Rifat Creation

Rifat Creation The Page can be geared towards students, educators & professionals in the technology industry.

Educated person ❤️ ゚viralシfypシ゚viralシ
17/09/2025

Educated person ❤️

゚viralシfypシ゚viralシ

গ্রামের সুন্দর দৃশ্য ❤️ ゚viralシfypシ゚viralシ
07/09/2025

গ্রামের সুন্দর দৃশ্য ❤️

゚viralシfypシ゚viralシ

22/06/2025
মাত্র ৫০০ টাকায় দোলনা
15/06/2025

মাত্র ৫০০ টাকায় দোলনা

একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন...
21/05/2025

একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চেপে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ে ফুটপাতের এক কোণে — ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ এতকিছুর মধ্যেও ঘুম কেমন করে আসে লোকটার?

জানালা নামিয়ে তিনি এগিয়ে গিয়ে ডাকলেন, "এই যে শুনছেন?"

ধড়মড় করে উঠে লোকটি বলে, "কি হয়েছে স্যার?"

- এই গরমে, এই জায়গায় ঘুমোচ্ছেন কেন? ঘর নেই তোমার?

লোকটি হেসে জবাব দেয়, "ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ক্লান্ত ছিলাম, তাই একটু চোখ লেগে গিয়েছিল।

ব্যবসায়ী জানতে চান, "আজ কেমন বিক্রি হলো?"

- দেড়শো টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি, কিছু টাকা আসে। দুইয়ে মিলে সংসার চলে যায় কোনমতে। মেয়েটা আমার কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না!

ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বলেন, "এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও।

লোকটি টাকা নিতে অস্বীকার করে বলে, "এমনি এমনি টাকা নেব কেন? আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন। এই পেনে খুব সুন্দর গন্ধ আছে।"

লোকটির আত্মসম্মানবোধ দেখে ব্যবসায়ী মুগ্ধ হন। একটু ভেবে বলেন, "তুমি সৎ মানুষ। আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই। এমনি নয়, আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, তিন মাস পর তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব। তখন দোকান দিতে পারবে।"

লোকটি বিস্মিত হয়ে বলে, "আপনি তো আমাকে চেনেন না, তবুও আমাকে এত টাকা দেবেন?"

ভদ্রলোক হাসেন, "এই সামান্য টাকায় আমার কিছু যায় আসে না। কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য!"

এরপর কয়েক বছর কেটে গেছে।

সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে তিনটি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে।

— এই যে ভাই! তুমি এখানে ?

— স্যার, কিছু চেকআপ করতে এসেছি। ব্লাড সুগার, প্রেশার ধরেছে। ঘুম হয় না মোটেও।

ভদ্রলোক মুচকি হেসে বললেন, "সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে! আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না?"

পেনওয়ালার চোখে ক্লান্তি, "সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল না। এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল। এখন অনেক আত্মীয়, বন্ধুবান্ধব। সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল-ভাতে চলত, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন বড় বড় জিনিসেও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কীভাবে?

ভদ্রলোক শান্ত গলায় বললেন, "আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার এক শিক্ষক বললেন, "একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে। ঘুম আসবে। সুস্থ থাকবে।"

পেনওয়ালার চোখে বিস্ময়, "তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন?"

ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন। আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল, তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।

゚viralシfypシ゚viralシalシ

সকালে ঘুম থেকে উঠেমায়ের মুখ দেখতে পাওয়াবড়ই সৌভাগ্যের...।। ❤️😌
27/04/2025

সকালে ঘুম থেকে উঠে
মায়ের মুখ দেখতে পাওয়া
বড়ই সৌভাগ্যের...।। ❤️😌

😂😂😀
27/04/2025

😂😂😀

একজন পিতার বিদায় রাজশাহীর কোনো এক নিস্তব্ধ দুপুর। গ্রীষ্মের ক্লান্ত সূর্য যেন আকাশের বুক চিরে তাকিয়ে ছিল একা এক বৃদ্ধের ...
16/04/2025

একজন পিতার বিদায় রাজশাহীর কোনো এক নিস্তব্ধ দুপুর। গ্রীষ্মের ক্লান্ত সূর্য যেন আকাশের বুক চিরে তাকিয়ে ছিল একা এক বৃদ্ধের শেষ অপেক্ষার দিকে। তার স্ত্রী চলে গেছেন আট মাস আগে—যেন বুকের এক পাশ ছিঁড়ে নিয়ে গিয়েছে সময়। দুই ছেলে, দুই মেয়ে; কিন্তু পিতার কপালে শান্তির ছায়া নেই। প্রথমে পালা করে রাখল সবাই, যেন কোনো বোঝা। তারপর শুরু হলো অবহেলার পালা—
ঝগড়া, অপমান, উপেক্ষা—সন্তানদের ভালোবাসার বদলে তিনি পেলেন শুধুই কাঁটা।

রাত কেটেছে উঠানের মাটিতে ভেতরের দরজাগুলো বন্ধ ছিল, খোলা ছিল শুধু আকাশ আর নিঃশ্বাস নিতে থাকা কিছু বাতাস। শেষ সকালটায়, পিতৃত্বকে চূর্ণ করে দুই পুত্রবধূ লাগলো ঝগড়ায়। চোখে চোখ রেখে বলে উঠল— “এই বার বাড়ি ছাড়ুন। দুই ছেলেও মাথা নিচু না করে বাবার থলে, কম্বল, ও শেষকৃত্যর স্মৃতিগুলো উঠানে ছুড়ে দিল। তিনি বেরিয়ে এলেন—না কোনো অভিমানে, না কোনো অভিশাপে—শুধু নিঃশব্দে। ভোর থেকে রাজশাহী রেলস্টেশনে বসে ছিলেন। নিশ্চুপ। নিরাহার। চারপাশে শহরের কোলাহল, অথচ তার ভেতরে এক মৃত্যুপুরীর নীরবতা।

দুপুর হতেই জীবনের শেষ পাতায় কলমের এক চিরুন আঘাত বৃদ্ধ আত্মহত্যা করলেন। না, তিনি নিজেকে মেরে ফেলেননি সমাজ, সন্তান, সময়—সবাই মিলে তাকে মেরে ফেলেছে অনেক আগেই। এই তো কেবল দাফনটা বাকি ছিল।🥲🥲🥲

Address

Bagnan, Howrah
Hugli
711303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share