Infortainment

Infortainment Information and entertainment

Objects of Antardwipa PROYAS:
=========================
>> To spread social awareness about greenery, cleanliness, importance of basic education, sanitation.

>>To organize camps for discussion on social problems like child labour, early marriage, pollution,excess use of polly bags, mal nutritin.

>> To assist the physically challenged people to help them get socio-economical Govt. assistance.

>>

To help and motivate poor-meritorious students.

>> To establish schools and libraries for the benefit of the common people.

>> To promote and encourage advancement of literary, cultural,political, religious, scientific and technical education.

>> To help the aged, sick, helpless and indigent people.

>> T collect donation and subscription for the purpose of the society.

>> To open charitable dispensaries, blood donation centres.

>> To do all such acts, deeds, matters and things as may be deemed incidental or conducive to the foregoing objects.

18/08/2025
17/08/2025

সম্পর্কে আলোচনামূলক প্রতিবেদন

13/08/2025

আপনি কি যথেষ্ট প্রোটিন খাচ্ছেন !!

বেশিরভাগ সাধারন মানুষের খাবারে, প্রোটিন ভয়াবহভাবে কম।

যারা সর্বভুক তাদেরও কম থাকে। ভেজিটেরিয়ান হলে তো কথাই নেই।

একটা টিপিক্যাল বাঙালি একদিনের ডায়েট দেখা যাক। তাতে কত প্রোটিন হিসেব করা যাক। সবই আনুমানিক হিসেব হবে।

সকালে দুধ চা আর বিস্কিট : প্রোটিন 3 গ্রাম

দুপুরের আগে কিছু ফল: প্রোটিন 1 গ্রাম

দুপুরে, ডাল, ভাত,সবজি তরকারি, এক টুকরো মাছ:

প্রোটিন: ডাল থেকে তিন গ্রাম

ভাত থেকে এক গ্রাম

সবজি থেকে এক গ্রাম

মাছ থেকে দশ গ্রাম

মোট: 15 গ্রাম

বিকেলে: চানাচুর মুড়ি

প্রোটিন: 2 গ্রাম

রাত্রে: ভাত, ডাল,ডিম , সবজি তরকারি

প্রোটিন:

ডাল থেকে তিন গ্রাম

ভাত থেকে এক গ্রাম

সবজি থেকে এক গ্রাম

ডিম থেকে ছয় গ্রাম

মোট: 9 গ্রাম

সারাদিনে মোট তাহলে হল, 30 গ্রাম

এবার, এই ব্যাক্তিকে যদি বলা হয় যে আপনার ডায়েটে প্রোটিন কম, তিনি বলবেন- কেন! আমি তো মাছ, ডিম, দুধ, ডাল খাই। আমার কেন প্রোটিন কম হবে!

আসলে প্রোটিনের ক্ষেত্রে পরিমাণটা হল মূল বিষয়।

এবার, এই একইরকম ডায়েট যদি ভেজিটেরিয়ান হয়! তাহলে তো হয়েই গেল আর কী। আরো কম প্রোটিন।

আমার যত ভেজিটেরিয়ান সহকর্মীদের সাথে আলোচনা করেছি, দেখেছি তাদের কারো 30-35 গ্রামের বেশী প্রোটিন হয় না।

যা, ন্যূনতম প্রয়োজনের হয়তো অর্ধেক।

অনেকে বলেন, এরকম কম খেয়েও তো কোন অসুবিধা হচ্ছে না।

আসলে, অসুবিধা হচ্ছে। বুঝতে পারছেন না।

মানুষের শরীর হল, সারভাইভাল মেশিন। ও কম প্রোটিন দিয়েও এডজাস্ট করবে। কিন্তু যথেষ্ট প্রোটিন পেলে, শরীর যত ভালো ভাবে চলত, তত ভালো ভাবে চলবে না।বয়সের আগেই মানুষ বুড়ো হয়ে যায়। শরীরের ক্ষমতা কমে যায়। কম প্রোটিনের কুপ্রভাব, গুগল করলেই পাবেন। সে লিখে, পোস্ট বড় করছি না।

তাহলে প্রোটিন বেশী খেতে গেলে কী করতে হবে!

প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেলেই হবে না, বেশী খেতে হবে।

যেমন ধরুন, ডাল। আমরা বাঙালিরা ভাতে, জলের মত ডাল মিশিয়ে খাই। তাতে, আসল ডাল কত থাকে! হয়তো দশ গ্রাম, পনেরো গ্রাম। তাতে দুই গ্রাম তিন গ্রাম প্রোটিন থাকবে।

এভাবে ডাল খেলে সেটা তাই আদৌ প্রোটিন সোর্স না।

ডাল থেকে প্রোটিন পেতে হলে, ডাল হতে হবে, মূল খাবার, ভাত নয়।

ডিম প্রোটিন সমৃদ্ধ। কিন্তু একটা ডিম এ কত প্রোটিন থাকে! ছয় গ্রাম মাত্র।

কেউ যদি ব্রেকফাস্টে একটা ডিম খেয়ে ভাবেন বেশ প্রোটিন খাওয়া হল। ভুল ধারনা। ব্রেকফাস্ট যদি দিনের তিনটে মেজর খাবারের একটা হয়, তাহলে দিনের এক তৃতীয়াংশ প্রোটিন সেটাই থাকার কথা।

সাধারন লোকের দৈনিক প্রোটিন চাহিদা 60-75 গ্রাম ধরলে, ব্রেকফাস্টে 20-25 গ্রাম প্রোটিন দরকার। একটা ডিম, 6 গ্রাম প্রোটিন। বাকি কোত্থেকে আসবে!

ঠিকঠাক প্রোটিন খেতে গেলে, সাধারন মানুষের ডায়েটে বড় পরিবর্তন করতে হয়।

একটা স্যাম্পল ডায়েট দেখুন। এটা পূর্ণাঙ্গ ডায়েট নয়। এতে শুধু প্রোটিন পূর্ন করার চেষ্টা করা হয়েছে।

প্রাতরাশ: 300 মিলি দুধ, 50 গ্রাম স্টিল কাট ওটস

প্রোটিন: দুধ 9 গ্রাম, স্টিল কাট ওটস, 7 গ্রাম

মোট: 16 গ্রাম

মধ্যাহ্নভোজ : দুই পিস বাঙালির মাছ, এক বাটি ঘন ডাল

প্রোটিন: মাছ 20 গ্রাম, ডাল 7 গ্রাম,

মোট: 27 গ্রাম

বিকেলে: একবাটি ভেজানো ছোলা

প্রোটিন: 5 গ্রাম

রাতের খাবার: সয়াবিনের তরকারি, একবাটি ঘন ডাল

প্রোটিন: সোয়াবিন 15 গ্রাম, ডাল 7 গ্রাম

মোট: 22 গ্রাম

সারাদিনে তাহলে হল: 70 গ্রাম। এর সাথে ভাত, রুটি, সবজি এসব থেকেও খানিক আসবে।

তো, দেখুন 70 গ্রাম প্রোটিন খেতে কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হচ্ছে। এভাবে যদি খান, তাহলে ভাত/রুটি জাতীয় খাদ্যের পরিমাণ অনেকটা কম করতে হবে।

বেশিরভাগ মানুষ, নিজেদের খাদ্যাভ্যাসের এরকম পরিবর্তন করতে পারেন না। সেক্ষেত্রে প্রোটিন সাপ্লিমেন্ট খুবই উপযোগী। বিভিন্ন প্রকারের প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া যায়। ভালো কোম্পানির প্রোটিন সাপ্লিমেন্ট যাতে 100 গ্রামে অন্তত 75 গ্রাম প্রোটিন আছে সেগুলো কেনা ভালো।

অনেক জিনিস দোকানে প্রোটিন সাপ্লিমেন্ট হিসেবে বিক্রি হয় যেগুলোতে, একশ গ্রামে কুড়ি,পঁচিশ, ত্রিশ গ্রাম মাত্র প্রোটিন থাকে। এসব কেনা মানে শুধু শুধু টাকা নষ্ট।

সাপ্লিমেন্ট প্রোটিন নিয়ে অনেকের মধ্যে অনেক অমূলক ভয় কাজ করে। প্রোটিন সাপ্লিমেন্ট, ভালো ব্র্যান্ডের কিনলে সম্পূর্ন নিরাপদ এবং দৈনিক চাহিদা মেটানোর খুব সহজ উপায়।

তাহলে করনীয় কী:

1. নিজের ডায়েটে কত প্রোটিন আছে সেটার একটা রাফ হিসেব করুন।

2. খুব কম হলে, ভাত/রুটি জাতীয় খাবার কম করে প্রোটিন জাতীয় খাবার বাড়ান।

3. দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন করা সম্ভব না হলে, পকেটে টাকা থাকলে, প্রোটিন সাপ্লিমেন্ট খান।

Information regarding OBC Certificate updation:বর্তমানে OBC (Other Backward Classes) সার্টিফিকেট স্কুল কলেজে ভর্তি, চাকর...
13/08/2025

Information regarding OBC Certificate updation:
বর্তমানে OBC (Other Backward Classes) সার্টিফিকেট স্কুল কলেজে ভর্তি, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আবেদন করতে হলে নিচের ধাপে ধাপে নির্দেশনা ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অনুসরণ করতে হবে।
👉 OBC সার্টিফিকেটের জন্য দুই ভাবে আবেদন করা যাবে:
1.অনলাইন, 2. অফলাইন,
🟣 A. অনলাইনে আবেদন করার পদ্ধতি:
1. ওয়েবসাইটে যান:
https://castcertificatewb.gov.in
2. Apply for OBC Certificate অপশন সিলেক্ট করুন।
3. আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
4. সাবমিট করার পর একটি Acknowledgement Number পাবেন। এটিকে সংরক্ষণ করুন।
5. এরপর নির্ধারিত দিনে B.L.&L.R.O / S.D.O / D.M অফিসে যাচাইয়ের জন্য ডাক পড়বে।
🟣 B. অফলাইনে আবেদন করার পদ্ধতি:
1. আপনার এলাকার S.D.O অফিস / B.D.O অফিস / D.M অফিস থেকে OBC ফর্ম সংগ্রহ করুন অথবা অনলাইনের ফর্ম প্রিন্ট করুন।
2. সঠিকভাবে ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিন।
3. অফিসার যাচাই-বাছাই করে সার্টিফিকেট ইস্যু করবেন (সাধারণত 15-30 দিনের মধ্যে)।
👉 OBC সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required):
1. আবেদনকারীর ছবি (পাসপোর্ট সাইজ)
2. জন্ম সনদ / মাধ্যমিক অ্যাডমিট কার্ড – জন্ম তারিখ প্রমাণের জন্য
3. আবাসিক প্রমাণ (Residential Proof):
আধার কার্ড
ভোটার কার্ড
বিদ্যুৎ বিল / রেশন কার্ড
নাগরিক পরিচয় পত্র
4. জাতিগত পরিচয় প্রমাণ (Caste proof):
পরিবারের অন্য সদস্যের OBC সার্টিফিকেট (যদি থাকে)
গ্রাম প্রধান/MLA/পঞ্চায়েত সদস্যের দেওয়া Caste Certificate Recommendation Letter
5. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত শংসাপত্র (Income Certificate)
6. স্বঘোষণা পত্র (Self-Declaration) – নিজের জাত, ধর্ম ও শ্রেণি সম্পর্কে ঘোষণাপত্র।
👉 কোথায় আবেদন করবেন:
শহরের জন্য: S.D.O অফিস (Sub-Divisional Officer)
গ্রামের জন্য: B.D.O অফিস (Block Development Officer)
পরবর্তী আপডেট পেতে পাশে থাকুন সব আপডেট সবার আগে নির্ভুলভাবে।

27/07/2025

প্রত্যেক বছর বছরে ২ বার ভোটার লিষ্ট সংশোধন (SRER) এর কাজ হয় সব রাজ্যেই। সেখানেই মৃত এবং ভুয়ো ভোটার বাদ চলে যাওয়ার কথা । তাহলে বিহারে যে ৫৭ লক্ষ প্রায় ভোটার কার্ড বাতিল হল এগুলো এতদিন কমিশনের কর্মচারী যারা প্রত্যেক বছর এই কাজে যুক্ত থাকে তারা দেখেনি কেন ? এদেশে জন্ম নিয়েও আর কতবার মানুষ কে নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে ? আধার ভোটার প্যান যদি নাগরিকত্বের প্রামাণ্য না হয় তাহলে ঠিক কোন কাগজ টা নাগরিকত্বের প্রমাণ তা সরকার বলে দিক ।

26/07/2025

ভোটার কার্ড ভেরিফিকেশন (SIR) সংক্রান্ত বিস্তারিত ভিডিও আসছে আমাদের পেজে । আগাম বিচলিত হবেন না ।

"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। এই প্রক্রিয়ায়...
26/07/2025

"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR।

এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করাবেন। সঙ্গে লাগবে নিচের ছবিতে উল্লেখিত ১২ টা ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি।
এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।

১) জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।

২) ১৯৮৭ - ২০০২ এর মধ্যে জন্মগ্রহণ করা ভোটার।

এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১২ টির মধ্যে, (তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।

৩) ২০০২ এর পর জন্ম নেওয়া ভোটার।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০২ এর শেষ SIR বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে।

এই রিভিশন ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, কোনো চিন্তা করবেন না।

যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন।

জনস্বার্থে শেয়ার করুন।

26/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

A good day to remember and treasure this. Happy 75th Republic Day 🇮🇳
26/01/2024

A good day to remember and treasure this.
Happy 75th Republic Day 🇮🇳

Address

Jangipur

Telephone

+919732892110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infortainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Infortainment:

Share