Notice - নোটিশ

Notice - নোটিশ নোটিশ,বিহীন তোমার চলে যাওয়া আমাকে এখনো ভাবায়! আসসালামু আলাইকুম আপনাকে "Notice নোটিশ ফেসবুক পেইজ এ স্বাগতম।

করোনা বাইরে সে আক্রান্ত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের জুনিয়। 😭
09/06/2025

করোনা বাইরে সে আক্রান্ত ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের জুনিয়। 😭

আজ দুপুরে নিজ পিতাকে মেয়ের খু+++++নের ভিডিওর কিছু অংশ দেখে অসুস্থবোধ করছিলাম। বিস্তারিত ঘটনা উদঘাটিত হয়েছে দেখে স্বস্ত...
09/05/2025

আজ দুপুরে নিজ পিতাকে মেয়ের খু+++++নের ভিডিওর কিছু অংশ দেখে অসুস্থবোধ করছিলাম। বিস্তারিত ঘটনা উদঘাটিত হয়েছে দেখে স্বস্তি বোধ করছি।

(মেয়ের হাতে বাবা খু++++++ন হওয়ার ঘটনা)

একেতো মেয়েটি বাম। দ্বিতীয়ত, সে একজন লেস*বিয়ান (তার দেওয়া স্বীকারোক্তি) সাবলেটের নামে পাশের রুমেই তার সঙ্গী নিয়ে অনৈ*তিক কাজ করতো মেয়েটি।

এতে বাধা দিলে, বাবাকে ঘুমের ঔষধ খাইয়ে ছুরি+++++কাঘাত করে নির্মমভাবে হ+++++++ত্যা করে মেয়েটি।
এবং বাবাকে ধর্ষ*ক হিসেবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের জিজ্ঞেসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এর আগেও নিজের বাবাকে ধর্ষ*ক বলে অভিযোগ করে অনেকদিন জেল খাটায় সে, আদলত অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে জামিন দেয়।

"ঐশি নামে এক মাদ*কাসক্ত মেয়ের হাতে আপন মা বাপ খু++++++++++নের ঘটনা মনে আছে.? দয়া করে দায় দেওয়ার আগে অন্তত কিছু সময় অপেক্ষা করুন।

ছেলে-মেয়ে বড় হওয়ার আগে অন্তত নুন্যতম ধর্মীয় শিক্ষা দিন! মনে রাখবেন,পৃথিবীর কোন ধর্ম মানুষকে খারাপ এবং সহিংসতা শেখায় না।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি Boমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি Boমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গা*জার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

©️

19/03/2025

কান্নাভেজা কন্ঠে আর আজান শুনতে চাই না মাবুদ!!

17/03/2025

আল্লাহ কালো বানাইছে
ভালো'ই হয়ছে,

মোটামুটি একটি সুন্দরী বউয়ের প্রত্যাশা করা যায় 🧐

Address

Jabalpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Notice - নোটিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Notice - নোটিশ:

Share

Category