Sayanjit Ghosh

Sayanjit Ghosh মহাদেব এর পরম ভক্ত 💙🙏
তাই আমাকে বোঝা শক্ত 🙂

নেতাজির ভাব ধারার ভাবি 🙏

03/08/2024

হ্যাঁ আমি গর্বিত গ্রামে থাকি বলে...
পাঁচ বছর বয়স থেকে এটা নেশার মত কাজ করে। বৃষ্টি হলে ভেজা বর্ষায় ট্রাক্টর এ চেপে মাঠে মাঠে বেড়ানো এই গুলো । আসলে ভালবাসা সব কিছুকে যায়না যেগুলোকে যায় সেগুলো ভীষণ প্রিয়...
আজ চার বছর পর চাপলাম চালাতে সত্যিই খুব ভালো লাগলো।
আমি ভালবাসি ওই বৃষ্টির সোদা গন্ধ বৃষ্টির জল পায়ের নীচে হালকা ঘাসের ছোঁয়া... হ্যাঁ জানি এখন কার প্রজন্ম এর কাছে এই গুলো বিলাসিতা কিন্তু আমার এই গুলোই ভালো লাগে... মন বসে না আমার চার দেয়াল এর ঘরে আমি উড়তে চাই এই খোলা আকাশে।

25/07/2024

26 th of July Vijay Diwas🙏🙏 Jai hind🇮🇳🇮🇳🇮🇳🥹🥹

29/06/2024
Kota factory ... কম বেশি অনেকের এ দেখা আছে এই TVF এর web series. কিভাবে Kota কে একটা factory হিসেবে দেখানো হয়েছে সেটা স...
21/06/2024

Kota factory ... কম বেশি অনেকের এ দেখা আছে এই TVF এর web series. কিভাবে Kota কে একটা factory হিসেবে দেখানো হয়েছে সেটা সবার জানা। কিন্তু কোথাও না কোথাও আমরা যারা aspirants তারা কোথাও না কোথাও নিজেদের সঙ্গে relate করতে পারি। IIT যেমন Vaibhav, Menna,Uday , Bartika এর স্বপ্ন তেমন এ আমাদের ও particular ছেলে মেয়ে দের নিজেদের স্বপ্ন আছে। কখনো family pressure কখনো নিজেদের কিভাবে পড়া উচিত নিজেদের কিভাবে আরো valo তৈরি করা যায় আবার কখনো টাকা নিয়ে চিন্তা। এটা ঠিক সবার problem আলাদা কিন্তু pressure সবার সমান। এই সব slove হলেও তার পর আসে আমার হবে কিনা selection এটার চিন্তা...... আসলে 1 ta problem যেতে না যেতে আর 1 ta এসে উপস্থিত....
Jittu Bhaiya সত্যি কথা বলতে এই রকম sir পাওয়া যায়না.. সে sir এর থেকে আরো বেশি কিছু। Personal problem হোক বা যেকোনো problem হোক ভয় ছাড়া বলা যাবে এই রকম sir এই যুগে পাওয়া সত্যিই সম্ভব নয়। ....
কোথাও না কোথাও গিয়ে মনে হয় এই education system টাই ভালো নয়... প্রশ্ন আসবে কেন..? কারণ অনেক আছে সবার কাছে আলাদা। ....
আর সব থেকে খারাপ এই সমাজ যে নিজেদের কে অনেক বড় কিছু মনে করে... এখানে Baba মা এর দোষ নেই কি করবে উনারা সমাজ এ থাকতে গেলে answer দিতে হবে... ছেলে 12 pass করলো তো কি করবি এবার.. Science আছে তো engineering না হলে B.Sc আর না হলে Neet... আসলে ছেলে মেয়ের উপর এই গুলো জোর করে দেওয়া হয়। কেউ যদি বাংলা বা english নিয়ে পড়তে চাই কেউ History কেউ বা Geography নিয়ে পড়তে চাই প্রবলেম কোথায়?? ......
Gradution complete হতে না হতে কি রে চাকরি কবে হবে.. Engineering complete হলে কোন company offer দিলো এই সব শুরু... কিন্তু ভাবে না সেই ছেলেটা কত ta pressure পাই।
আজ কাল Su***de কেন বেশি?? কারণ কিছুই না এই education system আর সেই education এ তৈরি হওয়া কিছু শিক্ষিত মূর্খরা যারা নিজেদের জীবনে কোনো রকম এ job পেয়েছে যাদের কোনো স্বপ্ন ছিল না তাদের জন্য। কেউ যদি কোনো স্বপ্ন দেখে দেখতে দাও সে নিশ্চয়ই সফল হবে সফল যদি নাও হতে পারে সফলতার মূল্য টা বুঝবে...
আসা করি আমাদের পরের প্রজন্ম কে এই pressure টা দেবো না বা pressure টা পাবে না যতোটা আমরা পাই বা পাচ্ছি.....

Address

Kandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayanjit Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share