24/04/2025
"মিডিয়া এখন আয়নার মতো নয়, একটা খাঁচা — যেখানে সত্য আটকে থাকে, আর মিথ্যে উড়ে বেড়ায়।"
আমরা এমন একটা সময়ে বেঁচে আছি,
যেখানে সত্য কথা বললে তুমি রাষ্ট্রবিরোধী,
আর চুপ থাকলে তুমি ভালো নাগরিক!
এই চুপ থাকার সংস্কৃতি তৈরি করেছে তারা—
যাদের হাতে মাইক আছে, ক্যামেরা আছে, TRP-এর খিদে আছে।
আজকের মিডিয়া খবর দেয় না,
বরং কীভাবে একটা জাতিকে একে-অপরের শত্রু করে তোলা যায়,
সেই চিত্রনাট্য লিখে, অভিনয় করে, আর আমাদের বোঝায়—
"এটাই বাস্তব!"
তারা কখনও বলবে না—
তোমার ছেলে বেকার কেন?
তোমার মা হাসপাতালে শয্যা পায় না কেন?
তোমার জমি কে কেড়ে নিচ্ছে?
কারা করছে গোপনে আইন বদল?
এর চেয়ে অনেক "গুরুত্বপূর্ণ" খবর তাদের কাছে —
কোন হিরোইন আজ মা হল!
কোন নায়ক আজ বিদেশে ঘুরতে গেল!
কোন কোটিপতির বাথরুমে পানি ছিল না —
এই হলো "জাতীয় সংবাদ"!
এটা শুধু মিডিয়ার অপরাধ নয়—
আমরাও কম দোষী নই।
আমরা নিজের চোখে যা দেখি, তাও বিশ্বাস করি না
যতক্ষণ না তারা বলে—
"হ্যাঁ, এটা সত্যি।"
আমরা এতটাই প্রোগ্রামড হয়ে গেছি,
যে নিজের চিন্তা হারিয়ে ফেলেছি।
আমরা আর প্রশ্ন করি না—
কারা আমাদের লড়িয়ে দিচ্ছে?
কারা আমাদের দারিদ্র্যের সুযোগ নিচ্ছে?
কারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে?
আজ মিডিয়া শিখিয়ে দেয় কাকে ঘৃণা করতে হবে,
কাকে বিশ্বাস করতে হবে, কাকে শত্রু ভাবতে হবে—
আর আমরা সে নির্দেশই পালন করি,
যেন আমরা বুদ্ধিহীন পুতুল।
এটাই তো চেয়েছিল তারা—
একটা ভয় পেতে থাকা, ঘৃণায় ভরা সমাজ
যেখানে মানুষ প্রশ্ন না করে,
শুধু শুনে যায়, মেনে চলে।