Sribhumi Info

Sribhumi Info পেইজটি ফলো করে সাথে থাকুন

12/06/2025

গুজরাটে দূর্ঘটনাগ্রস্থ লন্ডনগামী বিমানে ২৪২ জন যাত্রীর মধ্যে ছিল ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ , ১ জন ক্যানাডিয়ান এবং ৭ জন পর্তুগীজ যাত্রী।

বৃষ্টিতে পুকুর থেকে রাস্তায় মাছ উঠে এসেছে
02/06/2025

বৃষ্টিতে পুকুর থেকে রাস্তায় মাছ উঠে এসেছে

02/06/2025

শ্রীভূমি জেলার নদীর আপডেইট

02/06/25
সময় - দুপূর 1 ঘটিকা

★ কুশিয়ারা
Danger Lever - 14.94
Current Level - 16.48
Trend - Steady

★ লঙ্গাই
Danger Level - 22.00
Current Level - 24.94
Trend - Steady

★ সিংলা
Danger Level - 17.985
Current Level - 19.565
Trend - Stedy

02/06/2025
Salchapra, ( Silchar )
02/06/2025

Salchapra, ( Silchar )

সকাল ১১ টার আপডেট। জলস্তর এক ঘন্টায় ২ সেমি বৃদ্ধি হয়ে ২১.৩১ মিটার হয়েছে যা ১০ টায় ছিল ২১.২৯ মিটার । বিপদ সীমা হচ্ছে ...
02/06/2025

সকাল ১১ টার আপডেট। জলস্তর এক ঘন্টায় ২ সেমি বৃদ্ধি হয়ে ২১.৩১ মিটার হয়েছে যা ১০ টায় ছিল ২১.২৯ মিটার । বিপদ সীমা হচ্ছে ১৯.৮৩ মিটার
Highest Flood Level হচ্ছে ২১.৮৪ মিটার

বর্তমান পথারকান্দি শহরের অবস্থা।জলের তলায় পোস্ট অফিস, ফরেস্ট অফিস, সম জিলা অফিস, সার্কেল অফিস, ব্লক এলিমেন্টারি অফিস, P...
02/06/2025

বর্তমান পথারকান্দি শহরের অবস্থা।
জলের তলায় পোস্ট অফিস, ফরেস্ট অফিস, সম জিলা অফিস, সার্কেল অফিস, ব্লক এলিমেন্টারি অফিস, PWD office , সেটেলমেন্ট অফিস।

The images were collected from Rahul Das II page

কার কার স্বপ্ন এরকম একটা বাড়ির ?  ✋
26/05/2025

কার কার স্বপ্ন এরকম একটা বাড়ির ? ✋

নতুন বাইক কেনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বাইক চালাচ্ছিলেন প্রিয় বন্ধু Joydeep Roy। পেছনে ছিল ...
26/05/2025

নতুন বাইক কেনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বাইক চালাচ্ছিলেন প্রিয় বন্ধু Joydeep Roy। পেছনে ছিল তার এক বন্ধু।

তেলিখালের পারে একটি ইটভাটার সামনে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। পেছনে থাকা বন্ধু ঘটনাস্থলেই_প্রাণ_হারান—মস্তিষ্ক বিভাজিত হয়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু।

#বন্ধুবর_জয়দীপ গুরুতর আহত অবস্থায় রয়েছেন, তাকে তৎক্ষণাৎ শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটু স্বস্তির খবর—তার মাথায় হেলমেট থাকায় প্রাণ এখনো বেঁচে আছে।
সবার কাছে জয়দীপের_দ্রুত_আরোগ্য_লাভের_জন্য_দোয়া_ও_প্রার্থনার_আবেদন_করছি। Sribhumi Info

🤣
26/05/2025

🤣

শুধু একটি চিপসের প্যাকেট নয় — এটা একেকটি নিষ্পাপ জীবনের আত্মঘাতী আর্তনাদ!"মা, আমি চুরি করিনি…"একটা ছোট্ট ছেলের এই শেষ চি...
23/05/2025

শুধু একটি চিপসের প্যাকেট নয় — এটা একেকটি নিষ্পাপ জীবনের আত্মঘাতী আর্তনাদ!

"মা, আমি চুরি করিনি…"
একটা ছোট্ট ছেলের এই শেষ চিঠি আমাদের সভ্যতার গালে এক চপেটাঘাত। কৃষ্ণেন্দু দাস — সপ্তম শ্রেণির ছাত্র, এখনও যার শরীরে দুধের গন্ধ ছিল, যার চোখে ছিল রংবেরঙের স্বপ্ন, তাকে ‘চোর’ বলে কান ধরে বাজারে ওঠবস করানো হলো।
অপমান, অবিচার আর মিথ্যা অপবাদ—এই তিনটে শব্দ মিলে কেড়ে নিলো একটা শিশুর জীবন।

একটা চিপসের প্যাকেট কুড়ানোর দোষে তাকে সবার সামনে ছোট করা হলো।
হ্যাঁ, আমরা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছি—আমরা, এই সমাজ।
যে সমাজ শিশুকে বিচার করে প্রাপ্তবয়স্কদের মত করে, কিন্তু বোঝে না যে ছোটদের আত্মমর্যাদা অনেক বেশি স্পর্শকাতর।

আমরা কী শিখাচ্ছি শিশুদের?

ভুল করলেই কি চোরের অপবাদ?

ছোট্ট একটা খাবার নিয়ে যদি শিশুর জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে কাদের দায়িত্ব এটা?

একরত্তি বিষে যদি একটা প্রাণ থেমে যায়, তাহলে আমাদের শিক্ষা, সংস্কৃতি, বিবেক—সব কোথায় গেল?

আজ কৃষ্ণেন্দু নেই, কাল হয়তো আপনার সন্তানের নামটা হবে এইখানে।

আমরা দাবি করছি:

এই ঘটনার পূর্ণ তদন্ত হোক।

অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত হোক।

প্রতিটি স্কুলে "Emotional First Aid" ক্লাস বাধ্যতামূলক করা হোক।

শিশুর প্রতি সম্মান ও সহানুভূতির মনোভাব গড়ে তোলার জন্য অভিভাবক ও ব্যবসায়ীদের ওয়ার্কশপ চালু করা হোক।

এটা শুধুই কৃষ্ণেন্দুর মৃত্যু নয় — এটা মানবতাবোধের মৃত্যুঘণ্টা।

আমরা যদি আজ না জাগি, তাহলে কাল হয়তো ‘চুরি’ বলেই চুরি হয়ে যাবে আরও অনেক নিষ্পাপ প্রাণ।

লিখেছেন:
রথীন ঘোষ
ক্লিনিকাল সাইকোথেরাপিস্ট ও সমাজসচেতন লেখক
Feel Good Now – Ask Me How

Copied:-

Address

Karimganj
788710

Telephone

+917002292841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sribhumi Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share