Quizzes Competition

Quizzes Competition Its an interesting page from here you can get many unknown questions answers for more fun like us & for live ...

14/09/2025

KALYANI AIIMS এখন পুরোপুরি রেডি।
ডক্টর বললেন, একটা টেস্ট করাতে হবে। ভাবলাম সর্বনাশ। সঙ্গে সঙ্গে মাথায় এলো কোথা থেকে করাবো, কত টাকা লাগবে এবং কতদিন লাগবে।
ডক্টর বললেন, এক্ষুনি টেস্ট হবে। এবং সঙ্গে সঙ্গে একটি ছেলেকে ডাকলেন। ছেলেটি এলো এবং একটি অত্যন্ত কঠিন টেস্ট ১০ মিনিটের মধ্যে রেডি করে রিপোর্ট দিলেন। একদম ফ্রি। এরপর ডক্টর ওষুধ লিখলেন।
এটি কোন সাউথের হসপিটালের ঘটনা নয়, কল্যাণী এইমসের। এমনই পরিষেবা পেলাম গতকাল।
এইমস এখন পুরোপুরি তৈরি।
সবাই ফ্রি এই পরিষেবা পেতে পারেন। কিভাবে?
1. AIIMS KALYANI অ্যাপস ডাউনলোড করুন। (অবশ্যই আপনার মোবাইল থেকে) নাম ঠিকানা আধার নম্বর পূরণ করুন।
2. ABHA (Ayushman Bharat health account) ADDRESS তৈরি করুন। এটি করবেন ক্রোম থেকে। প্রয়োজনে ইউটিউব দেখে নিন।
3. Kalyani AIIMS app এ আপনার abha এড্রেস এড করুন। প্রয়োজনে ইউটিউব দেখে নিন।
4. এই AIIMS KALYANI অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট অপশনে যান।
5. আপনার যে রোগ হয়েছে সেটি চুজ করুন।
6. ডেট চুজ করে বুক করুন। (আপনি আপনার মনোমতো ডেট নাও পেতে পারেন)
7. সাধারণত এক সপ্তাহ পরের ডেট পাওয়া যায়। মানে সাত দিন পরের। রাত্রি ঠিক ১২ টায় মোবাইল নিয়ে বসুন। রেল টিকিটের মত। দ্রুত বুক করুন।
8. মোবাইল বুক না করেও (যেকোনো দিন রবিবার বাদে) যেতে পারেন। সেক্ষেত্রে খুব ভোরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। (আগে এলে আগে পাবেন এই শর্তে ২০০ জন) আপনারা ওয়াকিং (W) পার্টি হিসেবে পরিচিতই পাবেন। এদের লাইনে দাঁড়িয়ে AIIMS KALYANI অ্যাপ খুলতে হবে, abha এড্রেস এড করতে হবে। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য বাড়ি থেকে এগুলো করুন। (বৃদ্ধ এবং বাচ্চাদের অগ্রাধিকার) শুধু ওপিডি রোগীদের জন্য।
9. সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত নাম এন্ট্রি হয়। নাম এন্ট্রির সঙ্গে সঙ্গেই ডাক্তার বাবুরা উপলব্ধ থাকেন।
10. বহির্বিভাগ রবিবার এবং অন্যান্য জাতীয় ছুটির দিন বন্ধ থাকে। ছুটির লিস্ট ছবিতে পাবেন।
11. দুপুরে ক্যান্টিনে উৎকৃষ্ট মানের খাবার পাওয়া যায়। সমস্ত রকমের খাবার। বিরিয়ানি পর্যন্ত।
12. First time registration দশ টাকা লাগে।
13. কিছু কিছু টেস্টে পয়সা লাগে, সেটি অত্যন্ত কম।
14. একটি মোবাইল থেকে দুজন রোগী রেজিস্ট্রেশন করতে পারবেন।
15. আপনাকে একটি বুকলেট দেওয়া হবে। ওখানেই সব ডক্টর বাবুরা লিখবেন। যত্ন করে রাখবেন। পরে হারিয়ে গেলে অবশ্যই ডায়েরি করে ডায়েরী নম্বর আনবেন।
16. আপনি যদি মোবাইলে বুক করে যান তাহলে গিয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে (ভিড় থাকে না) নাম লিখিয়ে টোকেন নিয়ে AIIMS KALYANI app থেকে scan এবং share অপশনে গিয়ে হসপিটালের কিউআর কোড থেকে স্ক্যান করে শেয়ার করে দিন।
17. টোকেনের নাম্বার অনুযায়ী ভেতরে যান। সেখানে আভা এড্রেস দেখান। আরেকটি টোকেন এবং ১০ টাকা দিয়ে বহির্বি বিভাগ পুস্তিকা নিন। এবার চলে যান নির্দিষ্ট ডাক্তারের কাছে।
18. যখনই যাবেন হাতে বেশ সময় নিয়ে যাবেন।
19. বিদেশি রোগীরাও ট্রিটমেন্ট করাতে পারেন।
20. কোন দালাল নেই।
21. সর্বত্র আধার কার্ড দেখতে চাইবে। সঙ্গে রাখবেন। অবশ্যই অরিজিনাল।

#সংগৃহীত_সংকলিত🙏 #জনস্বার্থে_প্রচারিত🙏

Address

Rathtala,Kankinara
Bhatpara

Telephone

+919804823858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quizzes Competition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share