Uk marriage bureau

Uk marriage bureau The sorrow that remembers my Allah ❤️🌺,,,
I want that sorrow again and again🌸🖤
(10)

21/05/2023

আমরা অনেকেই বলি যে কাল থেকে ভালো হয়ে যাবো, কাল থেকে নামাজ পড়ব,,হায় আফসোস! কিন্তু আমরা কি জানি? যে আমরা কখন মৃত্যুবরন করবো?,কোথায় মৃত্যু লেখা আছে আমাদের?, তাই বলি কাল থেকে নয় আজ থেকেই ভালো হয়ে যান,রবের দরবারে কাকুতি মিনতি করুন,,নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল।
#আল্লাহ_যেন_আমাদেরকে_হেদায়াত_নসীব_করেন
#আল্লাহ_আমাদেরকে_হেদায়াত_দান_করুন

21/05/2023

আল্লাহ তুমি সবাইকে রক্ষা কর 😥
এদের মাঝে যারা মারা গেছে যদি মুসলিম হয়ে থাকে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।

#আল্লাহ_যেন_আমাদেরকে_হেদায়াত_নসীব_করেন

20/05/2023

মুসলিম যুবকদের এ কেমন অধঃপতন!🥺 | জামসেদ মজুমদার (হাফিয্বাহুল্লাহ)

#আল্লাহ_যেন_আমাদেরকে_হেদায়াত_নসীব_করেন
#আল্লাহ_আমাদের_হেদায়াত_দান_করুন

20/05/2023

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর🥺 হে আল্লাহ তোমার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই 😥 #আল্লাহ_যেন_আমাদেরকে_হেদায়াত_নসীব_করেন
#আল্লাহ_আমাদের_হেদায়াত_দান_করুন

19/05/2023

এই লোকটি তার ৮ বছরের পোষা টিয়াপাখি নিয়ে প্রাচীন যাযাবর তুর্কি বে'র ছদ্মবেশে ভোট দিতে গিয়ে কেন্দ্রে আসা ভোটার এবং দায়িত্বরতদের নজর কেড়েছেন।

তুরষ্ক প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদ নির্বাচন ২০২৩

18/05/2023

সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে বলছি,আমার মনে হয় সবাই ট্রেন থেকে না নামলেও কোনো ক্ষতি হতো না । কারণ ট্রেনের ওভারহেডেড তার যদি ছিঁড়ে কারোর গায়ে পড়তো তাহলে সে ওখানেই পুড়ে ছাই হয়ে যেত Because ট্রেনের লাইনে 25,000 ভোল্ট থাকে, যদি সেটা ট্রেনের ওপর পড়তো তাহলে " over flow system" এর মাধ্যমে অতিরিক্ত কারেন্ট মাটিতে চলে যেতো কেও বুঝতেও পারতো না যে ট্রেনের ওপর তার ছিঁড়ে পরে আছে। আর অলরেডী পেন্টোগ্রফ নামানো ছিলো, সুতরাং কোনো রকম শর্ট সার্কিট হতো না।
এই রকম পরিস্থিতির সন্মুখীন হলে, আপনারা নিশ্চিন্তে ট্রেন এর ভিতরে থাকবেন কোনো রকম ক্ষতি হবে না।

****এই বিষয় গুলি জেনে রাখা অত্যন্ত প্রয়োজন।

18/05/2023

পুলিশ ভাই টি কিভাবে জীবন বাজি রেখে আসামি দরছে!

16/05/2023

ছি,ধিক্কার তাদের উপর।

এইটা নাকি দুবাই গেইম।দুবাইয়ের শেখদের একটা আনন্দের খেলা।
সৃষ্টির সব চেয়ে সেরা জীব মানুষ হয়েও একটা প্রাণী কে অসহায় ভাবে মৃত্যুর মুখে নির্মম ভাবে ঠেলে দিয়ে আনন্দ উপভোগ করে।
কতটা বর্বর তাদের মনমানসিকতা। মরুর বেদুইনের কতো ভয়ংকর আচরণ।
এরা নামে মুসলিম।আপসোস এরা আবার উম্মার দাবিদার।
দখলদার ইসরাইলের চাইতেও এরা অধিকতর ভয়ংকর।
খুব কষ্ট লাগে যখন গায়ে মুসলিম টেগ লাগিয়ে এধরণের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

Address

Pakistan
India Gate

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uk marriage bureau posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uk marriage bureau:

Share

Category