Kaliachak Times

Kaliachak Times সঠিক তথ্যের ভান্ডার নিয়ে সকলের সাথে সকলের আগে।

♦️ Rahul Gandhi আজকের প্রেস মিটে যাদের ভোট ডিলিট করা হয়েছে, টপ লেভেল থেকে ম্যানিপুলেশন করে তাদের কে সশরীরে হাজির করেছেন...
18/09/2025

♦️ Rahul Gandhi আজকের প্রেস মিটে যাদের ভোট ডিলিট করা হয়েছে, টপ লেভেল থেকে ম্যানিপুলেশন করে তাদের কে সশরীরে হাজির করেছেন!

♦️ রাহুল এর আগের প্রেস মিট এর ডিটেলস রিড করতে গিয়ে দেখেছি, Indian Telecommunication Service ( ITS Officer ), Indian Revenue Service ( Income Tax ), Indian Statistical Service ( ISS ), Indian Information Service ( IIS ) শেষে NIC ( National Informatics Centre) এর অফিসার রা এই সিকোয়েন্স মেনে পুরো ম্যানিপুলেশন প্রক্রিয়া তে যুক্ত থাকেন! একদম সবার উপরে 3 আইএএস কমিশনার তো আছেই!

♦️ ভোটার কেমন লোকের ডিলিট হবে, তার জন্য IRS অফিসার দের লাগানো হয়, তাদের আর্থ সামাজিক অবস্থা চেক করতে, মোবাইল এ OTP যাবে সেটা ডিল করতে টেলিকমিউনিকেশন অফিসার দের, Statistical and Information সার্ভিস এর অফিসার রা সেই বুথের ম্যাপিং ট্যাগিং এর কাজ সেট করে, শেষে NIC এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল লেভেলের অফিসার এর কাছে আসে ফাইনাল ডিলিট করার জন্য. এভাবেই চলছে সব আজকের প্রেস মিট দেখে যা রিড করা যাচ্ছে!

➡️ এই ভোটার ডিলিট এর সময় হচ্ছে ভোর 4 টে!

Election Commission of India

♦️ Special Intensive Revision West Bengal 2025🗳️ 2002 ও 2025 ভোটার লিস্টের নামের তালিকার মধ্যে ম্যাচিং করানোর নির্দেশ BL...
11/09/2025

♦️ Special Intensive Revision West Bengal 2025
🗳️ 2002 ও 2025 ভোটার লিস্টের নামের তালিকার মধ্যে ম্যাচিং করানোর নির্দেশ BLO দের
🗳️ আগামীকাল থেকে কাজ শুরু, শেষ করতে হবে 20/09/2025 এর মধ্যে।

মালদা জেলার তৃণমুল কংগ্রেসের বিভিন্ন ব্লকের  দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম।
07/09/2025

মালদা জেলার তৃণমুল কংগ্রেসের বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম।

ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের অনুশীলন করেছে।
05/09/2025

ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপের অনুশীলন করেছে।

ঝাড়গ্রামে বাবা-মাকে গু*লি করে খু*ন করলেন পুলিশের সাব ইনস্পেক্টর! পরে আ*ত্মহ**ত্যা করার চেষ্টা      সার্ভিস রিভলভার দিয়ে...
04/09/2025

ঝাড়গ্রামে বাবা-মাকে গু*লি করে খু*ন করলেন পুলিশের সাব ইনস্পেক্টর! পরে আ*ত্মহ**ত্যা করার চেষ্টা

সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গু*লি করে খু*ন! তার পর আ*ত্ম*হ*ত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। ঝাড়গ্রাম শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মীকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশকর্মীর মা-বাবার ম*য়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। ওই পুলিশকর্মীর নাম জয়দেব চট্টোপাধ্যায়। তিনি রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটালিয়নের সাব ইনস্পেক্টর (এসআই)। ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আদতে আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে থাকতেন ঝাড়গ্রাম পুলিশ লাইনে।

১০ বছর চাকরি করার পর যাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করব: মমতা বন্দ্যোপাধ্যায়।
04/09/2025

১০ বছর চাকরি করার পর যাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করব: মমতা বন্দ্যোপাধ্যায়।

03/09/2025

Happy Teachers Day. শিক্ষক দিবসের প্রাক্কালে মুর্শিদাবাদের বেলডাঙার এক বেসরকারি স্কুলে রাতের অন্ধকারে শিক্ষকদের বেধড়ক পেটালো দশম শ্রেণির ছাত্ররা।

03/09/2025
দাগি’দের করা মামলা খারিজ! ভর্ৎসনা করে হাই কোর্টের প্রশ্ন: এত দিন ছিলেন কোথায়, চলে এলেন তালিকা বেরোতেই?        স্কুল সার্...
02/09/2025

দাগি’দের করা মামলা খারিজ! ভর্ৎসনা করে হাই কোর্টের প্রশ্ন: এত দিন ছিলেন কোথায়, চলে এলেন তালিকা বেরোতেই?

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ সংক্রান্ত মামলায় ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। তাঁদের মামলা খারিজ করে দিয়েছে আদালত। এসএসসির প্রকাশিত ‘দাগি অযোগ্য’দের তালিকায় কোনও হস্তক্ষেপ করল না আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী ‘দাগি’রা।
মামলাকারী ‘দাগি অযোগ্যে’রা এত দিন তাঁরা কোথায় ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, “এত দিন কোথায় ছিলেন? যেই তালিকা প্রকাশ হল, আদালতে চলে এলেন।” বিচারপতি আরও বলেন, “যথেষ্ট হয়েছে আর নয়! সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কী ভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সপ্তাহেই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে এসএসসি। ওই তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র যে নিয়োগ পরীক্ষা রয়েছে, তাতে বসতে পারবেন না ‘দাগি অযোগ্যে’রা। তবে কমিশন তালিকা প্রকাশের পরে ওই তালিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ‘দাগি অযোগ্যে’রা। তাঁদের যাতে পরীক্ষায় বসতে দেওয়ার হয়, সেই আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। মামলাকারীদের বক্তব্য, তাঁরা যে ‘দাগি’, তা কে ঠিক করে দিল? কিসের ভিত্তিতে তাঁদের ‘দাগি’ বলা হচ্ছে?

মঙ্গলবার হাই কোর্টে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীদের ভর্ৎসনা করেন বিচারপতি। মামলাকারীদের কাছে তিনি জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়েছিলেন কি না। বিচারপতির প্রশ্ন, যদি তাঁরা স্কুলে না গিয়ে থাকেন, তবে আগেই কেন আদালতে আসেননি? বিচারপতি ভট্টাচার্য বলেন, “গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনারা স্কুলে যেতে পারেননি। এখন কেন আবেদন করেছেন?”

‘দাগি অযোগ্য’দের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ি এবং আইনজীবী শাক্য সেন। তাঁরা সওয়াল করেন, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্যর যে সব শর্ত বলেছে, তা এই প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনিন্দ্যের বক্তব্য, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে, প্যানেল বহির্ভূত ভাবে যাঁরা চাকরি পেলে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেলে— এই তিনটি ক্ষেত্রকে ডিভিশন বেঞ্চ দাগি অযোগ্য হিসাবে বলেছিল। কিন্তু মামলাকারী চাকরিপ্রার্থীরা এই ‘ক্যাটেগরি’তে পড়েন না বলেই দাবি আইনজীবীর। মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলেরা সাদা খাতা জমা দেননি। তাঁরা একটি প্রশ্নের হলেও উত্তর দিয়েছেন। ফলে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত বলে আদালতে সওয়াল করেন আইনজীবী। অন্য দিকে কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মামলাকারীরা সকলেই ‘দাগি অযোগ্য’। তিনি বলেন, “এটা নিয়ে তর্ক করে লাভ নেই। এই সব প্রার্থীর বিরুদ্ধে ওএমআর শিট কারচুপির অভিযোগ রয়েছে। সিবিআই যে তালিকা উদ্ধার করেছিল, তার সঙ্গে এসএসসি মিলিয়ে দেখেছে। ওএমআর শিট কারচুপি করে চাকরি পেয়েছেন। এই প্রার্থীরা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন।”

বিচারপতি ভট্টাচার্য আবার মামলাকারীদের উদ্দেশে জানতে চান, তাঁরা এত দিন কী করছিলেন। তিনি বলেন, “৩১ ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেন স্কুলে যেতে দেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তর দিন। তখন আপনারা কী করছিলেন? কেন এসএসসির কাছে গিয়ে বলেননি?” তখন ‘দাগি অযোগ্য’দের আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেলদের কেন ‘অযোগ্য’ হিসাবে ধরা হল? ‘যোগ্য’ বা ‘অযোগ্য’ তালিকা কোথায়? সব তালিকা কেন প্রকাশ হল না? যদি ‘অযোগ্য’ বলা হয় তবে কেন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী। মামলকারীদের আইনজীবী বলেন, “অ্যাডমিট কার্ড দিয়েও কেন বাতিল করা হল? ওই সিদ্ধান্তকেও আমরা চ্যালেঞ্জ করছি।” যদিও কল্যাণ সওয়াল করেন, “সিবিআই বলছে ওএমআর শিট কারচুপি করা হয়েছে। তারা আমাদের দিয়েছে, আমরা গ্রহণ করেছি। সেই হিসাবে তাঁরা অযোগ্য। কারচুপি হয়েছে। ফলে কোন প্রার্থীকে, কত নম্বর দেওয়া হয়েছে সেটা ধরে লাভ নেই।” আনন্দবাজার

আজ বিহারের মুজাফফরনগরে বোন প্রিয়াঙ্কা গান্ধী কে নিয়ে বাইক ভোট অধিকার যাত্রায় রাহুল গান্ধী।
27/08/2025

আজ বিহারের মুজাফফরনগরে বোন প্রিয়াঙ্কা গান্ধী কে নিয়ে বাইক ভোট অধিকার যাত্রায় রাহুল গান্ধী।

27/08/2025

27/08/2025

Address

Kaliachak

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaliachak Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share