Rocky Talukder Ministry

Rocky Talukder Ministry Bangla Christian Singer | Worshiper | Gospel Singer | Public Figure | Music Producer | Singer | Song Writer | Preacher | Evangelist

Bengali Christian Music , Worship Video, Drama, Skit,Lyrics, Learning & Spiritual videos by Rocky Talukder. বাংলা খ্রীষ্টিয় ভিডিও পেতে এই পেইজ লাইক করুন।

তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রীষ্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোম...
26/09/2025

তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রীষ্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা কর।
তখন পিতর এসে যীশুকে বললেন, “প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে আমি কতবার তাকে ক্ষমা করব? সাত বার কি?”
যীশু তাঁকে বললেন, “কেবল সাত বার নয়, কিন্তু আমি তোমাকে সত্তর গুণ সাত বার পর্যন্ত ক্ষমা করতে বলি।
অন্যদের দোষ ধরে বেড়িয়ো না, তাতে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যদের শাস্তি পাবার যোগ্য বলে মনে কোরো না, তাতে তোমাদেরও শাস্তি পাবার যোগ্য বলে মনে করা হবে না। অন্যদের ক্ষমা কোরো, তাতে তোমাদেরও ক্ষমা করা হবে।
অন্যকে সহ্য কর এবং যদি কারও বিরুদ্ধে তোমাদের কোন দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা কর। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত।

তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রীষ্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন ত...

26/09/2025

সদাপ্রভুই রাজা; তিনি মহিমার রাজপোশাক পরেছেন, তিনি শক্তিতে কোমর বেঁধেছেন; পৃথিবী অটলভাবে স্থাপিত হয়েছে, তা কখনও নড়বে না। প্রথম থেকেই তোমার সিংহাসন অটল; তুমি চিরকাল আছ।”
‭‭গীতসংহিতা‬ ‭93‬:‭1‬-‭2‬ ‭

26/09/2025
25/09/2025

সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোওয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন; তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সংগে আছ; তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাক; আমার মাথায় দাও তেল; আমার পেয়ালা উপ্‌চে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মংগল ও অটল ভালবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে; আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব।”
‭‭গীতসংহিতা‬ ‭23‬:‭1‬-‭6‬ ‭

চিন্তা করো সেদিনের কথাযেদিন যাবে চলেতোমার নাম মুছে গিয়েমৃত দেহ হবেদিতে তোমায় বিদায় এবার সবাই কতো ব্যস্ত
24/09/2025

চিন্তা করো সেদিনের কথা
যেদিন যাবে চলে
তোমার নাম মুছে গিয়ে
মৃত দেহ হবে
দিতে তোমায় বিদায় এবার সবাই কতো ব্যস্ত

https://youtu.be/T9A4V3vpNYs?si=PVCdJV0Vf0mHFGkc
24/09/2025

https://youtu.be/T9A4V3vpNYs?si=PVCdJV0Vf0mHFGkc

আত্মার তলোয়ার | Sword of the Spirit | Bangla Sermon (Audio) | Papiya Mary Bhattacherjee | বাংলা প্রচারআত্মার তলোয়ার | Sword of the Spirit | Bangla Sermon |...

23/09/2025

Ekdin To Jete Hobe | একদিন তো যেতে হবে | Rocky Talukder | New Bangla Gospel Song | Supratim Mondal

23/09/2025

নরম উত্তর রাগ দূর করে, কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে।”
‭‭হিতোপদেশ‬ ‭15‬:‭1‬ ‭

22/09/2025

তুমি দুষ্ট লোকদের উপর হিংসা কোরো না, তাদের সংগে থাকতে ইচ্ছাও কোরো না; কারণ তাদের অন্তর অত্যাচার করবার ষড়যন্ত্র করে, আর তাদের মুখ অন্যায় করবার কথা বলে।”
‭‭হিতোপদেশ‬ ‭24‬:‭1‬-‭2‬ ‭SBCL‬‬

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Rocky Talukder Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share