
07/08/2025
আমাদের বিদ্যালয়ের(St.Ignatius High School) প্রাক্তন ছাত্র সাগর বাউরী কিক বক্সিং প্রতিযোগিতায় জাতীয় স্তরে উন্নীত হওয়ার পর আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে (WAKO WORLD senior champianship). এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ABU DHABI, UAE তে|| সাগর অত্যন্ত পরিশ্রমী এবং দুস্থ পরিবারের সন্তান তাই আর্থিক অনটন এই প্রতিযোগিতায় তার বাধা হয়ে দাঁড়াচ্ছে | এই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন যা তার পক্ষে সম্ভব হচ্ছে না || আমরা প্রত্যেকেই সাধ্যমত চেষ্টা করছি ||| আপনাদের কাছেও অনুরোধ রইলো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে সাগরের পাশে দাঁড়াবেন যাতে সে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে |||| অবশ্যই post টি শেয়ার করবেন যাতে করে ক্রীড়া প্রেমী মানুষ তার পাশে এগিয়ে আসতে পারে |||
নিচে সাগরের একাউন্ট QR এবং তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যোগদানের ইনভিটেশন লেটার যুক্ত করা হলো ||| ধন্যবাদ সকলকে||
Sagar Bauri
Heart of Majlispur