LIGHT Of ISLAM

  • Home
  • LIGHT Of ISLAM

LIGHT Of ISLAM Islamic teachings help us learn the practical skills of life. These social principles are mentioned in the Quran and Sunnah in multiple instances.

It places importance on maintaining peace and harmony in society and building empathy towards one another.

15/08/2025
আগামিকাল কুশিয়ারা কনভেনশন হলে মুবারক মাহফিল সফল হোক, আমীন।
15/08/2025

আগামিকাল কুশিয়ারা কনভেনশন হলে মুবারক মাহফিল সফল হোক, আমীন।

দোয়া মাহফিল
15/08/2025

দোয়া মাহফিল

মদিনাকে 'স্বাস্থ্যকর শহর' হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
04/08/2025

মদিনাকে 'স্বাস্থ্যকর শহর' হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীনহযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)ইলমে কিরাত:ইসলামী জ্ঞান...
04/08/2025

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন
হযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)
ইলমে কিরাত:

ইসলামী জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘ইলমে কিরাত’। ইলমে কিরাতে তাঁর সুযোগ্য শিক্ষক ছিলেন তদীয় পীর ও মুরশিদ হযরত আবূ ইউসুফ শাহ মো. ইয়াকূব বদরপুরী (র.)। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে ফুলতলী ছাহেব কিরাত বিষয়ে আরো শিক্ষা গ্রহণ করেন উপমহাদেশের বিখ্যাত কারী হযরত মাওলানা হাফিয আবদুর রউফ করমপুরী শাহবাজপুরী (র.)-এর কাছ থেকে। শাহবাজপুরী (র.) ছিলেন হযরত ইরকসূস আল মিসরী (র.)-এর ছাত্র । ১৯৪৪ ইং (১৩৫১ বাংলা) সনে আল্লামা ফুলতলী ছাহেব (র.) মক্কা শরীফ গমন করে ইলমে কিরাতের আরো উচ্চতর শিক্ষা গ্রহণ করে সনদ অর্জন করেন শায়খুল কুররা হযরত আহমদ হিজাযী (র.)-এর কাছ থেকে । আহমদ হিজাযী (র.) ছিলেন হারাম শরীফের ইমামগণের পরীক্ষক ও তৎকালীন বিশ্বের খ্যাতিমান কারীগণের উস্তাদ ।

*** ইলমে কিরাতের সনদ

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.) তিন সিলসিলায় ইলমে কিরাতের সনদ লাভ করেন।

***প্রথমত

তাঁর উস্তাদ ও মুরশিদ কুতবুল আউলিয়া হযরত মাওলানা আবূ ইউসূফ শাহ্ মোঃ ইয়াকুব বদরপুরী (র.) > হযরত শায়খ মাওলানা আবদুল মজীদ (র.) > হযরত শায়খ মাওলানা আবদুল ওয়াহ্হাব সিলেটী (র.) > তিনি হতে ধারাবাহিক সনদে হযরত ইমাম আবূ আমর আদ্দানী পর্যন্ত কিরাতের সিলসিলা মিলিত হয়েছে।

***দ্বিতীয়ত

তাঁর উস্তাদ হযরত হাফিয মাওলানা আব্দুর রউফ করমপুরী (র.)> হযরত ইরকসূস মিসরী (র.) > শায়খুল কুররা হযরত আবদুল্লাহ আল মক্কী (র.) > তিনি হতে ধারাবাহিক সনদে ইমাম আবূ আমর আদ্দানী পর্যন্ত কিরাতের সিলসিলা মিলিত হয়েছে।

***তৃতীয়ত

তাঁর উস্তাদ মক্কা শরীফের রঈসুল কুররা শায়খ আহমদ হিজাযী মক্কী আল ফকীহ (র.) > হযরত শায়খ আহমদ আদ্‌ দারদীর, তিনি হতে ধারাবাহিক সনদে হযরত ইমাম আবূ আমর আদদানী পর্যন্ত কিরাতের সিলসিলা মিলিত হয়েছে ।

কলেবর বৃদ্ধির আশঙ্কায় এখানে হযরত ফুলতলী ছাহেব (র.)-এর উস্তায হযরত আবদুর রউফ করমপুরী (র.)-এর সিলসিলাটি কেবল পূর্ণাঙ্গরূপে প্রদত্ত হলো:
১. হযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ ফুলতলী (র.) > ২. হযরত হাফিয মাওলানা আবদুর রউফ করমপুরী (র.) > ৩. হযরত ইরকসূস মিসরী (র.) > ৪. শায়খুল কুররা হযরত আবদুল্লাহ আল মক্কী (র.) > ৫. হযরত কারী ইবরাহীম সা'দ মিসরী (র.) > ৬. হযরত হাসান বাদবার শাফিঈ (র.) > ৭. হযরত মুহাম্মদ আল মুতাওয়াল্লী (র.) > ৮. হযরত সায়্যিদ আহমদ তিহামী (র.) > ৯. হযরত আহমদ সালমুনা (র.) > ১০. হযরত ইবরাহীম আল ‘উবায়দী (র.) > ১১. হযরত আবদুর রহমান আল আজহুরী (র.) > ১২. হযরত শায়খ আহমদ আল বাকারী (র.) > ১৩. হযরত শায়খ মুহাম্মদ আল-বাকারী (র.) > ১৪. হযরত আবদুর রহমান আল ইয়ামনী (র.) > ১৫. হযরত শায়খ শাখাযা (র.) > ১৬. হযরত শায়খ আবদুল হক ছানবাতী (র.) > ১৭. হযরত শায়খুল ইসলাম যাকারিয়া আল আনসারী (র.) > ১৮. হযরত শায়খ দেওয়ান আল-আকারী (র.) > ১৯. হযরত শায়খ মুহাম্মদ আননাওয়েরী (র.) > ২০. হযরত ইমাম মুহাম্মদ আল জাযারী (র.) > ২১. হযরত শায়খ ইবনুল লাব্বান (র.) > ২২. হযরত শায়খ আহমদ ছিহর আশ শাতাবী (র.) > ২৩. হযরত শায়খ আবুল হাসান আলী ইবনে হুদায়ল (র.) > ২৪. হযরত শায়খ আবূ দাউদ সুলায়মান ইবনে নাজ্জাহ (র.) > ২৫. হযরত ইমাম আবূ আমর আদ্ দানী (র.)। হযরত শাহ ইয়াকূব বদরপুরী (র.) ও হযরত আহমদ হিজাযী মক্কী (র.)-এর কিরাতের সিলসিলাও ভিন্ন ভিন্ন সনদে হযরত ইমাম আবূ আমর আদ্দানী (র.) পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে। এ হিসেবে ফুলতলী ছাহেব (র.)-এর তিন উস্তাযের সিলসিলার ঊর্ধ্বতন ক্রমধারা ইমাম আবূ আমর আদদানী (র.)-এর পর থেকে নিম্নরূপ:
২৬. হযরত আবুল হাসান তাহির ইবনে গালিউন (র.) > ২৭. হযরত সালিহ আল-হাশিমী (র.) > ২৮. হযরত আহমদ আল উশনানী (র.) > ২৯. হযরত মুহাম্মদ ‘উবায়দ আল সাব্বাহ (র.) > ৩০. হযরত ইমাম হাফস (র.) > ৩১. হযরত ইমাম আসিম ইবন আবুন নুভূদ আল কূফী (র.) > ৩২. হযরত আবূ আবদিল্লাহ ইবনে হাবীব আস সুলামী ও যির ইবনে হুবায়শ (র.) > ৩৩. আমীরুল মু'মিনীন হযরত উসমান (রা.), হযরত আলী (রা.), হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.), হযরত উবাই ইবনে কা'ব (রা.) ও হযরত যায়দ ইবনে সাবিত (রা.) > ৩৪. সায়্যিদুল মুরসালীন, শাফিউল মুযনিবীন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল (আ.)-এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের লাওহে মাহফুয থেকে। আল্লাহ পাক রাব্বুল আলামীন আল্লামা ফুলতলী (রঃ) কে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, আমীন।

30/07/2025

I got over 2,850 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীনহযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) শিক্ষাজীবন:প্রাথমিক ও ...
30/07/2025

রঈসুল কুররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন
হযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) শিক্ষাজীবন:
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
আল্লামা ফুলতলী ছাহেব (র.) ফুলতলী মাদরাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন। তাঁর প্রাথমিক শিক্ষক ছিলেন তাঁর বংশীয় চাচাতো ভাই মাওলানা ফাতির আলী (র.) । এ সময় তিনি কারী সৈয়দ আলী সাহেবের নিকট কিরাত শিক্ষা গ্রহণ করেন। সে সময় তাঁর মুহতারাম পিতা গঙ্গাজল মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। মাওলানা আব্দুল মজীদ (র.)-এর সুযোগ্য শাগরিদ হাইলাকান্দি রাঙ্গাউটি মাদরাসার সুপার, প্রখ্যাত ওলী মাওলানা আব্দুর রশিদ ছাহেব তাঁর শ্রদ্ধেয় উস্তাদের নিকট ফুলতলী ছাহেবকে এ মাদরাসায় ভর্তি করে দেওয়ার জন্য অনুরোধ জানান। ফলে ১৩৩৬ বাংলায় ফুলতলী ছাহেব এ মাদরাসায় ভর্তি হয়ে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। অতঃপর ১৩৩৮ বাংলায় বদরপুর সিনিয়র মাদরাসায় ভর্তি হয়ে সুনামের সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। উচ্চ শিক্ষা ও ইলমে হাদীসের সনদ অর্জন
উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনান্তে আল্লামা ফুলতলী ছাহেব (র.) তাঁর উস্তাদ ও মুরশিদ হযরত মাওলানা আবূ ইউসূফ শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরী (র.)-এর নির্দেশ মুতাবিক উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ভারতের বিখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে আলিয়া রামপুরে ভর্তি হয়ে ফনুনাত সম্পন্ন করেন। পরে ইলমে হাদীসের শিক্ষা অর্জনের লক্ষ্যে মাতলাউল উলূম মাদরাসায় ভর্তি হন এবং সুনামের সাথে অধ্যয়নের পর হাদীসের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে ১৩৫৫ হিজরী সনে হাদীসের সনদ লাভ করেন। এ মাদরাসায় তাঁর হাদীসের উস্তাদ ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা খলীলুল্লাহ রামপুরী (র.) ও আল্লামা ওয়াজীহ উদ্দীন রামপুরী (র.) প্রমুখ। ইলমে হাদীস ছাড়াও তিনি ইলমে তাফসীর ও ফিকহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন ।

***প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত ফুলতলী ছাহেব (র.)-এর হাদীসের সিলসিলা নিম্নরূপ:
১. হযরত আল্লামা মো: আব্দুল লতিফ ফুলতলী (র.) > ২. হযরত মাওলানা খলীলুল্লাহ রামপুরী (র.) > ৩. হযরত মাওলানা মনোওর আলী রামপুরী (র.) > ৪. হযরত সায়্যিদ মুহাম্মদ শাহ্ (র.) > ৫. তাঁর পিতা হযরত সায়্যিদ হাসান শাহ্ (র.) > ৬. হযরত শায়খ আলম আলী আন নাকিনাওয়ী (র.) > ৭. হযরত শাহ্ মুহাম্মদ ইসহাক (র.) > ৮. হযরত শাহ্ আবদুল আযীয আদ দেহলভী (র.) > ৯. তাঁর পিতা হযরত শাহ্ ওয়ালিউল্লাহ আল উমরী আদ দেহলভী (র.) > ১০. হযরত শায়খ আলহাজ মুহাম্মদ আফদ্বাল (র.) > ১১. হযরত শায়খ আবদুল আহাদ (র.) > ১২. তাঁর পিতা খাযিনুর রাহমাহ হযরত শায়খ মুহাম্মদ সাঈদ (র.) > ১৩. হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানী শায়খ আহমদ সিরহিন্দী (র.) > ১৪. হযরত শায়খ মুহাম্মদ ইয়াকূব কাশ্মিরী (র.) > ১৫. হযরত শায় আহমদ ইবনে হাজার আল হায়তামী আল মক্কী (র.) > ১৬. হযরত শায়খ যায়নুদ্দীন যাকারিয়া আল আনসারী (র.) > ১৭. হযরত শায়খ হাফিয আবুল ফদল শিহাবুদ্দীন আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানী (র.) > ১৮. হযরত ইবরাহীম ইবনে আহমদ আত তানূখী (র.) > ১৯. হযরত আবুল আব্বাস আহমদ ইবনে আবূ তালিব আল হাজ্জার (র.) > ২০. হযরত সিরাজুল হুসায়ন ইবনুল মুবারক আয যাবিদী (র.) > ২১. হযরত শায়খ আবুল ওয়াক্ত আবদুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুয়াইব আস সিজযী আল হারাভী (র.) > ২২. হযরত শায়খ আবুল হাসান ইবনে আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ দাউদী > ২৩. হযরত আবূ মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস সারখাসী (র.) > ২৪. হযরত আবূ আবদিল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার আল ফিরাবরী (র.) > ২৫. ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনুল মুগীরা আল জু'ফী আল বুখারী (র.)। ইমাম বুখারী (র.) থেকে রাসূলে পাক (সা.) পর্যন্ত প্রত্যেক হাদীসের সনদ সুপ্রসিদ্ধ ও নির্ভরযোগ্য অনুরূপভাবে হযরত ফুলতলী ছাহেব (র.) ভারতবর্ষের স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা ওয়াজীহ উদ্দীন রামপুরী (র.) থেকেও হাদীসের সনদ লাভ করেন। হযরত ওয়াজীহ উদ্দিন রামপুরী (র.)-এর সনদ অন্য সিলসিলায় হযরত শাহ্ মুহাম্মদ ইসহাক পর্যন্ত পৌঁছে পূর্বের সনদের সাথে যুক্ত হয়েছে।
আল্লাহ পাক রাব্বুল আলামীন আল্লামা ফুলতলী (রঃ) কে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, আমীন।

আলহামদুলিল্লাহ! যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। আল্লাহ পাক সালামতে গন্ত...
26/07/2025

আলহামদুলিল্লাহ! যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী। আল্লাহ পাক সালামতে গন্তব্যে পৌঁছে দিন, আমীন।

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) লিখিত 'মুনতাখাবুস সিয়র' পাঠ প্রতিযোগিতা-২০২৫। আসুন, রাসূল (সা.)-এর সীরাত পাঠ করে ত...
26/07/2025

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) লিখিত 'মুনতাখাবুস সিয়র' পাঠ প্রতিযোগিতা-২০২৫। আসুন, রাসূল (সা.)-এর সীরাত পাঠ করে তাঁর সুমহান জীবন সম্পর্কে জানি।

সীরাত অধ্যয়ন একজন মুমিনকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সান্নিধ্যে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে 'মুনতাখাবুস সিয়র' সীরাত গ্রন্থ সহায়ক ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ। নবীপ্রেম- ভালবাসায় ভরপুর এ সীরাত গ্রন্থ আপনাকে নিয়ে যাবে প্রায় দেড় হাজার বছর আগের সময়ে। তুব্বায়ে হিমাইরি আসলেন , নবীজীর ব্যাপারে জানলেন , নবীপ্রেম তাঁর হৃদয় সাগরে ঢেউ তুললো। তিনি চিঠি লিখে রেখে গেলেন নবীজির সমীপে। না দেখেই তিনি নবীপ্রেমের নাজরানা পেশ করলেন।
এ সীরাত গ্রন্থে আপনি জমজম কূপের পুনরুদ্ধার , প্রিয়নবী (সা)'র পবিত্র জন্মের আগের ঘটনা , আল্লাহর নবীর নসবনামা , শৈশবের ঘটনা থেকে নিয়ে আল্লাহর নবীর সাথে সম্পর্কিত তথ্যর নির্ভরযোগ্য আলোচনা পাবেন।
*সংগৃহীত*

লতিফি হ্যান্ডস ইনক. ইউএসএ-এর অফিশিয়াল উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠান।অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে মানবকল্যাণে নিবেদিত এই প্রতিষ...
24/07/2025

লতিফি হ্যান্ডস ইনক. ইউএসএ-এর অফিশিয়াল উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠান।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে মানবকল্যাণে নিবেদিত এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নতুন অঙ্গনে পথচলা শুরু করছে—সেবার দৃঢ় প্রত্যয় ও সমাজ পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে।

The official launch and dinner program of Latifi Hands Inc. USA.
A nonprofit with over 55 years of humanitarian legacy, Latifi Hands continues its mission in the United States with renewed dedication to compassion, service, and lasting impact.
*Copied*

আগুনে পুড়ে মৃত্যুতে যে মর্যাদা দিয়েছে ইসলাম :আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর ...
22/07/2025

আগুনে পুড়ে মৃত্যুতে যে মর্যাদা দিয়েছে ইসলাম :

আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর বাবা জাবের (রা.)-কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করে ছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।তখন মহানবী (সা.) বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। (আবু দাউদ, হাদিস : ৩১১১)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শহীদ আল্লাহ পাকের পক্ষ হতে বড় বড় ছয়টি পুরস্কার পাবে। ১. তাঁকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতী নিবাস দেখনো হবে। ২. কবরের আজাব মাফ করে দেওয়া হবে। ৩. হাশরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত ও পেরেশান থাকবে, তখন আল্লাহ পাক তাঁকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন। ৪. সেদিন তাঁর মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে, যার একেকটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার সবকিছু থেকে দামী হবে। ৫. স্ত্রী হিসেবে তাঁকে ৭২ জন হুর দেওয়া হবে এবং ৬. তাঁর নিকটজনদের মধ্যে হতে ৭০ জনের ব্যাপারে তাঁর সুপারিশ গ্রহণ করা হবে।’ (সুনানে তিরমিজি: ১৬৬৩)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘সবার আগে যে তিনজন জান্নাতে যাবে, তাদেরকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। ১. শহীদ ২. হারাম ও সংশয়পূর্ণ জিনিস থেকে এবং অপরের নিকট হাত পাতা থেকে দূরে অবস্থানকারী এবং ৩. উত্তমরূপে আল্লাহর ইবাদতকারী ও মনিবদের কল্যাণকামী গোলাম।’ (তিরমিজি: ১৬৪২)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শহীদ তার পরিবারের ৭০ জনের জন্য শাফায়াত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে।’ (আবু দাউদ: ২৫২২)

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়ে এই প্রতিষ্ঠানের কোমলমতি অসংখ্য শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এছাড়াও অনেক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থান ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলা নিহতদের জান্নাতবাসী করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং শোকাহত পরিবার গুলোকে এই অপূরণীয় ক্ষতি সয়ে নেওয়ার ধৈর্য ও শক্তি দিন, আমিন ।
*সংগৃহীত*
#সাল্লাল্লাহু_আলাইকা_ইয়া_রাসুলাল্লাহ_ﷺ
゚ ゚

নিউ ইয়র্ক, ব্রঙ্ক্স এর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত তরবিয়ত, ও দু'আ মাহফিলে তালীম তরবিয়ত ও দরসে হাদিস প...
22/07/2025

নিউ ইয়র্ক, ব্রঙ্ক্স এর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত তরবিয়ত, ও দু'আ মাহফিলে তালীম তরবিয়ত ও দরসে হাদিস প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদিসীন, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলী।

July 21st, 2025
নিউ ইয়র্ক, ইউ এস এ.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when LIGHT Of ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share