Barkati Media

Barkati Media Bashiri Media ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://youtube.com/?si=u0E-8D2pqpu6ihqp

🕌 মুফতি কমরুল ইসলাম বার্কাতী (হাফিযাহুল্লাহ) – এক ত্যাগী আলেমের জীবনগাথাজন্মস্থান: তেজপুর, কটামণি, করিমগঞ্জ, আসামজন্ম, ১...
30/07/2025

🕌 মুফতি কমরুল ইসলাম বার্কাতী (হাফিযাহুল্লাহ) – এক ত্যাগী আলেমের জীবনগাথা

জন্মস্থান: তেজপুর, কটামণি, করিমগঞ্জ, আসাম
জন্ম, ১৯৯৬
পিতা: মরহুম আসার আলী (রহ.)

---

🔹 শৈশব ও শিক্ষার সূচনা

মুফতি কমরুল ইসলাম বার্কাতী হাফিযাহুল্লাহ ১৯৯৬ সালের ভারতের আসাম রাজ্যের তেজপুর কটামণি গ্রামে এক ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই—মাত্র চার-পাঁচ বছর বয়সে তিনি পিতৃহারা হন। এত অল্প বয়সে পিতার ছায়া হারালেও, তাঁর মা অদম্য সাহস, পরিশ্রম ও মেহনতের মাধ্যমে সন্তানকে দ্বীনি শিক্ষার পথে অগ্রসর করেন।

---

🏫 প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন

তাঁর শিক্ষাজীবন শুরু হয় কটামণি হোসাইনিয়া কওমিয়া মাদ্রাসায়। সেখানে কিছুদিন অধ্যয়ন করার পর তিনি নিলামবাজারের মিরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসায় ভর্তি হন এবং টানা ছয় বছর সেখানে শিক্ষালাভ করেন।

পরে হোজাই জেলার দারুল উলুম মুর্তাজাইয়্যাহ বারকাতুল উলুম টাইটেল মাদ্রাসা, পাবিজুরি-তে ভর্তি হয়ে দারুল হাদীস পর্যন্ত অধ্যয়ন করেন। এখানেই তিনি মাদ্রাসার শ্রদ্ধেয় অধ্যক্ষ হযরত মাওলানা মুবাশ্বির আলী নিজামী (দা:বা:)-এর হাতে বায়াত গ্রহণ করেন।

---

🕌 উচ্চতর শিক্ষা ও ইফতা কোর্স

শিক্ষক ও মুর্শিদের নির্দেশে তিনি উত্তরপ্রদেশে অবস্থিত একটি প্রসিদ্ধ ইসলামী প্রতিষ্ঠান জামিউল উলুম ফুরকানিয়া-তে গিয়ে দারুল ইফতা বিভাগে ভর্তি হন। সেখানে থেকে ইফতা (মুফতি কোর্স) সম্পন্ন করে দেশে ফিরে আসেন।

---

👳‍♂️ কর্মজীবন ও ইমামতি

দেশে ফিরে প্রথমে তিনি শিক্ষকতা শুরু করেন নিলামবাজার লালপুল আল মুস্তাফা জামিয়াতুল ইসলামিয়া-তে। এরপর ফারমপাশা দক্ষিণ জামে মসজিদে কিছুদিন ইমামতি করেন। পরে তিনি লতিফিয়া ফুরকানিয়া মাদ্রাসা-কে আধুনিকীকরণ করে "সিনিয়র প্রাইভেট" নামে নতুনভাবে চালু করেন।

করোনা লকডাউনের সময় তিনি শনিবাড়ি ভেতুওয়া জামে মসজিদে ইমামতি করেন। পরে এক গুরুত্বপূর্ণ সুযোগ আসে নাগাল্যান্ডের জুনিবটো টাউন জামে মসজিদে ইমামতি করার, যেটি সফলভাবে সম্পন্ন করেন।
কিন্তু পারিবারিক সমস্যার কারণেই সাত মাস পর আবার দেশে ফিরে আসেন।

---

🏡 পীর সাহেবের সাক্ষাৎ ও বর্তমান দায়িত্ব

দেশে ফিরে তিনি সাক্ষাৎ করেন নিলামবাজারের ঐতিহাসিক দ্বীনি পরিবার হিজিম সাহেব বাড়ির বর্তমান পীর হযরত সাইয়্যিদ হিফজুর রহমান মিশকাত সাহেব (দা:বা:)-এর সাথে। আলাপ-আলোচনার পর তিনি উনার পিতা হযরত মাওলানা সাইয়্যিদ আব্দুর রহমান (রহ.)-এর প্রতিষ্ঠিত মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমানে তিনি ইমামতির দায়িত্ব পালন করছেন শাহপুর জামে মসজিদে, যা ঐ মাদ্রাসার সন্নিকটে অবস্থিত।

---

🤝 সামাজিক ও সাংগঠনিক ভূমিকা

শুধু শিক্ষকতা বা ইমামতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি সমাজের কল্যাণে বহু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। তরুণদের মধ্যে দ্বীনি চেতনা জাগাতে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।

---

📜 উপসংহার

মুফতি কমরুল ইসলাম বার্কাতী একজন নিবেদিতপ্রাণ আলেম, মুফতি, মুরব্বী ও সমাজসেবক। অল্প বয়সেই তিনি যে ত্যাগ, সংগ্রাম এবং অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শ।

23/07/2025

ওহঃ বাচ্ছা ছেলের দম দেখুন┇যে গজল গেয়ে ফুরফুরার পীরজাদাদের কাঁদিয়েছে┇শিশু শিল্পী তৌফিক আলম।

22/07/2025

১ দরসে হাদিস শরিফ দিচ্ছেন মুফতি কমরুল ইসলাম সাহেব। হিজিম খানকাহ ও দরসে হাদিস শরিফের মহফিল ২০২৫ জুলাই

16/07/2025

কারি ওবায়দুল্লাহ এর পৃথিবী বিখ্যাত আযান।

02/07/2025

🌸 রাসূলুল্লাহ ﷺ এর বংশধরদের প্রতি ভালোবাসা একটি ঈমানের চিহ্ন 🌸

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:

"যে ব্যক্তি আমার বংশধর এবং আনসারদের অধিকার ও মর্যাদা স্বীকার করে না, সে তিনটি দলের মধ্যে একজন: হয় সে একজন মুনাফিক, অথবা ব্যভিচার থেকে জন্মগ্রহণকারী, অথবা মায়ের মাসিক অবস্থায় গর্ভে ধারণকৃত।"

📚 (রেওয়ায়েত: ইবনে আদি, বায়হাকি)

➖ আমাদের প্রিয় নবীর আহলে বাইত এবং আনসার সাহাবাদের মর্যাদা ও হক স্বীকার করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।
➖ যারা এদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের হৃদয়ে ঈমানের সমস্যা রয়েছে।
➖ আসুন, রাসূলুল্লাহ ﷺ এর পরিবার ও সাহাবীদের প্রতি ভালোবাসা বজায় রাখি এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করি।

🕌 আহলে বাইতের প্রতি ভালোবাসা — ইমানের অঙ্গ 🕌

#আমার #না #যারা

📚 শিক্ষকতার দায়বদ্ধতা: একটি আত্মজিজ্ঞাসা“যেই শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানে নিজের সন্তানকে ভর্তি করায় না, সে কেমনে শিক্ষক হল...
24/06/2025

📚 শিক্ষকতার দায়বদ্ধতা: একটি আত্মজিজ্ঞাসা

“যেই শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানে নিজের সন্তানকে ভর্তি করায় না, সে কেমনে শিক্ষক হল?”
এই প্রশ্নটি শুধু একটি বাক্য নয়—এটা এক ধরনের চেতনার ঝাঁকুনি। একজন শিক্ষকের নৈতিক অবস্থান, পেশাগত সততা এবং আদর্শিক দায়বদ্ধতা নিয়ে গভীর চিন্তার দরজা খুলে দেয়।

একজন শিক্ষক শুধু পাঠদানের মাধ্যমে নয়, আদর্শ, আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে সমাজকে নির্মাণ করেন। যদি তিনি নিজেই তার প্রতিষ্ঠানে নিজের সন্তানকে ভর্তি না করান, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—তিনি কী নিজ প্রতিষ্ঠানকে শিক্ষার যোগ্য স্থান হিসেবে বিশ্বাস করেন না?

যদি প্রতিষ্ঠান মানসম্মত না হয়, তাহলে শিক্ষক হিসেবে তার দায়িত্ব হচ্ছে সেটিকে উন্নয়ন করা। পক্ষান্তরে, যদি তিনি নিজে নিরাপদে অন্য প্রতিষ্ঠানে সন্তানকে পাঠান এবং একইসঙ্গে অন্যদের সন্তানদের সেখানে পড়তে উৎসাহিত করেন—তাহলে সেটি নিছক পেশাগত সুবিধা নয়, এক ধরনের নৈতিক দ্বিচারিতা।

শিক্ষকতা একটি পবিত্র দায়িত্ব। এটি শুধু পাঠ্যসূচি শেষ করা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে সমাজ তার কাছে আস্থা রাখে, এবং তিনি নিজের সন্তানকেও সেই আস্থার ছায়ায় বড় করে তুলতে পারেন।

তাই প্রশ্ন রইলো—

আপনি যদি নিজ সন্তানকে সেখানে না রাখেন, তবে অন্যের সন্তান আপনার প্রতিষ্ঠানে কেন থাকবে?

22/06/2025

🔹 চারটি কারণে মানুষ তোমাকে ইগনোর করতে পারে 🔹

জীবনে এমন অনেক সময় আসে, যখন কিছু মানুষ হঠাৎ করে আমাদের এড়িয়ে চলে — উত্তর দেয় না, খোঁজ নেয় না, চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায়। কেন এমন হয়? আসল কারণগুলো বুঝে রাখলে মনটাও কিছুটা শান্ত থাকে।👇

১️⃣ স্বার্থ ফুরিয়ে গেছে:
তোমার থেকে যা চেয়েছিল, সেটা পেয়ে গেছে। এখন তুমি তার দরকারি নও, তাই যোগাযোগের প্রয়োজনও তার আর নেই।

২️⃣ তুমি বেশি সহজলভ্য:
সবসময় পাওয়ার মতো হলে মানুষ তোমার গুরুত্ব বুঝে না। তারা ভাবে, "এই তো, যখনই চাইবো তখনই পাবো।" তাই তারা ইগনোর করে।

3️⃣ তোমার মূল্য তারা বোঝে না:
তুমি হয়তো খুব আন্তরিক, খুব যত্নশীল। কিন্তু তারা সেটা বুঝবে তখনই, যখন তুমি আর থাকবে না। এখন তারা তোমাকে হালকা করে দেখে।

4️⃣ তাদের জীবনে নতুন কেউ এসেছে:
নতুন মানুষ, নতুন সম্পর্ক, নতুন উৎসাহ — পুরোনোদের সময় কোথায়! তাই ধীরে ধীরে তারা তোমাকে দূরে ঠেলে দেয়।

---

🌀 সব ইগনোর মানেই তুমি খারাপ নও।
অনেক সময় ইগনোর আমাদের চোখ খুলে দেয় — কে আসল, কে অভিনয় করছিলো। তাই নিজেকে ভালোবাসো, নিজের মান রাখতে শেখো।
যারা সত্যিকারে ভালোবাসে, তারা কখনোই তোমাকে উপেক্ষা করবে না।

#ইগনোর #সম্পর্ক #জীবনের_পাঠ #মনোমাঝি #নিজেকে_ভালোবাসো

18/06/2025

এলোমেলো অক্ষর গুলি মিলিয়ে দেখাও
তো র ব র মা কে

#মা #র #র

18/06/2025

🕌 ইসলামী নসিহত

🕋 আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না

দুনিয়ার জীবনে আমরা অনেক সময় গুনাহে লিপ্ত হই — কখনো গোপনে, কখনো প্রকাশ্যে। মনে হয়, কিছুই হচ্ছে না! কোনো শাস্তি নেই, কোনো বিপদও আসছে না। তখন অনেকে ভাবতে শুরু করে — “আল্লাহ বোধহয় কিছুই দেখছেন না।”

অথচ কুরআনে আল্লাহ তাআলা বলেন:

> وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ
“যালিমরা যা করছে, তা থেকে আল্লাহ গাফেল নন।”
(সুরা ইবরাহিম: ৪২)

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা অপরাধ দেখেও সাথে সাথে শাস্তি দেন না — কারণ তিনি রহিম, সবরে পূর্ণ, তওবার সুযোগ দেন। কিন্তু যদি বান্দা সংশোধন না হয়, তাহলে একসময় আল্লাহর পাকড়াও অবশ্যম্ভাবী হয়ে যায়।

📌 তাই আমাদের উচিত—

পাপ করে গাফেল না হওয়া,

সুযোগ থাকতে থাকতে তওবা করা,

এবং মনে রাখা:
“আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।”

> 🕯️ তওবা করুন, ফিরে আসুন।
দেরি হোক, কিন্তু হার না মানুন।
কারণ দেরি আছে, কিন্তু অবহেলা নেই।

✍️ লেখক:

মুফতি কমরুল ইসলাম বারকাতী

17/06/2025

তিলাওয়াতে কোরআন

নামাজের গুরুত্ব        #উলামা
14/06/2025

নামাজের গুরুত্ব
#উলামা

Address

Villege Tezpur Po Kotamoni PS Bazaricherra Dist Karimgonja STD
Karimganj
NILAMBAZAR

Alerts

Be the first to know and let us send you an email when Barkati Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barkati Media:

Share