10/12/2024
প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার page টিকে follow করেছেন 🌸🌸🌸🌸বিচ্ছেদ থেকে শুরু🌸🌸🌸(১ম পর্ব)
অযথা প্রশ্ন করো না চুপ করে থাকো,অনেক প্রশ্ন তোমার মনে আমি জানি কিন্তু সব প্রশ্নের উত্তর এখুনি দেওয়া সম্ভব নয়।
লাবণ্য যেন ভয়ে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে নিজের মধ্যে,
আজ যেন আদি কে তার ভীষণ রকম ভয় লাগছে,
এমন রূপ সে আগে কখনও দেখে নি।
সে আজ আর আদিকে কিছু বলার সাহস পাচ্ছে না।
বিয়ের বিচ্ছেদের আজ পাঁচ বছর পূর্ণ হলো লাবণ্য ও আদির ।
এই পাঁচ বছরের মধ্যে তাদের কোনো যোগাযোগ হয়নি,
তবুও আজ হঠাৎ করে লাবণ্য তার অফিসের বাইরে বেরিয়ে এসে হতবাক
সেই পুরোনো দিনের মতো কিছুটা আবেগ জড়িত হয়ে সামনের দিকে এগোতে থাকে।
হঠাৎ একটা হ্যাঁচকা টানে এসে পড়ে গাড়ির মধ্যে।
তার সাথে এটা কি হলো বোঝার আগেই পাশ ফিরে দেখে আদি।
এক অন্যরকম রূপ তার,
মনে একটু সাহস নিয়ে,বড় দীর্ঘশ্বাস ফেলে লাবণ্য এবার জাগলো.....
প্রশ্নের সব উত্তর তোমার এখুনি দিতে হবে,এসবের মানে কি,আমাকে কেনো এভাবে নিয়ে এলে,তোমাকে কে অধিকার দিয়েছে,আমাদের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে,তবে কেনো বলো কেন এমন করছ?
আমি আর তোমার সাথে জড়াতে চাই না প্লিজ স্টপ দিস।
এক নিশ্বাসে বলে সে এবার হাউমাউ করে কেঁদে উঠলো,
পরবর্তী পর্ব পেতে অনেক কমেন্ট চাই।প্রথম পর্ব কেমন লাগলো জানিও
, #বিচ্ছেদ_থেকে_শুরু_১মপর্ব ❤️
কলমে: কথা ও কবিতায় পূজা puja