Biswa Barta-বিশ্ব বার্তা

Biswa Barta-বিশ্ব বার্তা Biswa Barta news website is an online bengali news portal, free from trap, paid and biased news. It i
(2)

বাংলায় প্রচলিত অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল। যা সবসময় নিরপেক্ষ খবর পরিবেশন করে থাকে।

25/07/2025

বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের পাল্টা মারের নিদান মিঠুনের। দলীয় কর্মীদের জন্য মিঠুনের বার্তা, ‘মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন।’ মিঠুনের মন্তব্যের সমালোচনা করা হয়েছে বিরোধীদের তরফে।

25/07/2025

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগ করুন রাজ্য পুলিশের হেল্পলাইনে

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে ওঁদের কোনও স্পষ্ট ধারণা নেই।

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া নাগরিকরা যদি কোনও ধরনের সমস্যায় পড়েন, তাঁদের বা তাঁদের পরিবারের কাছে আমাদের আবেদন, সঙ্গে সঙ্গে আপনার স্থানীয় থানায় জানান। জেলার কন্ট্রোল রুমেও জানাতে পারেন। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে আমরা চালু করছি একটি হেল্পলাইন। যার নম্বর হল 9147727666 । এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দিতে পারেন, নিজের নাম-ঠিকানাসহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  SSC: শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার দিন দিয়ে নোটিস দিয়ে দিল এসএসসি...
24/07/2025


SSC: শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার দিন দিয়ে নোটিস দিয়ে দিল এসএসসি...

24/07/2025

এসএসসি-কে পরীক্ষার তারিখ জানাল রাজ্য সরকার

স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রস্তাবে সায় দিল রাজ্য শিক্ষা দফতর। ২০২৫ সালের দ্বিতীয় দফার SLSLT (School Level Selection Test) পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হয়েছে ৭ ও ১৪ সেপ্টেম্বর।

সম্প্রতি, গত ১৮ জুলাই SSC সরকারের কাছে এই দুটি দিন পরীক্ষার প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব মেনে রাজ্য শিক্ষা দফতর SSC-কে চিঠি দিয়ে অনুমোদনের কথা জানায়।

SSC সূত্রে জানা গেছে, এই পরীক্ষার জন্য নতুন করে ৫,৮৩,৭০০ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১৩,০০০-রও বেশি 'যোগ্য' শিক্ষক ও শিক্ষিকা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই নির্দিষ্ট যোগ্যতা অর্জন করেছেন।

24/07/2025

OBC CASE: ওবিসি নতুন লিস্টে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। দ্রুত শুনানির দাবি জানান তিনি। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে।

"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। এই প্রক্রিয়ায়...
23/07/2025

"ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী আগস্ট মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR।

এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিলআপ করাবেন। সঙ্গে লাগবে নিচের ছবিতে উল্লেখিত ১২ টা ডকুমেন্টস এর মধ্যে যেকোনো একটি।
এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন।

১) জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।

২) ১৯৮৭ - ২০০২ এর মধ্যে জন্মগ্রহণ করা ভোটার।

এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১২ টির মধ্যে, (তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR অর্থাৎ ভোটার তালিকায় যদি তাদের নাম থাকে সেই লিস্টের পাতাটি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।

৩) ২০০২ এর পর জন্ম নেওয়া ভোটার।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট।
(এই ক্ষেত্রেও ২০০২ এর শেষ SIR বা ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতাটি জমা দিলেই হবে।

এই রিভিশন ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে, কোনো চিন্তা করবেন না।

যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই, আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন। আপনি রাজ্য কিংবা আপনার স্থায়ী ঠিকানার বাইরে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি সাথে রাখুন অথবা জোগাড় করে নিন।

জনস্বার্থে শেয়ার করুন।

23/07/2025

SSC: মধ্যে নবম-দশমের শিক্ষক পদে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে প্ৰায় ২ লক্ষ ৫৫ হাজার আবেদনকারী। অযোগ্য হিসেবে চিহ্নিত না-হওয়া প্রার্থী ছিলেন ১৫৪০৩ জন। তার মধ্যে সাড়ে ১৩ হাজার ৭০০ জন আবেদন করেছেন বলে খবর। সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হয়েছে। এসএসসি সূত্রের খবর, ২০১৬ সালে শিক্ষক পদে আবেদনকারী ছিলেন প্রায় ২ লক্ষ ৯১ হাজার। এ বার আবেদনকারী তার প্রায় দ্বিগুণ।

21/07/2025

মমতা বন্দ্যোপাধ্যায়: বড়বড় কথা বলছেন! কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট! আর আপনারা বড়বড় কথা বলছেন? আপনাদের কন্ট্রোল করছেন কে? এত রক্তের বিনিময়েও কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? কিসের হিন্দু আপনারা?

21/07/2025

SSC: বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি হয়েছে। মামলাকারীদের উদ্দেশে বিচারপতি কুমারের প্রশ্ন, ‘‘আপনারা কারা? যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে।’’ এর পর তাঁর মন্তব্য, ‘‘আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমাদের রায় দেখুন। আমরা বলেছি নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে। কোনও বিধির কথা বলিনি। এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে।’’

21/07/2025

BIG NEWS: নতুন SSC শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে কলকাতা হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। ২০২৫ এর গ্যাজেট /বিজ্ঞপ্তি মেনেই নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে। এর ফলে নতুন নাম্বার বিভাজন সহ টিচিং এক্সপেরিয়েন্স এর ১০ নম্বর বহাল থাকছে

21/07/2025

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হল। সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশে শীর্ষ আদালতের প্রশ্ন, ‘‘সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা?’’
মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। তা শুনেই বিচারপতি অসন্তুষ্ট হন।

21/07/2025

'একটা সুযোগ পেলে বিজেপি দেখিয়ে দেবে উন্নয়ন কাকে বলে', বিরাট আশ্বাস বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

Address

Kalyani

Alerts

Be the first to know and let us send you an email when Biswa Barta-বিশ্ব বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

About Page

Biswa Barta (Website: www.banglanewslive.co.in ) is a Bengali language news portal. It believe in a philosophy “Songe Thakun Khobore Thakun”. This news portal has come here to talk about those people whose voice are restricted, those are deprived and those are crying for justice. Biswo Barta news portal is like a light, a Hope.