মানবতার গর্ব মমতা

মানবতার গর্ব মমতা United we stand for INDIA
মানবতার গর্ব মমতা
(5)

10/06/2025
"ভারত আমেরিকাকে বন্ধু হিসাবে মনে করে, বস হিসাবে নয়। ভারত নিজের ভাগ্য নিজে রচনা করতে জানে। কখন কার সাথে কি ব্যবহার করতে হ...
13/05/2025

"ভারত আমেরিকাকে বন্ধু হিসাবে মনে করে, বস হিসাবে নয়। ভারত নিজের ভাগ্য নিজে রচনা করতে জানে। কখন কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা ভারতের জানা আছে।" - ইন্দিরা গান্ধী




মানবতার গর্ব মমতা

মায়েদের আত্মত্যাগ, তাঁদের নিঃস্বার্থ অবদান আমাদের সকলের জীবনে বেঁচে থাকার জিয়নকাঠি। তাঁদের আশিস, স্নেহের পরশ আমাদের কা...
11/05/2025

মায়েদের আত্মত্যাগ, তাঁদের নিঃস্বার্থ অবদান আমাদের সকলের জীবনে বেঁচে থাকার জিয়নকাঠি। তাঁদের আশিস, স্নেহের পরশ আমাদের কাছে অমূল্য। জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গকৃত হোক মায়েদের জন্য।


মানবতার গর্ব মমতা

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা...
10/05/2025

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। এদিকে পাকিস্তানের হামলায় শহিদ হলেন বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজ।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “সংঘর্ষ বিরতির মধ্যে এ কী হচ্ছে? বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে শ্রীনগরজুড়ে!!!”

এক্সে বিএসএফের তরফে জানান হয়েছে,”১০ মে জম্মুর আর এস পুরা এলাকায় সীমান্তে পাকিস্তানের গুলিতে বিএসএফ সাব ইন্সপেক্টর মহম্মদ ইমতিয়াজের আত্মত্যাগকে ডিজি বিএসএফ এবং সকল পদমর্যাদার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এই কঠিন সময়ে প্রহরী পরিবার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।”

এদিকে পাঞ্জাবের ফিরোজপুর, রাজস্থানের বাড়মেড়-সহ একাধিক জায়গায় সম্পূর্ণ ব্ল্যাকআউট। আখনুর-রাজৌরিতে ড্রোন হামলা পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

মানবতার গর্ব মমতা

আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস সবার থাকে না। ইন্দিরা গান্ধী সবাই হতে পারেন  না। তিনি একজনই ছিলেন। সেই জায়গা কেউ নি...
10/05/2025

আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস সবার থাকে না। ইন্দিরা গান্ধী সবাই হতে পারেন না। তিনি একজনই ছিলেন। সেই জায়গা কেউ নিতে পারবে না। চাইলেও না। এশিয়ার মুক্তি সুর্য ইন্দিরা গান্ধী আমেরিকার চোখের উপর চোখ কথা বলার সাহস ও দৃঢ়তা দেখিয়েছিলেন। আমেরিকার রক্ত চক্ষু উপেক্ষা করে পাকিস্তান দুভাগ করে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন।

“ভারত যদি পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে, তাহলে আমেরিকা চুপ করে বসে থাকতে পারেনা। ভারতকে শিক্ষা দিতে বাধ্য হবে।”... রিচার্ড নিক্সন, আমেরিকার প্রেসিডেন্ট।

“আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস্ নয়!! ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে!! আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হয়!!" ... ইন্দিরা গান্ধী।

১৯৭১ এর নভেম্বরে হোয়াইট হাউসে বসে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের চোখে চোখ রেখে ঠিক এই কথাগুলিই বলে এসেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তথ্যসুত্র তৎকালীন মার্কিন এশিয়া বিষয়ক সচিব হেনরী কিসেঞ্জারের আত্মজীবনী।

সেদিনের ভারত মার্কিন যৌথ সাংবাদিক বৈঠক বাতিল করে, নিক্সনের সামনে থেকে গটগট করে উঠে চলে এসেছিলেন ইন্দিরা গান্ধী।

হেনরী কিসেন্ঞ্জার তাঁকে গাড়িতে ওঠার সময়ে বলেছিলেন - “ম্যাডাম প্রাইম মিনিস্টার!! প্রেসিডেন্ট স্যারের প্রতি আরেকটু ধৈর্য্য দেখালে বোধহয় ভালো করতেন!!

উত্তরে ইন্দিরা গান্ধী তাঁকে বলেছিলেন - ""থ্যাঙ্ক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইওর ভ্যালুয়েবল সাজেশন!! বিইং এ ডেভলপিং কান্ট্রি উই হ্যাভ ব্যাকবোন এনাফ টু ফাইট দা এ্যাট্রসিটিস!!
উই শ্যাল প্রুভ দ্যাট ডেজ আর গন টু রুল এনি নেশন ফার ফ্রম থাউজেন্ডস অফ মাইলস!!"""

এরপর......

এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা পালামের রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই শ্রীমতী গান্ধীর জরুরি তলব পেয়ে বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী হাজির হলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। এক ঘন্টার রূদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে গেলেন বাজপেয়ী।
জানা গেলো রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়ী।

বিবিসি’র সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞাসা করেছিলেন বাজপেয়ীকে - “আপনাকে ইন্দিরার কট্টর সমালোচক বলেই সবাই জানে!! তার পরেও আপনি সরকারের হয়ে রাষ্ট্রসংঘে গলা ফাটাচ্ছেন??”

অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, "একটা বাগানে গোলাপও থাকে, লিলিও থাকে। প্রত্যেকেই ভাবে সেই সবচেয়ে সুন্দর! বাগান যখন সঙ্কটে পড়ে, তখন সবচেয়ে সুন্দর কিন্তু বাগানটাই। আমি আজ বাগান বাঁচাতে এসেছি। এটার নামই ভারতীয় গণতন্ত্র!!”

বাকি ইতিহাস আমরা সকলেই জানি।

পাকিস্তানে ২৭০ টা প্যাটন ট্যাঙ্ক পাঠানোর আগে আমেরিকা সারা বিশ্বের সংবাদ মাধ্যমকে ডেকে ডেমনস্ট্রেট করে দেখালো, এই ট্যাঙ্ক এমনই প্রযুক্তিতে তৈরি যাকে কখনোই কেউ ধ্বংস করতে পারবেনা। উদ্দেশ্য ছিলো এটাই, যাতে সারা পৃথিবীর কোনও দেশই ভয়ে ভারতকে সাহায্য করতে না এগোয়। শুধু এখানেই আমেরিকা থামলোনা। ভারতে তেল সরবরাহ করা একমাত্র মার্কিনী কোম্পানি ‘বার্মা শেল’ কে জানিয়ে দিলো - তারা যেন ভারতে তেল সরবরাহ অবিলম্বে বন্ধ করে।

এরপরের ইতিহাস শুধুই লড়াই আর লড়াই।

ইন্দিরা গান্ধীর তীক্ষ্ণ কূটনীতিক দৌত্যে ইউক্রেইন্ থেকে তেল আনিয়ে চললো আমাদের জান কবুল করা লড়াই। একদিনের মধ্যে ২৭০ টা প্যাটন ট্যাঙ্ককে ধ্বংস করে তাদের তুলে নিয়ে ভারতের মধ্যে চলে এলাম আমরা। রাজস্থান মরুভূমির তপ্ত বালিতে মুখ রগড়ে দিয়েছিলাম মার্কিনী অহঙ্কারের।

১৮ দিনের যুদ্ধের শেষে ফলাফলঃ

১ লক্ষ পাকিস্তান সৈন্য ভারতের হাতে বন্দী।
লাহোর জেল থেকে মুক্ত মুজিবুর রহমান।
ভারতীয় সংসদে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি।
অটলবিহারী বাজপেয়ী সংসদে ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলে সম্বোধন করলেন।

সুদুরপ্রসারী ফলাফল এটাই :

ভারতের নিজস্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল তৈরি।
এশিয়ার শক্তিধর রাষ্ট্র রূপে ভারতের উত্থান।
জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠা।

মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া সময় আজ শুধুই ইতিহাস!

মানবতার গর্ব মমতা

10/05/2025

দুই দেশের সংঘাতে পাকিস্তানের বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাল সেনা।

সেনার তরফে জানানো হয়, পাকিস্তানের একাধিক সামরিক কাঠামোর বিপুল ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পাক বিমানঘাঁটিগুলিও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনা।

ভারতের তরফে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পরেই সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনী। বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় সেনার তিন আধিকারিক সোফিয়া কুরেশি, রঘু নায়ার এবং ব্যোমিকা সিংহ। জানায়, আগে থেকে নিশানা স্থির করে নির্দিষ্ট লক্ষ্যে হামলা করা হয়েছে। ভারত সর্বদা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতিকে যৎসামান্য রাখার বিষয়টি নিশ্চিত করেছে।
যুদ্ধবিরতি বহাল, কিন্তু প্রস্তুত ভারতও
ভারতীয় সেনার তরফে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, যুদ্ধবিরতি বহাল থাকছে। তা সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত থাকছে ভারতীয় সেনা।

মানবতার গর্ব মমতা

জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।” একই ...
10/05/2025

জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।” একই সঙ্গে তিনি লেখেন, “ভারত ধারাবাহিক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।”

ভারতীয় সেনার প্রবল প্রত্যাঘাতে পিছু হটতে বাধ্য হল পাকিস্তান। সংঘর্ষ বিরতি মেনে নিতে বাধ্য হল পাকিস্তানি সেনা। শনিবার বিকেল ৫:৩৩ মিনিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স-হ্যান্ডেলে দু’দেশের সংঘর্ষ বিরতির খবর জানান। তিনি লেখেন, রাতভর ভারত-পাকিস্তানের শীর্ষ স্তরে দীর্ঘ আলোচনার পর দুই দেশই সিজ ফায়ারে রাজি হয়েছে। তিনি দু’দেশকেই অভিনন্দন জানিয়েছেন এই সদর্থক পদক্ষেপের জন্য।

যদিও তার আগে এদিন ৩টে ৩৫ নাগাদ ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)র মধ্যে কথা হয়। দু’দেশের তরফে জল-স্থল এবং আকাশে কোনওরকম মিলিটারি অ্যাকশন থেকে নিজেরা বিরত থাকার কথা বলেন। সেই মোতাবেক এদিন বিকেল ৫টায় ‘ইমপ্লিমেনটেশন অর্ডার’ ইস্যু হয়। জানানো হয়েছে, আগামী ১২ মে ফের দু’দেশের ডিজিএমও-র পরিস্থিতির রিভিউ মিটিং হবে দুপুর ১২টায়। এরপরেই সন্ধ্যে ৬টা নাগাদ ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠক ডেকে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন। যদিও শনিবার সকাল পর্যন্ত নির্লজ্জ পাকিস্তানের হামলা জারি ছিল।

পাকিস্তানের লাগাতার হামলার পাল্টা জবাবে সেদেশের চারটি এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেইসঙ্গে ধ্বংস করা হয়েছে জঙ্গিদের একটি লঞ্চপ্যাডও। শুক্রবার রাতেও নির্লজ্জ পাকিস্তানের তরফে সেনা ছাউনি ও সাধারণ এলাকা টার্গেট করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা জারি থেকেছে। ভারতীয় সেনাও তার পাল্টা ও যথাযথ জবাব দিয়েছে। শনিবার সকালে ভারতের বিদেশ সচিব এবং সেনার তরফে যৌথ সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে, আর্টিলারি গান এবং ড্রোন দিয়ে ২৬টি বেশি জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। রাত ১টা ৪০ নাগাদ হাইস্পিড মিসাইলের সাহায্যে পাঞ্জাবের এয়ারবেসে আক্রমণের যে চেষ্টা করেছিল পাকিস্তান, সেই হামলা প্রতিহত করে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। লাইন অফ কন্ট্রোলের ওপারে একাধিক পাকঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। পাকিস্তানের হামলায় কাশ্মীরের অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজকুমার থাপার মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ থাপার বাড়িতে যান

মানবতার গর্ব মমতা

অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সতর্কতায় দেশের সব প্রান্তেই প্রশিক্ষণ থেকে সাধা...
10/05/2025

অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সতর্কতায় দেশের সব প্রান্তেই প্রশিক্ষণ থেকে সাধারণ মানুষকে নিয়ে অভ্যস্ত করানোর প্রক্রিয়া বেড়েছে।

সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নিয়েছে সিভিল ডিফেন্সের সাইরেনের শব্দ, যা নাগরিকদের বিপদ সম্পর্কে সতর্ক করতে সবথেকে আগে ভূমিকা নেয়। অথচ সেই সাইরেনের যথেচ্ছ অপব্যবহার হয়ে চলেছে অডিও ভিস্যুয়াল চ্যানেলগুলিতে। এবার সব চ্যানেলগুলিকে সাইরেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, যে সাইরেনের ব্যবহার সিভিল ডিফেন্সের কারণে করা হয় তা সিভিল ডিফেন্স আইন স্বীকৃত। ফলে অন্য যে কোনও ক্ষেত্রে সেই সাইরেনের ব্যবহার আখেরে বেআইনি, স্পষ্ট করে দেওয়া হয় অমিত শাহর দফতরের পক্ষ থেকে।

সেই সঙ্গে সাইরেন বন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয়, যথেচ্ছভাবে এই সাইরেন বাজানোর ফলে নাগরিকদের মধ্যে এই সাইরেনের প্রতি লক্ষ্য রাখার প্রবণতা কমে যাচ্ছে। সাধারণভাবে এয়ার রেড সাইরেন ব্যবহার করা হয় বিপদকালীন পরিস্থিতিতে। এবার সেই সাইরেন খবরের চ্যানেলে বাজলে বাস্তবে বিপদের পরিস্থিতিতে যখন সাইরেন বাজবে তখন যেভাবে প্রতিক্রিয়া করা উচিত, তা তাঁরা করবেন না।

দেশের প্রতি দায়বদ্ধ আচরণ করার প্রতি ভারতের সংবাদ মাধ্যমকে শুক্রবারই অনুরোধ জানানো হয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। কোনওভাবেই সংবাদ মাধ্যমের থেকে ভারতীয় সেনা বা গোয়েন্দা তথ্য যাতে বিপক্ষের হাতে না চলে যায়, তার দিকে লক্ষ্য রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরে অডিও ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়াকে অনেকাংশেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যায়। এবার সাইরেন নিয়ে নির্দেশিকায় দায়িত্ববোধের পরিচয় দেওয়ার আবেদন জানানো হয়।


মানবতার গর্ব মমতা

08/05/2025

R.I.P Pakistan 🇵🇰 (1947-2025)

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার গর্ব মমতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share