং
104. নবদ্বীপ
105. ব্যাঙ্গালোর - সিল্ক রোড জংশন
106. মুম্বাই ইনফিনিটি মল, আন্ধেরি ওয়েস্ট
107. তমলুক হাসপাতাল মোড়
108. দুর্গাপুর চন্ডীদাস খোলা মার্কেট
109. বিরাটী PNB এর সামনে মঙ্গলা সুইটস্ (রাত ১০টা)
110. খিদিরপুর বেড়া পুকুর মোড়।
শেয়ার করে জানিয়ে দিন। নতুন জায়গা নির্ধারিত হলে এ্যাড করে দেবেন।

30 শে জুলাই শুভ জন্মদিন স্যার🌹🌹🌹গান্ধী হলে অনেক শুভেচ্ছা দিতাম। বাঙালি বীর বিপ্লবীর জন্য একটা শুভেচ্ছা কি দেওয়া যাবে 🙏🙏🙏
30/07/2024

30 শে জুলাই শুভ জন্মদিন স্যার🌹🌹🌹
গান্ধী হলে অনেক শুভেচ্ছা দিতাম।
বাঙালি বীর বিপ্লবীর জন্য একটা শুভেচ্ছা কি দেওয়া যাবে 🙏🙏🙏

১৯০২ সালের ৪ জুলাই ইহলোক ত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। মৃত্যুর সেই মুহূর্ত কেমন ছিল, কী কথা বলেছিলেন স্বামীজি, কী করেছিল...
04/07/2024

১৯০২ সালের ৪ জুলাই ইহলোক ত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। মৃত্যুর সেই মুহূর্ত কেমন ছিল, কী কথা বলেছিলেন স্বামীজি, কী করেছিলেন? এসব তথ্য হয়তো অনেকের জানা

৪ জুলাই রাত ৯.০২ থেকে ৯.১০ এর মধ্যে ইহলোক ত্যাগ করেন স্বামীজি। সেই সময় একবারের জন্য তাঁর মাথা নড়ে ওঠে। বালিশ সরে যায় মাথা থেকে। সে সময় বিবেকানন্দের মুখে ছিল আশ্চর্যরকম জ্যোতি ও হাসি I

৭.৪৫ মিনিট নাগাদ সেবককে বলেন, তাঁর পা টিপে দিতে। তারপর তিনি শিশুর মতো কাঁদতে শুরু করেন। রাত ৯:১০ মিনিটে ধ্যানরত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তার শিষ্যদের মতে, বিবেকানন্দের মহাসমাধি ঘটেছিল; আর চিকিৎসকের প্রতিবেদনে বলা হয় এটি হয়েছে তার মস্তিষ্কে একটি রক্তনালী ফেটে যাবার কারণে, কিন্তু তারা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেননি।

বিবেকানন্দ ভোরে ঘুম থেকে ওঠেন, বেলুড় মঠের চ্যাপেলে তিন ঘণ্টা ধরে ধ্যান করেন। এরপর তিনি ছাত্রদের শুক্লা-যজুর্বেদ শেখান, যা একটি সংস্কৃত ব্যাকরণ এবং যোগ দর্শন।

পরে সহকর্মীদের সঙ্গে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজে একটি পরিকল্পনার আলোচনা করেন। তিনি ভ্রাতা-শিষ্য স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কেও নির্দেশনা দেন।

তাকে বেলুড়ে গঙ্গা নদীর তীরে একটি চন্দন অন্ত্যেষ্টিক্রিয়া চিতার উপর দাহ করা হয়, যার বিপরীত পাশে ষোল বছর আগে রামকৃষ্ণ দেবের মরদেহ দাহ করা হয়েছিলI

মহাপ্রস্থানের তিন দিন আগে তিনি প্রেমানন্দজিকে মঠের একটি বিশেষ স্থানের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, সেখানে তাঁর মৃতদেহ দাহ করা উচিত। এখন সেই জায়গাতেই বিবেকানন্দ মন্দির তৈরি করা হয়েছে।

মৃত্যুর এক সপ্তাহ আগে তিনি তাঁর এক শিষ্যকে পঞ্জিকা আনার নির্দেশ দেন। তার পর মনোযোগ দিয়ে পঞ্জিকা দেখেন। যেন কোনো বিষয়েই কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছেন না।

তাঁর মৃত্যুর পর গুরু ভাই ও শিষ্যরা ধারণা পেয়েছিলেন, তিনি তাঁর দেহত্যাগের তারিখ নিয়ে ভাবছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও মৃত্যুর আগে এমন পঞ্জিকা দেখেছিলেন।

সিস্টার নিবেদিতা স্বামীজির মৃত্যুর পরে জানান, স্বামীজি মৃত্যুর আগে একজনকে জানিয়েছিলেন যে, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত I

বরাবর ভোজন রসিক স্বামীজি সেদিন গঙ্গা থেকে ইলিশও কেনেন। মধ্যাহ্নভোজে খাওয়া-দাওয়াও করেন আনন্দ করেI

মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৩৯ বছর পাঁচ মাস ও ২৪ দিন।

Address

171 M B Road, Ramrajatala
Howrah
711104

Telephone

+918436451983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upanshu Kundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Upanshu Kundu:

Share