কথা ও কবিতায় পূজা puja

কথা ও কবিতায় পূজা puja কবিতা শুনতে এবং বলতে দুটোই ভাললাগে❤️যারা আমার মত কবিতা প্রেমী তারা এসো এখানে🌸❤️

28/01/2025
যে চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায়,তার আর কোনকিছু পাওয়ার আনন্দ উপভোগ করা হয় না,😊
21/01/2025

যে চাওয়ার আগেই সবকিছু পেয়ে যায়,তার আর কোনকিছু পাওয়ার আনন্দ উপভোগ করা হয় না,😊

সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন~রবীন্দ্রনাথ ঠাকুর 🌸
20/01/2025

সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন~
রবীন্দ্রনাথ ঠাকুর 🌸

05/01/2025

অসংখ্য প্রতিভার ভিড়ে আমি এক অধম,
যার ইচ্ছে অনেক কিছু করার
কিন্তু অভাগা যেদিগে যায় সাগর শুকায় যায়😊

03/01/2025

স্বাধীন চেতা মেয়েদের সথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয়,আপনি বরং আর একবার ভেবে দেখুন।

পাঠ:পূজা
কলমে: সংগৃহীত(লেখকের নামটি জানা থাকলে প্লিজ কমেন্ট করে দেবেন )

02/01/2025

ঈগল থেকে মুরগি হয়ে ওঠার গল্পঃ|motivational story


ভালো মুহূর্ত গুলি দমকা হাওয়ার মতো, এক নিমেষে ফুরিয়ে যায় 🥀
29/12/2024

ভালো মুহূর্ত গুলি দমকা হাওয়ার মতো, এক নিমেষে ফুরিয়ে যায় 🥀

একটা সময় হয়তো আসবে যখন শখ পূরণ করার মতো সামর্থ্য আমাদের থাকবে,কিন্তু শখ গুলি আর থাকবে না🥀~~..পূজা..~~🥀
17/12/2024

একটা সময় হয়তো আসবে যখন শখ পূরণ করার মতো সামর্থ্য আমাদের থাকবে,কিন্তু শখ গুলি আর থাকবে না🥀~~..পূজা..~~🥀

11/12/2024

Thank you so much all of you ❤️for your support and encouragement 🌸

10/12/2024

যদি ইচ্ছে থাকে পাশে থাকার
তবে কে লিখতে পারে বিচ্ছেদের কাব্য,
ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলাম না
এ নেহাতই এড়িয়ে যাওয়ার গল্পঃ😊

প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার page টিকে follow করেছেন 🌸🌸🌸🌸বিচ্ছেদ থেকে শুরু🌸🌸🌸(১ম পর্ব)অযথা প্রশ্ন করো না চুপ ...
10/12/2024

প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার page টিকে follow করেছেন 🌸🌸🌸🌸বিচ্ছেদ থেকে শুরু🌸🌸🌸(১ম পর্ব)

অযথা প্রশ্ন করো না চুপ করে থাকো,অনেক প্রশ্ন তোমার মনে আমি জানি কিন্তু সব প্রশ্নের উত্তর এখুনি দেওয়া সম্ভব নয়।
লাবণ্য যেন ভয়ে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে নিজের মধ্যে,
আজ যেন আদি কে তার ভীষণ রকম ভয় লাগছে,
এমন রূপ সে আগে কখনও দেখে নি।
সে আজ আর আদিকে কিছু বলার সাহস পাচ্ছে না।

বিয়ের বিচ্ছেদের আজ পাঁচ বছর পূর্ণ হলো লাবণ্য ও আদির ।
এই পাঁচ বছরের মধ্যে তাদের কোনো যোগাযোগ হয়নি,
তবুও আজ হঠাৎ করে লাবণ্য তার অফিসের বাইরে বেরিয়ে এসে হতবাক
সেই পুরোনো দিনের মতো কিছুটা আবেগ জড়িত হয়ে সামনের দিকে এগোতে থাকে।
হঠাৎ একটা হ্যাঁচকা টানে এসে পড়ে গাড়ির মধ্যে।
তার সাথে এটা কি হলো বোঝার আগেই পাশ ফিরে দেখে আদি।
এক অন্যরকম রূপ তার,

মনে একটু সাহস নিয়ে,বড় দীর্ঘশ্বাস ফেলে লাবণ্য এবার জাগলো.....

প্রশ্নের সব উত্তর তোমার এখুনি দিতে হবে,এসবের মানে কি,আমাকে কেনো এভাবে নিয়ে এলে,তোমাকে কে অধিকার দিয়েছে,আমাদের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে,তবে কেনো বলো কেন এমন করছ?
আমি আর তোমার সাথে জড়াতে চাই না প্লিজ স্টপ দিস।
এক নিশ্বাসে বলে সে এবার হাউমাউ করে কেঁদে উঠলো,

পরবর্তী পর্ব পেতে অনেক কমেন্ট চাই।প্রথম পর্ব কেমন লাগলো জানিও

, #বিচ্ছেদ_থেকে_শুরু_১মপর্ব ❤️

কলমে: কথা ও কবিতায় পূজা puja

Address

Hyderabad
500077

Alerts

Be the first to know and let us send you an email when কথা ও কবিতায় পূজা puja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথা ও কবিতায় পূজা puja:

Share