Sagar Kotha সাগর কথা

Sagar Kotha সাগর কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sagar Kotha সাগর কথা, Digital creator, Kakdwip.
(3)

সাগরদ্বীপ তথা সুন্দরবনের বিভিন্ন এলাকার খবর পেতে আমাদের ফলো করুন। সাগরদ্বীপের কৃষ্টি, সংস্কৃতি, প্রতিভা ইত্যাদি তুলে ধরুন। খবর জানাতে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে যোগাযোগ করুন 9907551355 নম্বরে। সাগরদ্বীপ ও গঙ্গাসাগর মেলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিন।

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ, যিনি মহাপুরু...
30/06/2025

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ, যিনি মহাপুরুষ মহারাজ নামেও পরিচিত ছিলেন তান বাণী থেকে -

পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন

আর সাধু সংঘের এমনই মাহাত্ম্য যে, সাধুসঙ্গের ফলে ভগবত-প্রেমের উদয় হয়। প্রকৃত সাধু কে? যাঁর হৃদয়ে শ্রীভগবান প্রতিষ্ঠিত। বহু জন্মের সুকৃতির ফলে ঠিক ঠিক সাধুসঙ্গ ও সাধুকৃপা লাভ হয়। তোমাদেরও জন্মজন্মান্তরের অনেক পুণ্য যে, ঠাকুরের এ পবিত্র সঙ্গে এসে পড়তে পেরেছ।

সৎসঙ্গের ফলে মানুষের সমগ্র জীবনের গতি একেবারে বদলে যায়। আর তার ফলও হয় খুব দীর্ঘস্থায়ী। আমাদের জীবনেও দেখেছি, ঠাকুরের কাছে হয়তো দু এক ঘন্টা মাত্র কাটিয়ে এলাম। সব দিন তেমন বেশি কথাবার্তা হত না কিন্তু তার ফল বহুদিন পর্যন্ত থাকত। কেমন যেন একটা নেশার মতো হয়ে যেত। সর্বক্ষণই ভগবতভাবে বিভোর হয়ে থাকতাম। তাঁর কথা অবশ্য স্বতন্ত্র। তিনি ছিলেন সাক্ষাৎ ভগবান যুগাবতার। তাঁর কৃপা কটাক্ষে সমাধি হয়ে যেত - তিনি স্পর্শমাত্র ভগবত দর্শন করিয়ে দিতেন।

গ্রন্থ - শিবানন্দ বাণী - দ্বিতীয় খন্ড - বেলুড় মঠ ২৩ শে জুন ১৯৩২।

আজকের বিলাসিতা, আগামী দিনের সঞ্জয়...🪙খবরের কাগজে প্রকাশিত দরে হলমার্ক সোনার দাম🗓️ 29শে জুন 2025। রবিবার।🍂মালাবদল, ছাদনা...
29/06/2025

আজকের বিলাসিতা, আগামী দিনের সঞ্জয়...
🪙খবরের কাগজে প্রকাশিত দরে হলমার্ক সোনার দাম
🗓️ 29শে জুন 2025। রবিবার।
🍂মালাবদল, ছাদনাতলা, শুভদৃষ্টির মায়ায় যেকোনো অনুষ্ঠানে অলঙ্কারে পরিপূর্ণ হোক সুখের দিন।
👉সৌজন্যেঃ মা অন্নপূর্ণা জুয়েলার্স। স্থান: খাসরামকর সুলিশ মোড় (বিগ বাজার), সাগর মনিরুদ্দিন হাই মাদ্রাসা স্কুলের কাছে, সাগর কৃষ্ণনগর গান্ধী বাজার থেকে ৫ মিনিট পূর্বদিকে, সাগরদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা।
শোরুমে গীতা বই রেখে ব্যবসা করি, সততাই একমাত্র মূলধন মা অন্নপূর্ণা জুয়েলার্স। ☎️ফোন নম্বর 9961120734, 6282488586 call or WhatsApp

আমাদের কোনো শাখা নেই

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজীর একটি বক্তৃতা থেকে। মহা...
29/06/2025

আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজীর একটি বক্তৃতা থেকে। মহারাজ বলছেন,

শ্রীরামকৃষ্ণ খুব গোছালো ছিলেন। প্রতিটি জিনিস তিনি গুছিয়ে রাখতে চাইতেন। কোন জিনিস অগোছালো দেখলে বিরক্ত হতেন। বলতেন, যে বাইরের ছোটখাটো বিষয়ে এলোমেলো - সে বড় বড় বিষয় বা ভগবত সাধনাতেও সুসংহত হবে না।" (ঠাকুর) এমনকি অতি তুচ্ছ সাংসারিক বিষয়েও ভক্তদের সচেতনতার অভাব থাকলে বিরক্ত হয়েছেন, সংশোধন করে দিয়েছেন। বলেছেন, "ভক্ত হবি বলে বোকা কেন হবি?"

যোগেন মহারাজ - স্বামী যোগানন্দজীকে তিনি একটি কড়াই কিনতে বলেছিলেন। তিনি নিজে দেখে না নিয়ে দোকানদারকে বিশ্বাস করেছিলেন। দক্ষিণেশ্বরে এসে দেখা গেল কড়াইটা ফাটা। ঠাকুর সে কথা শুনেই বললেন, "সে কি রে? জিনিসটা আনলি, তা দেখে আনলি নি? দোকানী ব্যবসা করতে বসেছে - সে তো আর ধর্ম করতে বসে নি? তার কথায় বিশ্বাস করে ঠকে এলি? ভক্ত হবি, তা বলে বোকা হবি? লোকে তোকে ঠকিয়ে নেবে? ঠিক ঠিক জিনিস দিলে কি না তবে দাম দিবি, ওজনে কম দিলে কি না তা দেখে নিবি, আবার যে সব জিনিসের ফাউ পাওয়া যায় সে সব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবি নি!"

গ্রন্থ শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহ - লেখক স্বামী ভূতেশানন্দজী - অধ্যায় শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের ভূমিকা

লেখাটি পাঠিয়েছেন, স্বামী স্তবপ্রিয়ানন্দ জি মহারাজ, সম্পাদক, রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, বাঁকুড়া

দুটি কিডনি বিকল – বাঁচার লড়াইয়ে গঙ্গাসাগরের চন্দ্রকান্ত মিদ্যা 🙏রানাঘাটের অস্মিকা ১৬ কোটির ইনজেকশন পেয়ে নতুন জীবনের দিকে...
28/06/2025

দুটি কিডনি বিকল – বাঁচার লড়াইয়ে গঙ্গাসাগরের চন্দ্রকান্ত মিদ্যা 🙏

রানাঘাটের অস্মিকা ১৬ কোটির ইনজেকশন পেয়ে নতুন জীবনের দিকে এগোচ্ছে।
এদিকে গঙ্গাসাগরের এক সাধারণ ছেলে, চন্দ্রকান্ত মিদ্যা, আজ মৃত্যুর মুখোমুখি।
তার দুটি কিডনিই বিকল, বাঁচতে হলে চাই কিডনি প্রতিস্থাপন।
চিকিৎসার খরচ প্রায় ১০ লক্ষ টাকা।

ইতিমধ্যে আপনাদের সহানুভূতিতে ৩ লক্ষ টাকার বেশি জোগাড় হয়েছে।
এখন শুধু আপনার একটুখানি সাহায্য বাকি টাকাটা জোগাড় করতে পারে।

🤝 আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি, তাহলে এই ১০ লক্ষ টাকা কোনো বড় বিষয় নয়।
একজন যুবকের প্রাণ ফিরে পাবে – এটাই সবচেয়ে বড় জয়।

🙏 আপনার ১০০/২০০ টাকাই হতে পারে চন্দ্রকান্তর জীবনের আলো।

💬 দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছায়।

লেখা: সমরেশ মন্ডল

আজকের বিলাসিতা, আগামী দিনের সঞ্জয়...🪙খবরের কাগজে প্রকাশিত দরে হলমার্ক সোনার দাম🗓️ 28শে জুন 2025। শনিবার।🍂মালাবদল, ছাদনা...
28/06/2025

আজকের বিলাসিতা, আগামী দিনের সঞ্জয়...
🪙খবরের কাগজে প্রকাশিত দরে হলমার্ক সোনার দাম
🗓️ 28শে জুন 2025। শনিবার।
🍂মালাবদল, ছাদনাতলা, শুভদৃষ্টির মায়ায় যেকোনো অনুষ্ঠানে অলঙ্কারে পরিপূর্ণ হোক সুখের দিন।
👉সৌজন্যেঃ মা অন্নপূর্ণা জুয়েলার্স। স্থান: খাসরামকর সুলিশ মোড় (বিগ বাজার), সাগর মনিরুদ্দিন হাই মাদ্রাসা স্কুলের কাছে, সাগর কৃষ্ণনগর গান্ধী বাজার থেকে ৫ মিনিট পূর্বদিকে, সাগরদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা।
শোরুমে গীতা বই রেখে ব্যবসা করি, সততাই একমাত্র মূলধন মা অন্নপূর্ণা জুয়েলার্স। ☎️ফোন নম্বর 9961120734, 6282488586 call or WhatsApp

আমাদের কোনো শাখা নেই

28/06/2025

গঙ্গাসাগরকে বাঁচান, গঙ্গাসাগরের পর্যটন পরিকাঠামোকে আরও ঢেলে সাজাতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকার, কপিলমুনি আশ্রম ট্রাস্টি সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। না হলে অদূর ভবিষ্যতে গঙ্গাসাগর থাকবে না। লাভ হবে কন্ট্রাক্টরদের....

27/06/2025

⭕‼️⭕ রথ যাত্রা ২০২৫, সরাসরি দেখুন সাগরের ছয়েরঘেরি থেকে...
পরিচালনায়: ISKCON Gangasagar

27/06/2025

জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু বলরাম, জয় মাতা সুভদ্রা
রথযাত্রা ২০২৫ পরিচালনায় ISKCON Gangasagar । সরাসরি, সাগরের রুদ্রনগর এর কিষাণ মান্ডি থেকে ছয়েরঘেরি পর্যন্ত দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার রাস্তা জুড়ে হবে রথযাত্রা।

27/06/2025

⭕‼️⭕ জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু বলরাম, জয় মাতা সুভদ্রা
👉সরাসরি দেখছেন মহাযজ্ঞ, রথযাত্রা ২০২৫ উপলক্ষে। পরিচালনায় ইসকন গঙ্গাসাগর। সরাসরি, সাগরের রুদ্রনগর এর কিষাণ মান্ডি থেকে ছয়েরঘেরি পর্যন্ত দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার রাস্তা জুড়ে হবে রথযাত্রা। ISKCON Gangasagar

Address

Kakdwip

Alerts

Be the first to know and let us send you an email when Sagar Kotha সাগর কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagar Kotha সাগর কথা:

Share