22/07/2025
কাউকে জোর করে নিজের করে পাওয়া যায় না। একটা সময় কাছের মানুষ থাকলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি পাল্টে যায়। যখন কেউ চলে যায়, তখন তার খারাপ চাওয়াটা স্বাভাবিক নয়। পুরনো সম্পর্কগুলোর প্রতি সম্মান রাখা উচিত এবং প্রাক্তন সঙ্গীর প্রতি বিদ্বেষ পোষণ না করে, তার ভালো চাওয়া উচিত।
আসলে, জীবনে চলার পথে অনেক কিছুই পরিবর্তন হয়। একটা সময় হয়তো কারো সাথে আমাদের খুব গভীর সম্পর্ক ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক হয়তো আর আগের মতো থাকে না। তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই স্বাভাবিক। জোর করে কাউকে ধরে রাখার চেষ্টা করলে, তা আসলে দুজনের জন্যই ক্ষতিকর।
যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেই কষ্ট থেকে বেরিয়ে এসে, তার প্রতি বিদ্বেষ পোষণ করাটা অনুচিত। কারণ, একটা সময় তো সে আমাদের কাছের মানুষ ছিল। তার প্রতি সম্মান রাখা উচিত।
কাউকে জোর করে কি আর নিজের করে পাওয়া যায়, কখনো সম্ভব নয়। তাহলে কেন আমরা বুঝতে চাইনা? হয়তোবা একটা সময় সে তোমার/আমার খুব কাছের মানুষ ছিল। একটা সময় ছিল তাকে ছাড়া কোন অস্তিত্ত কল্পনা করতে পারতে না, তাহলে আজ কেন তার খারাপ চাচ্ছো।
জোর করে কাউকে নিজের করে পাওয়ার চেষ্টা না করে, তার ভালো চাওয়া উচিত এবং নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত।
~~সাহিদ আহমেদ~~✍️