20/04/2025
আমার দাদা, বাবা ও বৌদিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রঞ্জন ও তার পুরো পরিবার মিলে আমার বাবা ও দাদা বৌদিকে বিশেষ করে দাদাকে টার্গেট করে রাস্তায় গাড়ি আটক করে খুন করার চেষ্ঠা করে তখন মা ও গ্রামবাসীরা দেখে ছুটে যায়।তখন তারা মাকেও মারধর করে ও বৌদির পরনের কাপর ছিরে দেয় এবং দাদাকে লোহার রড দিয়ে মাথায় মারে সাথে সাথেই দাদা গাড়ি থেকে মূর্ছিত হয়ে মাটিতে পরে যায়।
তখন দাদাকে নিকটস্থ ডাক্তারের কাছে আনে স্বাভাবিক চিকিৎসা করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
এখনও পর্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় আছে।ঘটনাটি
17/4/2025 তারিখে সন্ধা ৫.৩০ নাগাদ ঘটে।
তখন আমি ব্যাঙ্গালুরুতে কাজ করতে ছিলাম আমাকে এক দাদা ফোনে জানায়।তখন আমি শুনে হ্যাড মিস্ত্রি ও ঠিকেদারকে বলে তৎক্ষনাৎ জাহাজের টিকিট করতে বলি কিন্তু সেদিন রাতের টিকিট না থাকায় পরের দিনের (18.4.25) টিকিট করে দেয়।
তখন সময় 11.35 AM বাগডোগড়াতে পৌঁছাই সাথে সাথে ইসলামপুরে দাদাকে দেখতে যাই।
দাদা অবস্থা
দেখেই ত আমার অনেক কিছু করতে মন চায়।কিন্ত আমি একাই সুস্থ আছি।
তোমাদের মতে কী করা উচিৎ।
সিয়ার ও কমেন্টে বলে যাবেন দয়া করে
দয়াপ্রার্থী ও হতভাগা
NAROTH SINGHA
Mob:9002974384
Sub Divi:islampur.chopra.debijhora.badigachh