
27/10/2024
কবিতা
শিরোনামঃ- গোলাপ ফুল
লেখক:- মোঃ নাজিম আহমেদ ✍️
তারিখ:- ২৭/১০/২০২৪
----------------------------------
গোলাপ তুমি কেমন করে ?
ফুল বাগানে ফোঁট।
ভোর সকালে ঘুম জড়ানো,
কেমন করে ওঠো ?
জগৎ জুড়ে আছে তোমার,
অসংখ্য সুনাম ।
তাইতো সবাই ভালোবেসে,
করে তোমায় সম্মান ।।
তোমার ফুলের ঘ্রাণে লাগে প্রাণে,
সবার খুশির দোলা ।
কারো মনে কারো প্রাণে,
জাগাও ছড়ার ছন্দ ।।
অনেক কবি লিখেন যেন,
তোমায় নিয়ে পদ্য ।
থাকো তুমি ফুলবাগানে,
ফুলের রাণী হয়ে ।।
সবাই তোমায় ভালোবেসে,
ডাকে ফুলের রাণী।
সবার সেরা ফুল তুমি,
তুমিই গোলাপ ফুল।।