Soham Banerjee

Soham Banerjee Nationalist || Sanatani || Devotee of Mahadev
अंतः अस्ति प्रारंभः।

এটা হল, আসল ভিডিও।
21/09/2025

এটা হল, আসল ভিডিও।

রাহুল নিজেই নিজেকে গনতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন বলে দাবি করেছে। এর পরেও এদের সমর্থণ তারাই করবে, যাদের পার্টির কাটমানি খ...
20/09/2025

রাহুল নিজেই নিজেকে গনতন্ত্রের বিরুদ্ধে কাজ করছেন বলে দাবি করেছে। এর পরেও এদের সমর্থণ তারাই করবে, যাদের পার্টির কাটমানি খেয়ে বেঁচে থাকতে হয়।
বাঙলায় SIR এর বিরোধিতা করে তৃণমূল ও আসলে অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ক কে রক্ষ করতে চাইছে।

20/09/2025
20/09/2025
বিরোধী দলনেতা রাহুল গান্ধী কর্নাটকের আলান্দ বলে একটি বিধানসভায়  #ছয়_হাজার_আঠারো টি ভোটারের নাম ডিলিট হয়েছে বলে ইলেকশন...
18/09/2025

বিরোধী দলনেতা রাহুল গান্ধী কর্নাটকের আলান্দ বলে একটি বিধানসভায় #ছয়_হাজার_আঠারো টি ভোটারের নাম ডিলিট হয়েছে বলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছে ।
কর্ণাটকের চিফ ইলেক্টরাল অফিসার রাহুল গান্ধীর এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন । তিনি জানিয়েছেন যে ওই ৬০১৮ ভোটারের নামের মধ্যে কেবলমাত্র ২৪টি জেনুইন বাকিগুলি ৫৯৯৪টি ফেক ।
আমি এই পোস্টটা কিছুতেই লিখতাম না কিন্তু আজকে দেখলাম তৃণমূলের আইটি সেলের এক পরিচিত ভদ্রলোক রাহুল গান্ধীকে অলমোস্ট মাসিহা পর্যায়ে নিয়ে চলে গেছেন এবং আলান বিধানসভার ফেক ভোটারের উল্লেখ করেছেন ।
নিচে কর্নাটকের চিফ ইলেক্ট্ররাল অফিসারের বক্তব্য থাকলো ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কর্নাটকে কিন্তু বিজেপি সরকার নেই , কংগ্রেসের সরকার ।
Subhamay Chaudhuri এর দেওয়াল থেকে।

17/09/2025

On 17th Sept, 2025, Praying to Mahadev for a Healthy and prosperous Comback of the Day in his life, which called the Bir...
16/09/2025

On 17th Sept, 2025, Praying to Mahadev for a Healthy and prosperous Comback of the Day in his life, which called the Birthday of The Greatest of All Time Prime Minister of India, the Sage, the Priest PM, My PM, ji.

একটি ঐতিহাসিক দিন ভারতের জন্য! 🇮🇳মাননীয় সুপ্রিম কোর্ট Waqf (Amendment) Act, 2025 এর ওপর একটি যুগান্তকারী রায় দিয়েছেন,...
16/09/2025

একটি ঐতিহাসিক দিন ভারতের জন্য! 🇮🇳

মাননীয় সুপ্রিম কোর্ট Waqf (Amendment) Act, 2025 এর ওপর একটি যুগান্তকারী রায় দিয়েছেন, যা দেশের ভূমি, ঐতিহ্য ও নাগরিকদের সম্পত্তি অধিকারকে রক্ষা করবে। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

রায়ের মূল কথা সমূহ:

⚖️ দুর্নীতির চিত্র উদঘাটিত: আদালত স্বীকার করেছে, ওয়াকফকে দীর্ঘদিন ধরে “চতুর উপায়” হিসেবে ব্যবহার করা হয়েছে সম্পত্তি দখল ও ঋণদাতাদের ঠকানোর জন্য।

⚖️ মালিকানার মর্যাদা অটুট: শুধুমাত্র প্রকৃত মালিকই তার সম্পত্তি ওয়াকফ হিসাবে উৎসর্গ করতে পারেন। সরকারি বা তৃতীয় পক্ষের জমি দিয়ে দান করা যাবে না।

⚖️ ওয়াকফ বাই ইউজার বাতিল: এই প্রথা, যা বহু সম্পত্তি দখলের জন্য ব্যবহৃত হতো, আদালত সঠিকভাবে বাতিল করেছেন।

⚖️ সরকারি জমি নিরাপদ: আদালত স্পষ্ট করেছেন যে, সরকারি জমি নাগরিকদের। এটি ওয়াকফের আড়ালে দখল করা যাবে না।

⚖️ ঐতিহ্য ও মনুমেন্ট রক্ষিত:*প্রাচীন মনুমেন্ট, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান আর অবৈধভাবে ওয়াকফ হিসেবে ঘোষণা করা যাবে না।

⚖️ আদিবাসী কমিউনিটির জমি নিরাপদ: আদিবাসী ও অন্যান্য সংরক্ষিত কমিউনিটি জমি আর ওয়াকফ বোর্ডের হাতে চলে যাবে না।

⚖️ ন্যায়বিচারে আদালতের কর্তৃত্ব অটুট: সম্পত্তির মালিকানা কেবলমাত্র ট্রাইব্যুনাল বা হাই কোর্টের মতো আদালতই নির্ধারণ করতে পারবেন।

এই রায় ভারতের সার্বভৌমত্ব, নাগরিক সম্পত্তি ও ঐতিহ্যকে রক্ষার একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা পুনরায় মাননীয় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজকের রায় দেখার পর বিরোধী রাও খুশি হবে। তাদের আইনজীবীরা অর্ডার না পাক সুপ্রিম কোর্ট থেকে ধন্যবাদ পেয়েছে।

জমি, সম্পত্তি ও দেশের ঐতিহ্য রক্ষায় আজকের দিন সত্যিই স্মরণীয়। 🇮🇳

আগের আইন যেটা ছিল সেটার উদ্দেশ্য ছিল ভারত দখল করা এবং ভারতের জমি দখল করা। Waqf এর মাধ্যমে ভারতবর্ষ দখলের এবং সম্পূর্ণ ভারতবর্ষের ইসলামীকরণের চেষ্টা হচ্ছিল।


Tarunjyoti Tewari এর দেওয়াল থেকে।

যাদবপুর এর ছাত্রীমৃত্যুর প্রতিবাদে একটাও স্টেটমেন্ট নেই কেন?? হিপোক্রেসি এর অসীমতা আপনাদের থেকেই শিখুক সবাই।
15/09/2025

যাদবপুর এর ছাত্রীমৃত্যুর প্রতিবাদে একটাও স্টেটমেন্ট নেই কেন?? হিপোক্রেসি এর অসীমতা আপনাদের থেকেই শিখুক সবাই।

যারা ওনাকে "ফেকুজি" বা "জুমলা বাজ" বলে, তারা ৬০ বছর কেন্দ্রে ক্ষমতায় থাকা কালিন, এমন ভাবে মিজোরাম কে রেলপথে জুড়তে পারেনন...
15/09/2025

যারা ওনাকে "ফেকুজি" বা "জুমলা বাজ" বলে, তারা ৬০ বছর কেন্দ্রে ক্ষমতায় থাকা কালিন, এমন ভাবে মিজোরাম কে রেলপথে জুড়তে পারেননি কেন?
সদিচ্ছার অভাব, আর লুট পাটে মনোযোগের কারনে??

Address

Kalyani

Alerts

Be the first to know and let us send you an email when Soham Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soham Banerjee:

Share