09/07/2025
[7/5, 11:25 PM] +91 96094 10892: 🌙 দিনশেষে নিজের দৈনন্দিন জীবন যাচাই করুন ⚠️
▪️ আপনি কি আজকের সব নামায ঠিকভাবে আদায় করেছেন?
▪️ আপনি কি আজ কুরআন শরীফ খুলে তিলাওয়াত করেছেন?
▪️ আপনি কি আখিরাতের জন্য কিছু 'সঞ্চয়' (সদকা, নেক আমল) করেছেন?
▪️ আজ আপনার মানুষদের সঙ্গে ব্যবহার কেমন ছিল?
▪️ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কতগুলো কাজ করেছেন?
▪️ আর আজ কতটি গুনাহ (পাপ) হয়ে গেছে আপনার দ্বারা?
🌟 প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, দিনটি কেমন কাটালেন...
👉 গুনাহ হয়ে থাকলে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন,
👉 আর যদি কোনো ভালো কাজ করে থাকেন, তবে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন।
🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিসাবের আগে হিসাব নেওয়ার তাওফিক দিন।
🌷 জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা...!!
💐 ফি আমানিল্লাহ, প্রিয় সবাই। ✨
❂▬▬▬▬๑۩۞۩๑▬▬▬▬❂
♥️ 🌐ㅤ 📩 📤
ˡᶦᵏᵉ ᶠᵒˡˡᵒʷ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
[7/6, 7:42 PM] +91 96094 10892: 📌 *যখন চারিদিকে ফিতনা ছড়িয়ে পড়বে তখন*
👉 একদল লোক দ্বীনদার লোকদের বিরুদ্ধে লেগে থাকবে, তাদের ভুলত্রুটি খুঁজে বের করার জন্যে,
এবং তা নিয়ে হৈচৈ করবে;
কিন্তু পাপাচারী খারাপ লোকদের বিরুদ্ধে এরা কিছুই বলবেনা।
_তাদের আচরণ দেখে মনে হবে, দ্বীনদারি একটা বিপদ।_
[7/8, 12:04 AM] +91 96094 10892: *একসময় যুবকরা কাঁদত প্রতিপক্ষের কাছে যু*দ্ধে হেরে গেলে। এখন কাঁদে - প্রেয়সী তাকে ছেড়ে*
*অন্যের ঘরে চলে গেলে ..!*
*অপ-সংস্কৃতির আ*গ্রাসন তাগড়া জোয়ানকেও কাপুরুষ বানিয়ে দিয়েছে।🥀*
[7/9, 12:02 AM] +91 96094 10892: *হতে পারে তুমি ঘুমিয়ে আছো, অথচ তোমার নামায়ে আমলে অজস্র পূণ্য লিপিবদ্ধ করা হচ্ছে ৷*
*কোনো গরিবকে তুমি সাহায্য করেছিলে, কোনো ক্ষুধার্তকে তুমি আহার করিয়েছিলে,* *কোনো দুঃখিতকে তুমি আনন্দ দিয়েছিলে, কিংবা কোনো বিপদগ্রস্তের কষ্ট তুমি লাঘব করেছিলে।*
*তাই কখনো সৎকাজকে তুচ্ছ করে দেখো না।*
— ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যাহ