
08/06/2024
আজকে একটা বিশেষ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করছি দয়া করে আমার এটা সবাই পড়ে এবং বেশি বেশি করে শেয়ার করবেন.বিগত চার পাঁচ বছর থেকে আমাদের কৈলাশহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের একজন ছেলে Tuton paul.গ্রামে প্রচন্ড চুড়ি ড্রাগস ব্যবসা মদের ব্যবসা এবং অনেক নেশাগ্রস্তের সঙ্গে জড়িত আছে ! সবাই জানে কিন্তু তার বিরুদ্ধে কেউ অ্যাকশন নেয়নি। পুলিশও কোন অ্যাকশন নেয়নি .সে নেশাগ্রস্ত অবস্থায় অনেক জনের সঙ্গে মারপিট koracha অনেক টুকটুক গাড়ির ব্যাটারি চাকা খুলে নিয়ে যায় . সে কিছুদিন আগে লাঠি আপুরা গ্রাম পঞ্চায়েতের মালিক mhiyaকে মেরে ছ মাস বাংলাদেশের লুকিয়ে গা ঢাকা দিয়েছিল . আজকে সে আমার বাবার গায়েও হাত দিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায়. সবার কাছে এটাই অনুরোধ যে বাই বাবা মা ছেড়ে যে কি কষ্ট সেটা যারা বাইরে আছে তারাই বুঝতে পারে . আমি ব্যাঙ্গালোরে থেকে এটাই সবার কাছে অনুরোধ করছি যে টোটন পাল নামে ছেলেটাকে শাস্তি দেওয়ার জন্য সবাই আমাকে সাহায্য করুন . আমার পোস্টা এমনভাবে শেয়ার করুন Oi chalatar sasthi Chai . আর প্রশাসন কেউ বলছি টাকা দিয়ে বিক্রি না হয়ে . ব্যাঙ্গালোরে থাকা ছেলেটার কথা ভেবে দয়া করে এটা যাতে ভালো করে দেখে.........যদি কোন ইনফরমেশন দেওয়ার জন্য আমার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় তাহলে আমার নাম্বার 8974627713