Adil Media

Adil Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adil Media, Media/News Company, Kamalpur.

আসল রাসেল ভাইপার....ওহ সরি রাসেল ভাইসাব 😁😁
23/06/2024

আসল রাসেল ভাইপার....
ওহ সরি রাসেল ভাইসাব 😁😁

17/06/2024

সবাইকে পবিত্র ঈদ –উল–আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক

"আমার ভাই Atiqur Rahman আতিক হত্যা কারী খুনি সুফিয়ান কে অবিলম্বে  দ্রুত গ্রেফতার  করতে জোর দাবী জানাচ্ছি।আমার ভাই ছিল এক...
15/06/2024

"আমার ভাই Atiqur Rahman আতিক হত্যা কারী খুনি সুফিয়ান কে অবিলম্বে দ্রুত গ্রেফতার করতে জোর দাবী জানাচ্ছি।আমার ভাই ছিল একজন মেধাবী শিক্ষার্থী,অনেক স্বপ্ন ছিল মানুষের আতিক কে নিয়ে।সেই স্বপ্ন আর পূরন করতে দিল না নরপশুরা। 😭😭
"সবাই কে অনুরোধ করে বলছি সবাই শেয়ার দিন এই পোস্ট।

12/06/2024

আজ ১২ই জুন ২০২৪,
গত বছরের এই দিনটি ছিল আমার কাছে সবচেয়ে কষ্টের দিন, গত বছরের এই দিনে আমার কলিজার টুকরা ভাই Atiqur Rahman কে আমাদের গ্রামের সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নৃশংস ভাবে হত্যা করে।

আমার ভাই আতিক ছিল অত্যান্ত নম্র বদ্র ও সহজ সরল, আতিক ছিলো তুখোড় মেধাবী, ছাত্রজীবনে সব সময় ফাস্ট সেকেন্ডের মধ্যেই বিচরণ করত, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে অনার্স কমপ্লিট করে, ওয়েব ডেভোলাপিং নিয়ে এক্সট্রা কোর্স কমপ্লিট করেছিলো। তার ইচ্ছে উন্নত বিশ্বের কোথাও গিয়ে মান সম্পন্ন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে, সেলক্ষে একধ্যান একমনে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু ঘাতকের আঘাত আমার ভাই আতিককে চিরতরে শেষ করে দেয়।
আমার ভাই আতিক কারো সাথে কোনো দিন উচু গলায় কথা বলেছে আমার জানা নেই। সরল রেখায় চলা যার নিত্য অভ্যাস।আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল,আমাদের ও অনেক সপ্ন ছিল আমার ভাই কে নিয়ে,কিন্তুু সেই স্বপ্ন আর পূরন হল না,ঘাতকের আঘাত আতিককে নিয়ে দেখা বহু মানুষের স্বপ্ন একনিমিষে শেষ করে দেয়।
একজন বাবার সারাজীবনের ঘাম, একজন মায়ের অনেক ত্যাগের বিনিময়ে সবার স্বপ্ন হয়ে আতিক গড়ে উঠেছিলো।
প্রতিটা আহত হৃদয় আতিককে অনুভব করছে প্রতিক্ষণ। এ অনুভব শেষ হবার নয়।অনেক মিস করি আমার কলিজার টুকরা ভাই আতিক তোমারে। 😭😭

আজ আতিকের প্রথম মৃত্যু বার্ষিকী।
সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই।
আল্লাহ তায়ালা যেন আমার ভাইকে শহীদ হিসেবে কবুল করেন। আমীন

এই বাংলার মাটিতে খুনিদের বিচার হবে ইনশাআল্লাহ।

সবাই শেয়ার করে উনাকে খোঁজে পেতে সহযোগিতা করুন।একটি নিখোঁজ সংবাদ:বনগাঁও নিবাসী জনাব শফিক মিয়া সাহেব বয়স আনুমানিক (৭০)বছর।...
05/03/2024

সবাই শেয়ার করে উনাকে খোঁজে পেতে সহযোগিতা করুন।
একটি নিখোঁজ সংবাদ:
বনগাঁও নিবাসী জনাব শফিক মিয়া সাহেব বয়স আনুমানিক (৭০)বছর।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন।রাত আনুমানিক ৩টা থেকে উনাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।যদি কোন হৃদয়বান ব্যাক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন-01783750732(আকবর আলী ছেলে) 01750143833(আরশ আলী ছেলে)যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

11/02/2024
21/12/2023

♥️♥️

Address

Kamalpur

Alerts

Be the first to know and let us send you an email when Adil Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adil Media:

Share