
31/10/2024
ওদের প্রথম প্রশ্ন হলো " এটা কি?
আর দ্বিতীয় প্রশ্ন "এটা কেমন করে?
সব জিনিসের বেলায় তো দ্বিতীয় প্রশ্নের উত্তর টা দেওয়া যায় না😂
যদি কোনো animal এর ছবি দেখে বলে এটা কি তাহলে তার উত্তর দিলাম,,,,,,, এর পরের প্রশ্ন এটা কেমন করে তার উত্তরে ওই animal er বৈশিষ্ট্য গুলো বললাম....
কিন্তু যখন ও পাথর , থালা , বাটি , গ্লাস ,চামচ , বই কলম , ব্যাগ, টেডি, ছুরি, ভেজিটেবল ইত্যাদি এসব দেখিয়ে বলে এটা কেমন করে তখন আমি নিজেই কনফিউজ হয়ে যায় , আর ওরা শুধু বৈশিষ্ট্য শুনবে না এক্টিং করেও দেখাতে হয় ,।
থালা বাটি গ্লাস এর acting আমি কিভাবে করব🤔!!!
আমি না পারলে ওরা ঠিকই দেখিয়ে দেবে কিছু হোক একটা করে😅😅😅😅
কখনও কখনও তো আমি দেখেই রয়ে যায় !!!!
কিভাবে মাথায় আসে এসব !!!!
Sumia Khatun Zayan & Anrshman's Twin Tales