
30/06/2025
আজকের সুবিচার নেওয়া হয়েছে রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজ, যিনি মহাপুরুষ মহারাজ নামেও পরিচিত ছিলেন তান বাণী থেকে -
পূজনীয় মহাপুরুষ মহারাজ বলছেন
আর সাধু সংঘের এমনই মাহাত্ম্য যে, সাধুসঙ্গের ফলে ভগবত-প্রেমের উদয় হয়। প্রকৃত সাধু কে? যাঁর হৃদয়ে শ্রীভগবান প্রতিষ্ঠিত। বহু জন্মের সুকৃতির ফলে ঠিক ঠিক সাধুসঙ্গ ও সাধুকৃপা লাভ হয়। তোমাদেরও জন্মজন্মান্তরের অনেক পুণ্য যে, ঠাকুরের এ পবিত্র সঙ্গে এসে পড়তে পেরেছ।
সৎসঙ্গের ফলে মানুষের সমগ্র জীবনের গতি একেবারে বদলে যায়। আর তার ফলও হয় খুব দীর্ঘস্থায়ী। আমাদের জীবনেও দেখেছি, ঠাকুরের কাছে হয়তো দু এক ঘন্টা মাত্র কাটিয়ে এলাম। সব দিন তেমন বেশি কথাবার্তা হত না কিন্তু তার ফল বহুদিন পর্যন্ত থাকত। কেমন যেন একটা নেশার মতো হয়ে যেত। সর্বক্ষণই ভগবতভাবে বিভোর হয়ে থাকতাম। তাঁর কথা অবশ্য স্বতন্ত্র। তিনি ছিলেন সাক্ষাৎ ভগবান যুগাবতার। তাঁর কৃপা কটাক্ষে সমাধি হয়ে যেত - তিনি স্পর্শমাত্র ভগবত দর্শন করিয়ে দিতেন।
গ্রন্থ - শিবানন্দ বাণী - দ্বিতীয় খন্ড - বেলুড় মঠ ২৩ শে জুন ১৯৩২।