19/10/2025
যদি সেই টাকা জনগণের উন্নতিতে লাগানো হতো...
#রঙিন_শহর_ধূসর_বাস্তবতা
আজকাল রাস্তায় বেরোলেই চোখে পড়ে রঙিন পোস্টার, বিশাল ব্যানার, আর মুখভরা হাসি নিয়ে নেতাদের ছবি। দেয়ালে দেয়ালে শুভেচ্ছা বার্তা, অভিনন্দন, ও নানা প্রতিশ্রুতি।
এক মুহূর্তের জন্যও ভাবি না—এই পোস্টারগুলো তৈরি, ছাপা, আর টানাতে কত টাকা খরচ হয় ❓
#একদিনের_প্রচার_বছরের_অপচয়
প্রতিটি পোস্টারের পেছনে আছে রঙ, কাপড়, শ্রম আর টাকা। সেই টাকা শেষ পর্যন্ত কী কাজে লাগছে?
কয়েকদিন পর সেই ব্যানারগুলো ছিঁড়ে যায়, ময়লা হয়ে পড়ে, আর শহরের সৌন্দর্য নষ্ট করে। অথচ সেই একই অর্থ যদি মানুষের কল্যাণে ব্যবহার করা যেত, তাহলে কত মানুষ উপকৃত হতো!
যদি সেই টাকা অন্যভাবে ব্যয় হতো
ভাবুন তো—
✅কোনো দরিদ্র ছাত্রের হাতে বই তুলে দেওয়া যেত।
✅কোনো পাড়ায় একটি স্ট্রিটলাইট বসানো যেত।
✅কোনো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাদ মেরামত করা যেত।
✅কোনো বৃদ্ধাশ্রমে ওষুধ বা খাবার পৌঁছে দেওয়া যেত।
একটি পোস্টারের চেয়ে এসব কাজ হাজার গুণ বেশি অর্থবহ।
#প্রচার_নয়_প্রভাব_দরকার
মানুষ আজ প্রচারে নয়, বাস্তব উন্নতিতে বিশ্বাস করতে চায়। পোস্টার ঝুলিয়ে নিজের নাম দেখানোর থেকে, এমন কিছু করা উচিত যাতে মানুষ নিজের মন থেকে ধন্যবাদ জানায়।
একটা ব্যানার হয়তো কয়েকদিনের জন্য চোখে পড়বে, কিন্তু একটি ভালো কাজ মানুষের মনে বছরের পর বছর থেকে যাবে।
সবশেষে:
সত্যিকারের নেতৃত্ব মানে নিজের মুখ দেখানো নয়, মানুষের মুখে হাসি ফোটানো।
তাই আজ প্রশ্ন করি—
“যদি সেই টাকা জনগণের উন্নতিতে লাগানো হতো, তাহলে সমাজটা কি একটু ভালো হতো না ❓”
চলুন, #প্রচারের_চেয়ে_প্রয়োগে_বিশ্বাস_রাখি।
কারণ ব্যানার একদিন হারিয়ে যায়, কিন্তু ভালো কাজের চিহ্ন কখনও মুছে যায় না।