
30/07/2025
🕌 মুফতি কমরুল ইসলাম বার্কাতী (হাফিযাহুল্লাহ) – এক ত্যাগী আলেমের জীবনগাথা
জন্মস্থান: তেজপুর, কটামণি, করিমগঞ্জ, আসাম
জন্ম, ১৯৯৬
পিতা: মরহুম আসার আলী (রহ.)
---
🔹 শৈশব ও শিক্ষার সূচনা
মুফতি কমরুল ইসলাম বার্কাতী হাফিযাহুল্লাহ ১৯৯৬ সালের ভারতের আসাম রাজ্যের তেজপুর কটামণি গ্রামে এক ধর্মপ্রাণ পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই—মাত্র চার-পাঁচ বছর বয়সে তিনি পিতৃহারা হন। এত অল্প বয়সে পিতার ছায়া হারালেও, তাঁর মা অদম্য সাহস, পরিশ্রম ও মেহনতের মাধ্যমে সন্তানকে দ্বীনি শিক্ষার পথে অগ্রসর করেন।
---
🏫 প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন
তাঁর শিক্ষাজীবন শুরু হয় কটামণি হোসাইনিয়া কওমিয়া মাদ্রাসায়। সেখানে কিছুদিন অধ্যয়ন করার পর তিনি নিলামবাজারের মিরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া টাইটেল মাদ্রাসায় ভর্তি হন এবং টানা ছয় বছর সেখানে শিক্ষালাভ করেন।
পরে হোজাই জেলার দারুল উলুম মুর্তাজাইয়্যাহ বারকাতুল উলুম টাইটেল মাদ্রাসা, পাবিজুরি-তে ভর্তি হয়ে দারুল হাদীস পর্যন্ত অধ্যয়ন করেন। এখানেই তিনি মাদ্রাসার শ্রদ্ধেয় অধ্যক্ষ হযরত মাওলানা মুবাশ্বির আলী নিজামী (দা:বা:)-এর হাতে বায়াত গ্রহণ করেন।
---
🕌 উচ্চতর শিক্ষা ও ইফতা কোর্স
শিক্ষক ও মুর্শিদের নির্দেশে তিনি উত্তরপ্রদেশে অবস্থিত একটি প্রসিদ্ধ ইসলামী প্রতিষ্ঠান জামিউল উলুম ফুরকানিয়া-তে গিয়ে দারুল ইফতা বিভাগে ভর্তি হন। সেখানে থেকে ইফতা (মুফতি কোর্স) সম্পন্ন করে দেশে ফিরে আসেন।
---
👳♂️ কর্মজীবন ও ইমামতি
দেশে ফিরে প্রথমে তিনি শিক্ষকতা শুরু করেন নিলামবাজার লালপুল আল মুস্তাফা জামিয়াতুল ইসলামিয়া-তে। এরপর ফারমপাশা দক্ষিণ জামে মসজিদে কিছুদিন ইমামতি করেন। পরে তিনি লতিফিয়া ফুরকানিয়া মাদ্রাসা-কে আধুনিকীকরণ করে "সিনিয়র প্রাইভেট" নামে নতুনভাবে চালু করেন।
করোনা লকডাউনের সময় তিনি শনিবাড়ি ভেতুওয়া জামে মসজিদে ইমামতি করেন। পরে এক গুরুত্বপূর্ণ সুযোগ আসে নাগাল্যান্ডের জুনিবটো টাউন জামে মসজিদে ইমামতি করার, যেটি সফলভাবে সম্পন্ন করেন।
কিন্তু পারিবারিক সমস্যার কারণেই সাত মাস পর আবার দেশে ফিরে আসেন।
---
🏡 পীর সাহেবের সাক্ষাৎ ও বর্তমান দায়িত্ব
দেশে ফিরে তিনি সাক্ষাৎ করেন নিলামবাজারের ঐতিহাসিক দ্বীনি পরিবার হিজিম সাহেব বাড়ির বর্তমান পীর হযরত সাইয়্যিদ হিফজুর রহমান মিশকাত সাহেব (দা:বা:)-এর সাথে। আলাপ-আলোচনার পর তিনি উনার পিতা হযরত মাওলানা সাইয়্যিদ আব্দুর রহমান (রহ.)-এর প্রতিষ্ঠিত মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন।
বর্তমানে তিনি ইমামতির দায়িত্ব পালন করছেন শাহপুর জামে মসজিদে, যা ঐ মাদ্রাসার সন্নিকটে অবস্থিত।
---
🤝 সামাজিক ও সাংগঠনিক ভূমিকা
শুধু শিক্ষকতা বা ইমামতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি সমাজের কল্যাণে বহু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। তরুণদের মধ্যে দ্বীনি চেতনা জাগাতে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসনীয়।
---
📜 উপসংহার
মুফতি কমরুল ইসলাম বার্কাতী একজন নিবেদিতপ্রাণ আলেম, মুফতি, মুরব্বী ও সমাজসেবক। অল্প বয়সেই তিনি যে ত্যাগ, সংগ্রাম এবং অধ্যবসায়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শ।