23/08/2025
#মেয়েছেলে
একটা অল্পবয়সী মেয়ে বা একজন গৃহবধূ বা একজন বয়স্ক মহিলা যখন বাড়ির মধ্যে থাকে তখন তাদের পরিচয় হয় তারা কারো মেয়ে, কারো মা, কাকিমা, কারো বোন, কারো স্ত্রী , কারো দিদা ঠাকুমা ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই সে বাইরে বের হয় , তখন এই ডাক গুলো বা এই শব্দ গুলো কোথায় হারিয়ে যায়। তখন আমরা নিজের একটা অদ্ভুত নামে পরিচয় পাই, সেটা হলো মেয়েছেলে।
কিন্তু কেনো? নারী জাতি মহিলা বা অন্য কোনো সম্বোধন না কেনো ? মেয়েছেলে কেনো ?
কোনো পুরুষ কে কি কেউ ছেলেমেয়ে বলে ? কখনোই না। তাহলে আমরা কেনো মেয়েছেলে কথাটা শুনবো?
অভিধান এ মেয়েছেলে কথাটার কোনো নির্দিষ্ট মানে খুঁজে পেলাম না। নারীর সমার্থক শব্দ কোথাও মেয়েছেলে লেখা নেই।
বাসে, ট্রেনে ,দোকানে, বাজারে, অটোতে, টোটোতে , শহরে, গ্রামে , অফিসে, পাড়াতে যেখানেই যাবেন , মেয়েছেলে কথাটা শুনতেই হয়। একজন মহিলাকে মোটামুটি তার কৈশোর থেকে শুরু করে সারা জীবন এই মেয়েছেলে শব্দটি নিজের সম্পর্কে শুনতে হয়। তার চেয়ে বেশী দুঃখ জনক যে শুধু ছেলেরা না মেয়েরাও একে অপরকে মেয়েছেলে বলে ডাকে।
বিশেষ করে কারো বাড়িতে যখন কোনো মহিলা পোয়াতি হয় তখন মেয়েছেলে ডাক্তার কথাটা বার বার উচ্চারিত হয়। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে একজন মহিলার কাছে।
গর্ভের কন্যা ভ্রূণকে নষ্ট করার জন্য যখন কোনো মেয়ের পরিবারের লোক বলে একটা মেয়েছেলে ডাক্তার হলে ভালো হতো , সেটা তো মানবজাতির শ্রেষ্ঠ লজ্জা।
বাচ্চাকে পড়ানোর জন্য কোনো মহিলা টিচার বাড়িতে এলে তাকে দেমাগী মেয়েছেলে ডাকা হয় আড়ালে। কিন্তু বাড়ির কাজের মাসীকে ঝগড়ুটে মেয়েছেলে বলা যায় সরাসরি।
নারীর সামাজিক অবস্থান যাইহোক না কেনো মেয়েছেলে কথাটা থেকে কারো রেহাই নেই।
বেশীর ভাগ পুরুষদের কাছে নিজের বাড়ির মহিলারা বাদে সবাই মেয়েছেলে। যুগ যুগ ধরে চলে আসছে মেয়েছেলে কথাটা। যে কোনো মহিলাকে প্রকাশ্যে মেয়েছেলে বলা যেতে পারে।
সামাজিক বা অর্থনৈতিক অবস্থা যেমন ই হোক না কেনো , সব নারীর পরিচয় তারা নারী , মেয়ে, মহিলা, মেয়েছেলে না।
সমাজে একজন অচেনা পুরুষকে ভদ্রলোক বলা হয় বেশির ভাগ সময়, খুব সহজেই। অথচ একজন মহিলাকে অনায়াসে ই মেয়েছেলে বলা হয়। দু এক সময় খুব কষ্ট করে , অফিস ডেকোরামের কারণে, লোকলজ্জার ভয়ে বাঁধো বাঁধো গলায় ভদ্রমহিলা কথাটা উচ্চারণ করা হয়। তাও সবাই না, সমাজে যাদের একটু উচ্চ অবস্থান আছে তারা জনসমক্ষে মেয়েছেলে বলে না দু এক সময়। তবে মহিলা কথাটা আর খুব একটা শোনা যায় না। মেয়েছেলে কথাটাই যেনো বলার নিয়ম।
আর হবে নাই বা কেনো। কেউ আপত্তি করে না খুব একটা। পুরুষদের তো আপত্তি থাকার কথা না মেয়েরা যদি নিজেদের মেয়েছেলে নামে মেনে নেয়, কোনো আপত্তি না করে।
মেয়েছেলে ডাকলে শুনতে খারাপ লাগছে এটা যেদিন সমগ্র নারীজাতির উপলদ্ধি করবে , আপত্তি তো সেদিনই করবে, এর আগে তো না।
সামান্য মোটা বললে রাগ হয়ে যায় মেয়েরা , সাজগোজ করার পর সুন্দর লাগছে না বললে তেরে মারতে যায়, অথচ মেয়েছেলে বললে কোনো কিছু যায় আসেনা।
কোনো ছেলে যদি মেয়েদেরকে সন্মান দিয়ে মেয়েছেলে না বলে ম্যাডাম বলে ,অনেক সময় বাকিরা তাকে নিয়ে খিল্লি করে।
অন্যের বোনকে যদি কেউ বোন বলে ডাকে আসে পাশের বাকি লোকেরা বারবার যাচাই করতে আসে নিজের বোন তো না , তাহলে কেনো বোন বলে ডাকলো ?
কলমে
স্রোতস্বিনী রায়