02/12/2025
মসজিদের ইমামের তৎপরতায় বাঁচল সাতজন হিন্দু যাত্রীর প্রাণ.
শ্রীভূমির নিলাম বাজারে ভোররাতের দুর্ঘটনায় মানবিকতার উজ্জ্বল নজির
উত্তর প্রদেশের ফয়জলের ঘটনার পর এবার চর্চায় শ্রীভূমির নিলাম বাজারের মসজিদের ইমাম আব্দুল বাছিত। তাঁর উপস্থিত বুদ্ধি ও মানবিক উদ্যোগে প্রাণে রক্ষা পেলেন মোট সাতজন হিন্দু যাত্রী।
ঘটনা ভোর আনুমানিক ৪টার সময়। ত্রিপুরার দিক থেকে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি দুর্নিয়ন্ত্রিত হয়ে সোজা পাশের পুকুরে গিয়ে পড়ে। গাড়ির ভেতরে থাকা ৬ জন যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিজে থেকে বেরোনোর মতো অবস্থায় কেউই ছিলেন না।
দুর্ঘটনার শব্দ পেয়ে নিলাম বাজার মসজিদের ইমাম আব্দুল বাছিত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন ছুটে আসে। ইমাম সাহেব নিজেও জলে নেমে পড়েন।
গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ইমাম বাছিত চালকসহ সাতজনকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ইমামের সাহস ও দ্রুত সিদ্ধান্ত বড়সড় অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করল সাতটি প্রাণ।
স্থানীয়রা ইমাম আব্দুল বাছিতকে “মানবিকতার প্রতীক” বলে উল্লেখ করেছেন।
Salute Abdul Bachit 🙏