12/03/2025
𝄞🙂🥀মানুষ কখনো ইচ্ছে করে ༊᭄🙂🥀
࿐𝄞বদলায় না࿐🙂🥀💔
࿐কিছু মানুষের অবহেলা আর ༊᭄🍁😳
༆࿐কিছু স্মৃতি༆࿐🍂
_🦋𝄞আর পরিস্থিতি তাকে বদলাতে༊᭄۞࿐
🥀★─┼❤️বাধ্য★করে🥰─┼ ★❤️
মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি
(😌❤️🥀)
-কিন্ত কাউকে কখনো কষ্ট দিবি না 😢🥀
জীবন একটা গল্পের নাম..!😥
যা শেষ হয় মৃত্যু দিয়ে..! 💔😅
তোমার খারাপ পরিস্থিতি,অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না!’😊🌸
-জীবনে কেউ আমার হোক বা না হোক দো’ষ সবসময় আমারই হয়..!🙂
-Life এ এমন কিছু মুহূর্ত আসে,🙂🥺
নিরব হয়ে থাকা ছাড়া আর, কিছুই করার
থাকে না..!!😓🥀
-কাউকে ভুল বুঝার আগে.!😢
-তার পরিস্থিতিটা জেনে নিও..!😪💔
-আমিও 💔
-হেরে গেছি💔
-কারো মিথ্যা,”ভালোবাসার” কাছে!,😭
-তুমিও কি 😢💔
-হেরে গেছো 😢💔
-কারো মিথ্যা, “ভালোবাসার” কাছে!😢💔🥀
○○-কাদঁতে কাদঁতে ঘুমিয়ে পড়া মানুষ ○
○○ গুলোই জানে… ! ! 😥
_ভালোবাসা কতোটা ভয়ংকর..!! 🙂💔
দিন দিন নিজেকে অনেক ..! একা অনুভব করতেছি এখন বুঝতে পারছি আমি. ..♥️ পরিবর্তন হইতে হইতেছি না আমি দিন দিন শেষ হয়ে যাইতাছি।
★—★
সব থেকে ভয়ংকর একজন বেকার পুরুষ এর জীবন😔🤨
★—★
—স্বার্থপর এই দুনিয়ায়…! 😭
অর্থহীন মানুষের মূল্য কেউ বুঝেনা…!😔💔
মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই ভবিষ্যৎ…!
→°বন্ধুত্বের ক্ষেত্রে ও হয়তো চেহারা
আর টাকার প্রয়োজন হয়..!😔
তুৃমি আমার সেই চাওয়া—🫤
যাকে কোনো দিন হবে না পাওয়া…!😌🥀🖤
সখের মানুষ গুলো একটু বেশিই কষ্ট দেই তাই না😔🌺
কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!💔
-না আনন্দে আছি,
না দুঃখে আছি!!🙄
-কেমন যে আছি সেটা আজ,
নিজের কাছেও অজানা💔
মধ্যবিত্ত ছেলেদের হাত ধরার ক্ষমতা😶
সব নারীর থাকে না 🥰🥲
কেউ কারো নয় কিছুটা মায়া বাকিটা অভিনয়…! 🥀💔 যে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে থাকতে চায়
তাকে বলে দিয়ো 😊 ভালোবাসা খুব ই অসহায়
😌😌
কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয়,,
কিন্তু সেই জিনিস গুলোই ভাগ্যে থাকে না.
অতিরিক্ত আবেগ ই হয়তো আমার সকল কষ্টের কারণ
😅😅
︵།།ღ🪶🩷🫰🏻🪽
কোনো একটা ছেলের মায়ায় পড়ে🥹
༊࿐বাবার ভালো মেয়েটিও আজ সবার চোখে খারাপ
কিগো আপু ঠিক বলছি তো🤟🏻😊
⋆⃝✿••••✿༊
বাবা নামক শব্দ টা উপর আমার এক আকাশ পরিমান ঘৃণা 😓😓😓
কিছুক্ষণ আকাশ দেখলে আনন্দ লাগে.. বেশিক্ষণ তাকিয়ে থাকলে অসহায়
সত্যিই যার প্রিয় মানুষ টা হারিয়ে যায়
সেই বুঝে হারানোর যন্ত্রণা কতোটা কষ্টকর
আমি তাদের থেকে অনেক দূরে সরে থাকি, যারা একজনকে ভালোবাসার কথা বলে হাজার জনের সাথে কথা বলে। হোক তা নারী / পুরুষ। 😊
মায়ায় পরা যাবে না মানুষ আসবে মিশবে আবারো অতিথি পাখির মত চলে যাবে:)🚷⚠️
কি যে মায়া লাগে আমার,
নিজের জন্য আহারে!
মায়া মানুষের মস্তিষ্ক ধ্বংস করে!
আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ করেই একদিন হারিয়ে যাবো।🥀🥀
তোমাকে যে ব্যথা দিয়েছে
সেও কি তোমার নীরবতায় কষ্ট পায়
ক্ষত-বিক্ষত হৃদয়ে চেনা মানুষকে যতই ভাববেন
ততই কষ্ট পাবেন
এমন কারো কাছে ছোট হতে যেও না
যার কাছে তোমার অনুভূতি কোন মূল্য নেই
সব হাসিতে খুশি থাকে না
কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায়
😢😢😢😢
তোমাকে ভুলে থাকার জন্য
এক বোতল ঘুমের ওষুধ খেয়ে ছিলাম
ঘুম ভাঙার পরে দেখি
ঠিক আগের মতোই তোমাকে আমার মনে পরছেএই পৃথিবী কতোটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝে।
আমার মতো কে কে আছো হাজার কষ্ট পাওয়ার পরেও হাসিমুখে বলতে পারো কষ্ট পাওনাই…… 😔🥹
আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘণ্য যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই!!😅❤️🩹🥀
সে আমার না হোক
কেউ অন্তত তাকে ভালবাসার মতো করে ভালোবাসুক
সময় বিরুদ্ধে যাক অসুখ তাড়া করে ফিরুক
তবু হাত না ছাড়ুক
ধের্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভাল মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা
🤔🤔🤔🤔
টাকা এমন একটা জিনিস
বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়
মানুষ যখন মেনে নিতে শিখে যায়
তখন কে ঘৃণা করলো
আর কে অবহেলা করলো
তাতে কিছু যায় আসে না
একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবেই
এলোমেলো হয়ে যাচ্ছে কত জীবন
নিজেকে অবিশ্বাস কর না
পেছনে তাকিয়ে দেখো কতদূর তুমি এসেছো
🤔🤔🤔🤔
আনন্দিত তো তারাই হবে
যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে
অভিযোগ তো তারাই করবে
যাদের ভালোবাসায় বিচ্ছেদ ঘটে
জীবনের বড় ভুল তখনই করবেন
যখন নিজের দুর্বলতার কথা
অন্যের কাছে প্রকাশ করবে
যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি
যদি ততো সহজে ভালোবাসাকে ঘৃণা করতে পারতাম
তবে বাঁচার জন্য পৃথিবীটা কত সুন্দর হতো
আমাকে অনেক মানুষ ভালোবাসে
তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী
মন খারাপ করো না
অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা
সব ভুলে গিয়ে দেখিয়ে দাও
সফলতার গল্পে তুমিও সেরা
মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না
শুধু ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়! ✍️🖊️🖋️By Rajdip 2.0.
゚