16/09/2025
একটি ঐতিহাসিক দিন ভারতের জন্য! 🇮🇳
মাননীয় সুপ্রিম কোর্ট Waqf (Amendment) Act, 2025 এর ওপর একটি যুগান্তকারী রায় দিয়েছেন, যা দেশের ভূমি, ঐতিহ্য ও নাগরিকদের সম্পত্তি অধিকারকে রক্ষা করবে। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রায়ের মূল কথা সমূহ:
⚖️ দুর্নীতির চিত্র উদঘাটিত: আদালত স্বীকার করেছে, ওয়াকফকে দীর্ঘদিন ধরে “চতুর উপায়” হিসেবে ব্যবহার করা হয়েছে সম্পত্তি দখল ও ঋণদাতাদের ঠকানোর জন্য।
⚖️ মালিকানার মর্যাদা অটুট: শুধুমাত্র প্রকৃত মালিকই তার সম্পত্তি ওয়াকফ হিসাবে উৎসর্গ করতে পারেন। সরকারি বা তৃতীয় পক্ষের জমি দিয়ে দান করা যাবে না।
⚖️ ওয়াকফ বাই ইউজার বাতিল: এই প্রথা, যা বহু সম্পত্তি দখলের জন্য ব্যবহৃত হতো, আদালত সঠিকভাবে বাতিল করেছেন।
⚖️ সরকারি জমি নিরাপদ: আদালত স্পষ্ট করেছেন যে, সরকারি জমি নাগরিকদের। এটি ওয়াকফের আড়ালে দখল করা যাবে না।
⚖️ ঐতিহ্য ও মনুমেন্ট রক্ষিত:*প্রাচীন মনুমেন্ট, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান আর অবৈধভাবে ওয়াকফ হিসেবে ঘোষণা করা যাবে না।
⚖️ আদিবাসী কমিউনিটির জমি নিরাপদ: আদিবাসী ও অন্যান্য সংরক্ষিত কমিউনিটি জমি আর ওয়াকফ বোর্ডের হাতে চলে যাবে না।
⚖️ ন্যায়বিচারে আদালতের কর্তৃত্ব অটুট: সম্পত্তির মালিকানা কেবলমাত্র ট্রাইব্যুনাল বা হাই কোর্টের মতো আদালতই নির্ধারণ করতে পারবেন।
এই রায় ভারতের সার্বভৌমত্ব, নাগরিক সম্পত্তি ও ঐতিহ্যকে রক্ষার একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা পুনরায় মাননীয় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজকের রায় দেখার পর বিরোধী রাও খুশি হবে। তাদের আইনজীবীরা অর্ডার না পাক সুপ্রিম কোর্ট থেকে ধন্যবাদ পেয়েছে।
জমি, সম্পত্তি ও দেশের ঐতিহ্য রক্ষায় আজকের দিন সত্যিই স্মরণীয়। 🇮🇳
আগের আইন যেটা ছিল সেটার উদ্দেশ্য ছিল ভারত দখল করা এবং ভারতের জমি দখল করা। Waqf এর মাধ্যমে ভারতবর্ষ দখলের এবং সম্পূর্ণ ভারতবর্ষের ইসলামীকরণের চেষ্টা হচ্ছিল।
Tarunjyoti Tewari এর দেওয়াল থেকে।