22/07/2025
আগুনে পুড়ে মৃত্যুতে যে মর্যাদা দিয়েছে ইসলাম :
আবদুল্লাহ ইবনে জাবের তাঁর বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর বাবা জাবের (রা.)-কে তাঁর রোগশয্যায় দেখতে গেলেন। তাঁর কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করে ছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে।তখন মহানবী (সা.) বলেন, আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়াজাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। (আবু দাউদ, হাদিস : ৩১১১)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শহীদ আল্লাহ পাকের পক্ষ হতে বড় বড় ছয়টি পুরস্কার পাবে। ১. তাঁকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতী নিবাস দেখনো হবে। ২. কবরের আজাব মাফ করে দেওয়া হবে। ৩. হাশরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত ও পেরেশান থাকবে, তখন আল্লাহ পাক তাঁকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন। ৪. সেদিন তাঁর মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে, যার একেকটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার সবকিছু থেকে দামী হবে। ৫. স্ত্রী হিসেবে তাঁকে ৭২ জন হুর দেওয়া হবে এবং ৬. তাঁর নিকটজনদের মধ্যে হতে ৭০ জনের ব্যাপারে তাঁর সুপারিশ গ্রহণ করা হবে।’ (সুনানে তিরমিজি: ১৬৬৩)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘সবার আগে যে তিনজন জান্নাতে যাবে, তাদেরকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। ১. শহীদ ২. হারাম ও সংশয়পূর্ণ জিনিস থেকে এবং অপরের নিকট হাত পাতা থেকে দূরে অবস্থানকারী এবং ৩. উত্তমরূপে আল্লাহর ইবাদতকারী ও মনিবদের কল্যাণকামী গোলাম।’ (তিরমিজি: ১৬৪২)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘শহীদ তার পরিবারের ৭০ জনের জন্য শাফায়াত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে।’ (আবু দাউদ: ২৫২২)
ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়ে এই প্রতিষ্ঠানের কোমলমতি অসংখ্য শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এছাড়াও অনেক শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থান ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহ তাআলা নিহতদের জান্নাতবাসী করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং শোকাহত পরিবার গুলোকে এই অপূরণীয় ক্ষতি সয়ে নেওয়ার ধৈর্য ও শক্তি দিন, আমিন ।
*সংগৃহীত*
#সাল্লাল্লাহু_আলাইকা_ইয়া_রাসুলাল্লাহ_ﷺ
゚ ゚