27/04/2025
আজকে থেকে বন্ধ হয়ে গেলো প্রায় 5 মাস এর জন্য তিস্তা ব্যারেজ। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে ছোটো খাটো ব্রিজ বন্ধ হলে পাশ দিয়ে ইমার্জেন্সী কোনো ব্যবস্থা থাকে সেখানে এতো বড়ো তিস্তা ব্যারেজ এর ক্ষেত্রে কোনো ইমার্জেন্সী ব্যবস্থা নাই কেনো। যেখানে গজলডোবায় কোনো স্বাস্থ্য পরিষেবা নেই , এমরজেন্সি কোনো সমস্যা হলে সবাইকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয়,, সেখানে রাস্তা বন্ধ হওয়ায় ময়নাগুড়ি বা সেবক ঘুরে যাওয়া কতটা যুক্তি সম্পন্ন। এই সময় কোনো পেসেন্ট এর মৃত্যু হলে প্রশাসন কি দ্বায়িত্ব নিবে ❓ তার সঙ্গে বর্তমান শিক্ষার যা হাল আর এই পরিস্থিতিতে গাজোলডোবা হাই স্কুল সহ মালবাজার কলেজ ও অন্যান্য স্কুলের অনেকে ছাত্র ছাত্রী takimari, দধিয়া, মিলনপল্লী, সরস্বতীপুর থেকে আসে তাদের কথা কেউ কি কিছু ভেবেছে ❓