Hriday Bro 2.2 Karon ki?

Hriday Bro 2.2 Karon ki? All movi sot tim, riveo,, sappot mi like follo share

19/04/2025

→হাসির আগেই লুঙ্গি খুইল্লা যাইব←
→একবার পড়ের দেখুন
,
আবুল মাষ্টার
পরীক্ষার জন্য এমন
এক
প্রশ্নপত্র বানিয়েছে
যা দেখে সব
শিক্ষার্থী বেঁহুস হয়ে
গেছে!!!
কি ছিলো প্রশ্ন???
… …


…দেখুন ই না…
তারপর বুঝবেন।
প্রশ্নগুলো হলো
নিম্নরুপ ।


১/ বাংলাদেশ কোন
দেশে অবস্থিত???!
২/ ১৫ এপ্রিল কোন
তারিখেআসে???!
৩/ সবুজ রং কোন
কালারের হয়???!
৪/ চোর কে বাংলা
ভাষায়
কি বলা হয়???!
৫/ কবি নজরুলের
কবরে কাকে দাফন
করা হয়েছে???

ছাত্র বল্টুর উত্তর:-

উত্তর নং
১, বাংলাদেশ ভারতের
দ্বারা
ঘেরা
যে দেশ সে দেশে
অবস্থিত।
২, ১৫ই এপ্রিল ১৪ও ১৬
এপ্রিল
এর
মাঝখানের তারিখে
আসে।
৩, বাংলাদেশের
পতাকার গোল
অংশ
বাদে বাকি অংশের
কালার কে
সবুজ
রং বলে।
৪,বাংলা ভাষায় চোর
কে বিভিন্ন
নামে ডাকা হয় ।যেমন:
তস্কর,
চোরা,অ'প'হ'র্তা
ইত্যাদি।
৫, কবি নজরুলের
কবরে
বাংলাদেশের
জাতীয় কবি কে দাফন
করা হয়েছে।

28/10/2024

স্বামীর কলার ধরে স্ত্রী বলে ওঠলেন,

যদি পুরুষ হও তাহলে আমাকে তালাক দিয়ে দাও। তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না। স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা। ঠিক আছে। তাহলে কাগজ কলম নিয়ে আসো। লিখে দিচ্ছি।.. স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম। এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বৌ বাপের বাড়ি চলে গেল।
দশ দিন পার হল। স্বামীর মোবাইল মেসেজ মেসেজ ভরে ওঠতে লাগল। স্বামী নিরুত্তাপ। নিরুত্তর। পনেরতম দিন থেকে শুরু হল কল। কখনো পরিচিত (স্ত্রী শশুর শাশুড়ি শ্যালক শ্যালিকার) নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোন ফোনই রিসিভ করে না।.. শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে। ওগো.. লক্ষী.. সোনা.. আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম সবই আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও? সরাসরি বলো। এত ন্যাকামি শুনতে চাই না।
স্ত্রী: ওগো, আমি তো বুঝতে পারিনি। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল!
স্বামী: তুমি ই তো বললে, পুরুষ হলে তালাক দাও।
স্ত্রী: তুমি পুরুষ। আমি তো মহিলা। আকল-বুদ্ধি কম।
স্বামী: আচ্ছা। ভেবে দেখি। এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী : যা বলবে তাই করবো। তবুও..
স্বামী: এখন তো এগুলো বলবেই। এত ব্যস্ত হয়ো না। ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসআলা মাসায়েলের ব্যাপার আছে। আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে?
স্ত্রী: হা। আছে।
স্বামী : ওটা খুলে দেখেছিলে?
স্ত্রী : না।
স্বামী: কী লিখেছিলাম, তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শুনাও তো।.. স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করল,

'আসমান যদি নীচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রেয়সী!'....🖤

~°ভালোবাসা তো এমনি হওয়া উচিত °~❤️

🥰🥰🥰

**নিরব নিস্তব্ধ এই রাতে,আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত…...
18/10/2024

**নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত…
❤️-+-শুভ রাত্রি-+❤️

18/10/2024

Wellcam to➡️➡️ Hriday Bro 2.2 karon ki?
sobai sappot kore pase thakeden 🎇

Address

India Gate

Alerts

Be the first to know and let us send you an email when Hriday Bro 2.2 Karon ki? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share