12/08/2025
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল (এসএমসিএইচ)-এর ডায়ালাইসিস ইউনিটে ব্যাপক ভাঙচুর চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী-দল। রবিবার গভীর রাতে সংগঠিত ভাঙচুরের ফলে সোমবার ডায়ালাইসিস ইউনিটে কোনও রোগীকে পরিষেবা দেওয়া সম্ভব হয়নি। ঘটনার বিবরণ দিয়ে ঘুংঘুর থানায় এফআইআর দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ডায়ালাইসিস ইউনিটের সিনিয়র ইনচার্জ সায়ন্তন দাস জানান, (রবিবার) রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল ডায়ালাইসিস ইউনিটে ঢুকে যাবতীয় সরঞ্জাম ভাঙচুর করেছে। ইউনিটের মূল প্রবেশদ্বারে তালা সাঁটা অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতীরা অন্য একটি প্রবেশপথের তালা ভেঙে ঢুকেছে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। তারা বেড, ১৫টি ডায়ালাইসিস মেশিনের ডিসপ্লে-র মধ্যে নয়টি (৯), কমপিউটার, প্রিন্টার সহ চিকিৎসা পরিষেবায় ব্যবহৃত সব কিছুর ক্ষতি করেছে। তিনি জানান, ডায়ালাইসিস মেশিনগুলি জাৰ্মান থেকে আনা হয়েছিল। এখানে এগুলি মেরামত করা যাবে কি না, সন্দেহ আছে, বলেন সায়ন্তন দাস।
সায়ন্তন দাস বলেন, সকালে ডায়ালাইসিস ইউনিটের কর্মীরা এসে দেখেন, ভিতরে সবকিছু ভাঙা, লণ্ডভণ্ড। গোটা পরিকাঠামোর ব্যাপক ক্ষতি করা হয়েছে। এই ইউনিটে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী পরিষেবা নিতে আসেন। আজও রোগী এসেছেন, কাউকে পরিষেবা দেওয়া সম্ভব হয়নি।
এদিকে এসএমসিএইচ-এর অধ্যক্ষ প্রফেসর (ডা.) ভাস্কর গুপ্ত ঘটনাটিকে ইচ্ছাকৃত বলে মনে করছেন। তিনি বলেন, 'এসএমসিএইচ-এর নিজস্ব ডায়ালাইসিস ইউনিট থাকার বিরোধিতাকারী কোনও গোষ্ঠী ঘটনাটি সংগঠিত করতে পারে।'
তিনি বলেন, 'আমরা ঘুংঘর থানায় এফআইআর দায়ের করেছি। এছাড়া জেলাশাসক, এনএইচএম-এর ডিরেক্টর এবং ডিএমই সহ সর্বোচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ এসেছে। তাঁরা ঘটনার তদন্ত করছেন।'
ডা. ভাস্কর গুপ্ত জানান, অ্যাপলো সেন্টার এই ইউনিট পরিচালনা করে। তাদের জানানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সরঞ্জাম মেরামত করে পরিষেবা দেওয়া হবে।