BanglaHunt.in

BanglaHunt.in BanglaHunt.in is a popular Bangla news portal is provide latest bangla news, বাংলা খবর From Kolkata.

BanglaHunt (banglahunt.in) is an independent media organisations dedicated to covaring Populer Bengla News / Reading Latest News / বাংলা খবর / Braking News in Bengali and English From Kolkata, West Bengal, India". BanglaHunt’s aim has always been to report, in depth, on news and views ignored by corporate media, whose agenda is dictated by the rich and powerful in the country. You can follow our w

ork at:

Facebook :
https://www.facebook.com/banglahunt.in/

Twitter :
https://twitter.com/Bangla_Hunt

Instagram :
https://www.instagram.com/banglahunt_in/

  is situated at a height of 359 metres above the river and 35 metres higher than the Eiffel Tower in Paris. It is a 1,3...
07/06/2025

is situated at a height of 359 metres above the river and 35 metres higher than the Eiffel Tower in Paris. It is a 1,315-metre-long steel arch bridge engineered to withstand seismic and wind conditions. The bridge forms a crucial link in the 111-km stretch from Katra to Banihal, and its construction was approved in 2002, but the work started only in 2017. Before the construction, 26 km of approach roads and a 400-metre-long tunnel were built to reach the site, railway officials said.

দিঘার মন্দিরের রথযাত্রা প্রস্ততি 🙏
07/06/2025

দিঘার মন্দিরের রথযাত্রা প্রস্ততি 🙏

জার্মানির বার্লিনে গিয়ে চুপিসারে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
05/06/2025

জার্মানির বার্লিনে গিয়ে চুপিসারে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই ভাঙন বঙ্গ বিজেপিতে
15/05/2025

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই ভাঙন বঙ্গ বিজেপিতে

মালদাঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবার বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল! প্রায় ২ শতাধিক কর্মী করলেন যোগ দিলেন .....

08/05/2025

ভারত-পাক সংঘাতে সোশাল মিডিয়ায় ভুয়ো খবরের দাপাদাপি! শেয়ার করার আগে সতর্ক হোন

পাকিস্তানের হামলার পাল্টা লাহৌরে ড্রোন হামলা ভারতের, এবার অ্যাকশনে নামল ভারতীয় নৌবাহিনী
08/05/2025

পাকিস্তানের হামলার পাল্টা লাহৌরে ড্রোন হামলা ভারতের, এবার অ্যাকশনে নামল ভারতীয় নৌবাহিনী

সাইরেন বাজলেই সতর্ক হোন... ৭ মে দেশজুড়ে যু*দ্ধ*কালীন মক ড্রিল 💪ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে ৭ মে ...
06/05/2025

সাইরেন বাজলেই সতর্ক হোন... ৭ মে দেশজুড়ে যু*দ্ধ*কালীন মক ড্রিল 💪

ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে ৭ মে বুধবার দেশজুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে তার অসামরিক মহড়া হবে। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়ার নির্দেশকা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার মধ্যে রয়েছে বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গা।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় শত্রুপক্ষের বিমান হানার সময় কী করতে হবে, সেই বিষয়ে সাধারণ প্রশিক্ষণ দিতে বলে হয়েছে। তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কী ভূমিকা নেবে, রাজ্যগুলির সিভিল ডিফেন্সকেও উদ্ধারকাজ সংক্রান্ত মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি বিমান হামলার সতর্কতায় সাইরেন বাজলে কী করতে হবে, হঠাৎ যদি ব্ল্যাকআউট হয়, কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়ে, তবে কী করণীয়, তারও মহড়া দিতে বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় অংশ নেবেন জেলাশাসক, জেলা প্রশাসনের আধিকারিক, নাগরিক সুরক্ষা কর্মী, হোমগার্ডরা। মহড়ায় অংশ নিতে বলা হয়েছে এনসিসি ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠনের সদস্য এবং স্কুল-কলেজের পড়ুয়াদের।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশজুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। ২০১৯ সালে উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে এয়ার স্ট্রাইকের সময়ও এমন নির্দেশ জারি করা হয়নি। তার আগে কার্গিল যুদ্ধের সময়েও এমন কিছু হয়নি। অর্থাৎ ১৯৭১-এর পর ফের ২০২৫ সালে আমজনতার জন্য অসামরিক মহড়ার নির্দেশিকা জারি হল। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সরাসরি যুদ্ধের পথেই হাঁটতে চলেছে ভারত?

03/05/2025

দিঘার জগন্নাথ মন্দির দর্শন নিয়ে দিলীপ ঘোষ কি বললেন শুনুন

মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা?মাধ্যমিকে প্রথম: রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অদ্রিত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। ম...
02/05/2025

মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কারা?

মাধ্যমিকে প্রথম: রায়গঞ্জ করোনেশন হাইস্কুল অদ্রিত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬।
মাধ্যমিকে দ্বিতীয় স্থানে আছে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস। একই স্থান পেয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের পড়ুয়া সৌম্য পাল। প্রাপ্ত নম্বর ৬৯৪।
মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৬৯৩।

02/05/2025

মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার।
অদৃতের প্রাপ্ত নাম্বার - ৬৯৬, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনয...
01/05/2025

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান। চলুন জেনে নিই, কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে:
১. আগে নিজের জন্য রাখুন
ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন। অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো।

২. জ্ঞানে বিনিয়োগ করুন
শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নন। তারা নিজেদের দক্ষতা বাড়াতে, ট্রেন্ড জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন। বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান । ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন।

৩. ধৈর্য ধরুন
এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন। তারা জানেন, এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে, লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন।

৪. আয়ের উৎস বাড়ান
একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে— এই সত্যটা তারা মেনে নেন। ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান। একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে, এতে আর্থিক চিন্তা কম হয়।

৫. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন
তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান। সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়।

৬. সাধ্যের মধ্যে জীবনযাপন করুন
দেখানোর জন্য নয়, নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন। এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে।

৭. উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন
তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ—সবকিছুর হিসেব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন। স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে।

৮. এখনি শুরু করুন
ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই- এই সত্যটা তারা বুঝেন। সুযোগ এলেই কাজ শুরু করেন। ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি।

•ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা। নিজেকে প্রাধান্য দেন, শেখার আগ্রহ রাখেন, ধৈর্য ধরেন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকেন, হিসেব রাখেন, এবং সুযোগ এলে কাজে লাগান। এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।

বিশ্বের কনিষ্ঠতম সিএ-র সঙ্গে পরিচিত হন!নন্দিনী আগরওয়াল — মাত্র ১৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় অল ইন্ডি...
01/05/2025

বিশ্বের কনিষ্ঠতম সিএ-র সঙ্গে পরিচিত হন!

নন্দিনী আগরওয়াল — মাত্র ১৯ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১!
২০২১ সালে এই অসাধারণ কৃতিত্বের জন্য জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ!

স্বপ্ন বড় হলে, বয়স কোনো বাধা নয়!
অবিশ্বাস্য মেধা আর অধ্যবসায়ের জোরেই নন্দিনী লিখেছেন ইতিহাস।

নন্দিনী মানেই প্রেরণা, নন্দিনী মানেই সম্ভাবনা!

Address

Kanchrapara

Alerts

Be the first to know and let us send you an email when BanglaHunt.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BanglaHunt.in:

Share