
18/06/2025
রোগ নয়, ভুল অভ্যাস আমাদের শেষ করে দিচ্ছে... 🧠❤️🩹🍔🥐🥖🍩🍰
প্রতিদিন ভুল খাবার খাচ্ছি, অথচ বুঝতেই পারছি না—এই খাবারগুলোই ধীরে ধীরে আমাদের শরীরটাকে বিষাক্ত করে দিচ্ছে।
কালোরি ম্যানেজ করতে না পারার কারণে কেউ সুগারে, কেউ প্রেসারে, কেউ পিসিওডিতে, আবার কেউ থাইরয়েড বা হার্টের সমস্যায় ভুগছে।
আর সবচেয়ে ভয়ানক ভুল?
এইসব রোগ হলে আমরা ধরে নিই —
“এগুলো কখনোই ভালো হয় না।”
সারা জীবন ওষুধ খেতে হবে, ইনসুলিন নিতে হবে, আর পার্শ্বপ্রতিক্রিয়ায় ধ্বংস হবে একটা একটা করে অর্গান…
কিন্তু আমি জানি, এটা সত্যি নয়।
আমি এমন একটা সিস্টেমে আছি,
যেখানে শুধু নিউট্রিশন নয়,
খাবারটাই ওষুধ হয় –
যেখানে বোঝানো হয়
কী খেতে হবে, কখন খেতে হবে, আর কীভাবে খেতে হবে।
আমি
শুধু এতটুকুই চাই –
আপনি যেন বাঁচার একটা শেষ সুযোগ দেন নিজেকে।
একবার যোগাযোগ করুন, যদি মনে করেন আপনার জীবনটা বাঁচানো দরকার।
কারণ আপনি deserve করেন সুস্থ একটা জীবন।